Prakriti Premik Kabi Jibanananda Poem by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

9 Apr 2025

Prakriti Premik Kabi Jibanananda Poem by Khushi Sarkar

Prakriti Premik Kabi Jibanananda Poem by Khushi Sarkar

Name of Poem - Prakriti Premik Kobi Jibanananda,
Author - Khushi Sarkar,
Genre - Bengali Poem,

Prakriti Premik Kabi Jibanananda Poem by Khushi Sarkar

প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ - খুশী সরকার

কবিতাটির সংক্ষিপ্তসার

রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম কবি ব্যক্তিত্ব জীবনানন্দ দাশ। তাঁর কবিতায় প্রকৃতি চেতনা, প্রেম চেতনা, ইতিহাস ও কাল চেতনা সমস্তই কবির জীবন ভাবনায় উদ্দীপ্ত হয়ে ফুটে উঠেছে। জীবন, পৃথিবী, নারী ও প্রকৃতি সম্পর্কে তাঁর চিত্তে যে বোধ বিষাদ অনুভূতি জন্মেছিল সেই অনুভূতিতে তিনি অনন্য। প্রকৃতি তাঁর কাব্য চিন্তার মানস সরোবর। জীবনবোধের গভীরে তাঁর নিসর্গ চেতনা এতই প্রবল যে সমস্ত চিন্তা ধারণা অনুভব জীবন ও কাব্য- এই প্রকৃতির দ্বারা প্রভাবিত।

প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ
খুশী সরকার

রূপসী বাংলার আত্মভুক কবি জীবনানন্দ,
কাব্য কবিতায় তাঁর ইন্দ্রিয়গ্রাহ্য মাটির গন্ধ।
যুগের বিপন্ন বিস্ময়ে নির্জনতার কবি,
এঁকেছেন যান্ত্রিক মানবের একাকিত্বের ছবি।


প্রকৃতি তাঁর কাব্যচিন্তায় মানস সরোবর,
জীবনবোধের গভীরে তাই অনুভব বাংলার 'পর।
বাংলা রূপের আসক্তিতে গ্রাম তাঁর জননী,
বিচিত্র তার রূপ মাধুরী যেন চিত্রের খনি।

দৃশ্যানুভূতিতে আঁকা কবির অজস্র চিত্র,
বর্তমানের হাত ধরে আছে যেন অতীত মিত্র।
আছে জাম-বট-কাঁঠাল-হিজল-অশথের রূপ,
পাতার নিচে বসা ভোরের দোয়েল পল্লবের স্তূপ।


মনে পড়ে তাঁর সেই বেহুলা লক্ষিন্দর গাঙুরের জল,
পূর্ব স্মৃতিচারণায় বাংলার অতীত রূপ ঝলমল।
আত্মিক নিবিড়তায় প্রকাশ পেয়েছে চিত্রল ভাষায়,
বিশ্বকে দেখেছেন বাংলার রাগ-রঙ-রূপ চেতনায়।

জীবনপ্রীতির সঙ্গে ঘটেছে মৃত্যুচেতনার সমন্বয়,
অনিবার্য মৃত্যুতে তাই জাগেনি কোনো সংশয়।
কাব্যে মহাজ্ঞানীর আদর্শ পুষ্ট প্রগতির ধারা, 
জাগ্রত বিবেকে বিশ্বের একাত্মতায় হারা।


রূপসী বাংলা থেকে একদিন যেতে হবে তাই,
কাতর হয়েছেন কবি বিরহীর যন্ত্রণায়।
তবুও নৈরাশ্য থেকে ফিরেছেন আশার নীড়ে,
ভালোবেসে আসবেন আবার ধানসিঁড়িটির তীরে।

No comments:

Post a Comment

Save my name, email, and website in this browser for the next time I comment.