Ajogyer Khamatayan Bengali Poem by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

9 Apr 2025

Ajogyer Khamatayan Bengali Poem by Khushi Sarkar

Ajogyer Khamatayan Bengali Poem by Khushi Sarkar

Name of Poem - Ajogyer Khamatayan,
Author -Khushi Sarkar,
Genre- Bengali Poem

Ajogyer Khamatayan Bengali Poem by Khushi Sarkar

অযোগ্যের ক্ষমতায়ন কবিতাটি লিখেছেন খুশী সরকার

কবিতাটির সংক্ষিপ্তসার:

পৃথিবীতে নেমে এসেছে ঘন অন্ধকার। চারদিকে চলছে ক্ষমতায়নের লড়াই। এই লড়াইয়ে অসাধু উপায়ে অযোগ্যরা ক্ষমতায় আসীন। চলছে অক্ষমরাজ। অযোগ্যের ক্ষমতায়নে উন্নয়নের উর্দি। যাদের পেটে নেই অক্ষর জ্ঞান,নেই স‌ইসাবুদের ক্ষমতা তারাই করছে আজ উচ্চ ডিগ্রীর সার্টিফিকেট স‌ই। সক্ষমের দু'চোখে আজ নিভন্ত দীপ।

অযোগ্যের ক্ষমতায়ন
খুশী সরকার

আত্মমগ্নতার অন্ধকারে ঢাকা পৃথিবীতে
অক্ষমের ক্ষমতায়ন দাঁড়িয়েছে মাথা তুলে;
সক্ষমের দু'চোখে নিভন্ত দীপ,
নিকষ নিশীথে অক্ষম আঁখিতে উজ্জ্বল আলো।

নির্বিবাদে রাজকীয় বৈভবে চলছে অক্ষমরাজ,
ক্ষমতায়নের উল্লাসে কুছ পরোয়া নেহি;
ভাঙা বনে শিয়াল রাজার মতো;
উন্নয়নের উর্দি এঁটে গায়ে,
আস্ফালনে চালায় রোজ দরবার।
শ্রী সৌন্দর্যের অরসিকে আজ
করছে প্রকৃত রসের বিচার।

অক্ষর জ্ঞান নেই পেটে যাদের,
তারাই সইসাবুদে দিচ্ছে উচ্চ ডিগ্রীর সার্টিফিকেট।
অযোগ্য অপাত্র সুযোগের সিঁড়ি বেয়ে,
দোর্দণ্ড প্রতাপের রত্নখচিত কারুকার্যে;
যোগ্যতার মান করে উপেক্ষা।

অন্ধকে হাইকোর্ট দেখানোর মতো,
দেখায় কাজের চেয়ে অকাজের বহর বেশি
অক্ষমতার অবোধে ওই দূর আকাশে ডানা মেললেও
দৃষ্টি তার ভাগাড়ে শকুনের মত।

সমাপ্ত

No comments:

Post a Comment

Save my name, email, and website in this browser for the next time I comment.