Bengali Poem Sera Samoy by khushi sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

27 Jun 2014

Bengali Poem Sera Samoy by khushi sarkar

anukul-thakur

আধুনিক বাংলা কবিতা সেরা সময় লিখেছেন খুশী সরকার

Modern Bengali Poem Sera Sammy written by Khushi Sarkar 2014. The poem has written for the purpose of all human being..

In reference to poetry:
All creatures have been born and lived in God's will. He dies by his will. But when we were born, we forgot him. The priceless time of life that prevails in the midst of the world's prosperity. It is believed in the conventional way that the proper time of God's meditation is of old age, but at the same time we are suffering from various diseases. So it does not become possible to call God. The proper time of 'godliness' is the healthy, vigorous and refreshing of the mind while present, so this time should be chosen as the best time.

কবিতা প্রসঙ্গেঃ-
সমস্ত জীব জগত ঈশ্বরের ইচ্ছাতে-ই জন্ম গ্রহন করে এবং বেঁছে থাকেন। মৃত্যুবরণও করে তাঁর ইচ্ছাতেই। অথচ আমরা জন্ম গ্রহনের পর ভুলে যায় তাঁকে। সংসারের মায়ামোহে আবদ্ধ হয়ে কাটিয়ে যায় জীবনের অমূল্য সময়। প্রচলিত ধারনায় বিশ্বাসী হই যে ঈশ্বরের সাধনার উপযুক্ত সময় বার্ধক্য কাল অথচ আমরা সেই সময়েই থাকি নানা রোগ ব্যধিতে আক্রান্ত। তাই ঈশ্বর কে ডাকা আর সম্ভব হয়ে ওঠে না। 'ঈশ্বর সাধনার' উপযুক্ত সময় হল সুস্থ, সবল ও মনের সতেজতা যখন বর্তমান।, তাই এই সময়টাকেই সেরা সময় হিসাবে বেছে নেওয়া উচিৎ বলে মনে করি।

Modern Bengali Poem

সেরা সময়
খুশী সরকার

এইতো জীবনের সেরা সময়
যা করার তা করে ফেলো
শরীর মন সুস্থ না হলে
ঈশ্বরের নাম কখন গাইবে বলো?

শিশু সময়ে নির্বোধের যত খেলা
খেলেই করেছো সময় ব্যয়
যৌবনের উদ্দাম আবেগে মেতে
সময়ে তুমি পেলে না খেঁই।

প্রেমের তরী বাইতে বাইতে তুমি
ঝড় তুফানেও মজালে মন।
সংসারের জালে বন্দি করে আপনাই
ঠেলে দিলে জপ, আরাধন।

মোহের নেশায় আপন ভেবে যারে
মত্ত ভাবে ধরলে দুই হাতে চেপে
সেই তো গেল পায়ে দোলে মেরে
নিঠুর হাস্যে একাকি রেখে।

তাই বলি ওগো বন্ধু সুজন-
কাল বিলম্ব নয় আর
সৎ আদর্শে দীক্ষা নিয়ে হও আগুয়ান।
সঁপে দিয়ে জীবনের ভার।

শক্তি কেবল এই সুস্থ সবল মনে
ডেকে নাও প্রাণের দেবতারে।
রোগ ব্যাধি জড়ায় হৃদয়ের যন্ত্রণায়
আর সুযোগ পাবে নারে!

ছিঁড়ে দাও ওই মনের মোহ বাঁধন
খুলে ফেলো অহং আভরণ।
তবেই খুঁজে পাবে প্রাণের প্রিয়রে
তোমার সাথে যার নিত্য বিচরণ।

সমাপ্ত

রচনাকাল - ২৭শে জুন, ২০১৪।

No comments:

Post a Comment