ভুলে ভরা জীবন-খাতা ছোট গল্প - খুশী সরকার
Bhule Bhara Jiban-khata short story by Khushi Sarkar
ছোট গল্প - ভুলে ভরা জীবনখাতা,
লেখিকা - খুশী সরকার
সন্ধ্যা নামলে কেমন যেন ভারী হয়ে যায় মায়ার মনটাঃ-
সন্ধ্যা নামলে কেমন যেন ভারী হয়ে যায় মায়ার মনটা। ভাবনার কুয়াশা ঘিরে ধরে তাকে। নিভু নিভু ম্লান আলোয় জীবন-খাতাটা কান্না ভেজা চোখে তাকিয়ে থাকে তার দিকে। দোতলার দক্ষিণমুখী ঘর লাগোয়া বেলকনিতে সেই আলো যেন মায়াকে ভ্যাংচি কেটে চলে যায় কিন্তু মায়ার প্রত্যাশা-গাছ আর ফল দেবে না জেনেও খাতার পাতায় বারবার হাত বুলিয়ে ভাবে,"এতদিন যত্নে ও আদরে যে সব স্বপ্নের ছবি এঁকেছিলাম সবই আজ মেদ মাংস ঝরা কঙ্কাল।
অথচ সামান্য রঙেই তারা হেসেছিল সেদিন। বাতাসে ছড়িয়ে দিয়েছিল সুবাস। প্রথম ছবিটাতে একটা গাছেই ফুটেছিল হরেক রঙের ফুল। ভেবেছিল সবাইকে ভালোবেসে সেও ফুটবে একসাথে কিন্তু কাকের ছানার মতোই কোকিলা দূর করে দিল তাকে। মনের দুঃখে বাসা বাঁধলো অন্যত্র। সেই ছবিটাও আজ রঙচটা। পরের ছবিটা অতি যত্নে এঁকেছিল স্বামী সন্তান নিয়ে এক হাস্যোজ্জ্বল সংসারের ছবি। কিন্তু ঈশ্বর বুঝি আড়ালে এঁকেছিলেন অন্য ছবি।
এক বছরের মধ্যেই নতুন চাকরি নিয়ে জীবনটাকে নতুন করে সাজাতে চেয়েছিল মায়া। তাই কোল আলো করে আসা মেয়েকে বলল লক্ষ্মীর আবির্ভাব ভেবে আনন্দে আত্মহারা হয়ে ভুলে গিয়েছিল সব কষ্ট। একমাত্র মেয়েকে উপযুক্ত রূপে তৈরি করাই ছিল তার জীবনের লক্ষ্য। তাই বোধ হয় উচ্চশিক্ষিত রোজগেরে গড়তে গিয়ে তার ব্যবহারিক আর মানবিকতার দিকে নজরই দেয়নি কোনদিন।
হয়তো সেটাই ভুল ছিল তার। পরের পাতাতে ছিল মেয়ে জামাই এবং ফুটফুটে নাতি-নাতনীর এক আনন্দমুখর পরিবেশের ছবি। সেই ছবিতে হাত পড়তেই মায়ার দু'গাল বেয়ে অশ্রু ঝরে। চোখের সামনে ফুটে উঠে সেদিনের ছবি। এক দেখাতেই পছন্দ করা মেয়েকে উপযুক্ত ঘর বর দেখেই বিয়ে দিয়েছিল ধুমধাম করে।
দু 'টুকরো সংসারঃ-
বিশেষত ছেলে-মেয়ের এক প্রফেশন হওয়ায় খুশি ছিল মায়া। ভেবেছিল আর কিছু না হোক একই প্রফেশন হলে একজন আরেকজনকে বুঝবে। চলছিলও সব ঠিকঠাক। রাজপুত্রের মতো সন্তানও এলো মেয়ের কোল জুড়ে। কিন্তু আকাশে যে কালো মেঘ জমছে সেদিকে লক্ষ্য করেনি মায়া। থেকে থেকে দু এক ফোটা বৃষ্টি হতে হতেই হঠাৎ একদিন নামল প্রবল ঝড়োবৃষ্টি। তার ঝাপটায় ভেঙে দু'টুকরো সংসার।
মাঝখানে গড়ে উঠল বিচ্ছেদের প্রাচীর। অসহায় মা-বাবা আজ শুধুই দর্শক। রঙহীন সেই ছবি যেন আবছা একটা পাথরের চাঁই। তার বিদীর্ণ বক্ষের বিলাপে যেন শুনতে পায়, "একদিন আমাকে খুব উজ্জ্বল রঙে এঁকেছিলে কিন্তু জীবন ও জগৎ জুড়ে নিত্যই রঙ বদলের খেলা। তাই সময়ের তালে তোমার প বেগে খাতাটা বুকে নিয়ে অঝোরধারায় কাঁদতে থাকে মায়া। তখন সূর্য ডুবে নেমেছে আঁধার। সেই অন্ধকারে সে একা।
সমাপ্ত
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.