Phire Phire Tomakei Chai Poem by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

13 Aug 2023

Phire Phire Tomakei Chai Poem by Khushi Sarkar

Phire Phire Tomakei Chai Remembrance Poem written by Khushi Sarkar

Name of the Poem - Phire Phire Tomakei Chai (Want You Again)
Poet - Khushi Sarkar
Genre - Remembrance Poem (In memory of Rabindranath Tagore),

Phire Phire Tomakei Chai Poem by Khushi Sarkar

Phire Phire Tomakei Chai Poem by Khushi Sarkar

Synopsis of the Poem -

The remembrance poem "Phire Phire Tomakei Chai" (Want You Again) written on the occasion of Baishe Shravana in memory of the world poet Rabindranath Tagore is an expression of dark feelings. On the death day of the poet 'Baishe Shravana', the melancholy desire to find him again in his immortal creation, to know him in a new way and to know him is revealed in this poem.

The compassionate poet has sung the praises of humanity in his creations with deep faith in humanity. However, in the current era of globalization, humanity is being insulted. Therefore, poets are our ultimate refuge in this dire time of chaos.
He is the one we want to return to again and be moistened by his deep life-philosophy and human love.

স্মৃতিচারণ কবিতাটির গাঢ় অনুভূতি:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বাইশে শ্রাবণ উপলক্ষ্যে রচিত "ফিরে ফিরে তোমাকেই চাই" কবিতাটি গাঢ় অনুভূতির বাঙ্ময় প্রকাশ। কবির 'বাইশে শ্রাবণ' প্রয়াণ দিবসে বিষাদমেদুর মানসিকতায় তাঁর অমর সৃষ্টির মধ্যে নতুন করে তাঁকে খুঁজে পাওয়া, তাঁকে নতুন অনুভবে জানা এবং চেনার দুর্বার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এই কবিতায়।

মানব দরদী কবি মানুষের প্রতি গভীর বিশ্বাসে তাঁর সৃষ্টির মধ্যে গেয়েছেন মানবতার জয়গান। অথচ বর্তমান বিশ্বায়নের যুগে অহর্নিশি ঘটে চলেছে মানবতার অপমান। তাই এই ঘোর অমানিশার দুঃসময়ে কবি আমাদের পরম আশ্রয়। তাঁকেই আমরা আবার ফিরে ফিরে তাঁর গভীর জীবনদর্শন ও মানবপ্রীতিতে সিক্ত হতে চাই।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে কবিতা :

ফিরে ফিরে তোমাকেই চাই

খুশী সরকার

হে মহান মনস্বী অনন্ত জ্ঞান প্রজ্ঞার প্রতীক,
তুমি আমার দিন যাপনের প্রত্যুষের রক্তিম রবি।
রবি রশ্মিতে রাঙানো প্রতি মুহূর্তের দৈনন্দিকতায়,
অভ্যস্ত নিত্য ফুটে ওঠা গোলাপ
আটপৌঢ় যাপনের দ্রাবক তুমি,
প্রয়াণ দিবসে শ্রীচরণে তাইতো বারবার নমি।

সুখ-দুঃখ জ্বালা যন্ত্রনায় জারিত হয়ে ফুটে থাকো
সৌন্দর্য আর গন্ধে জীবনের দিগন্ত আকাশে।
আমাকে দেয় যা প্রশান্তির অক্ষয় ছায়া,
সেই ছায়া আরও দীর্ঘ হয় বাইশে শ্রাবণ
নতুন আলোয় আবিষ্কারে তীব্র আলোড়ন
হৃদয়ের গভীর গহনে নতুন পাওয়ার আমন্ত্রণ।
চৈতন্যের নবালোকে জ্বলে ওঠো ভোরের শুকতারা,
তুমি ছাড়া জীবন পাগলপারা গতিহারা,
বিস্মিত চেতনায় তাই তো চেয়ে থাকি অপলক,
বাইশে শ্রাবণের নিমজ্জামান বেদনার শোকে,
ফুটে ওঠো, চুপে চুপে নতুন আলোকে।

োমার নশ্বর দেহের অবসান ২২শে শ্রাবণ,
ঐহিক জীবন-মঞ্চের যবনিকা পতন,
দীর্ঘ আট দশকের লিপিভ্রমণের পরিসমাপ্তি,
লিপির সাগরতলে রেখে গেছো যে অমূল্যরতন
ক্ষয় নাই, তার ক্ষয় নাই তারই মাঝে নিত্য বিচরণ,
মৃত্যু তো জীবনের ক্ষণিক বিশ্রাম,
নতুন উদ্দীপনায় উদ্ভাসিত হওয়ার আরেক নাম।

তাই তো তোমার অবিরাম লেখনিধারায়
নিত্য নব নব রূপে উদ্ভাসিত আলোকে হৃদয় হারায়।
শ্রাবণের বৃষ্টি নুপুরের তালে পদশব্দে রয়েছ বিশ্রামে,
অনন্ত ধামে,
যে তোমার মৃত্যু মিছিলের মাঝেও ছিল না মৃত্যুভয়,
ছিল না শঙ্কা,
আগেও একবার বেজেছিল মৃত্যু ডঙ্কা,
মৃত্যু ছিল রহস্য রোমাঞ্চে ঘেরা এক নিকষ অন্ধকার,
তাই বুঝি শ্যাম ও মরণ মিশে একাকার,
অথচ অসম্ভব আশ্লেষে আবেগে বলেছিলে একদিন,
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'
তাই বুঝি অনন্ত সৃষ্টি রেখে গেলে গোপনে গোপনে।

মানবপ্রীতি আর প্রকৃতি প্রেম একাকার মিলেমিশে,
বারবার বলেছ মানুষের প্রতি বিশ্বাসে
মানববন্ধন ও একতার কথা
মানবের অপমানে পেয়েছো ব্যথা,
মানবদরদী বিশ্বকবি তোমার আজও উজ্জ্বল উপস্থিতি,
প্রাণে প্রাণে মিলনের কত না গীতি
দেশে দেশান্তরে হৃদয়ের গোপন গুহায়,
মেটা আর এক্সের দৈনন্দিন দুনিয়া
প্রবল ভরসার আকুল হৃদয়ে,
শত বরণের ভাবোচ্ছাসে
গোলাপের মতো বিকশিত তোমার গন্ধ।

পৃথিবীর রক্তাক্তময়তায়
তোমাকেই ফিরে ফিরে ডাকি
দিন যাপনের রবি রশ্মি মাখি
এসো হে মৃত্যুঞ্জয়ী আর একবার এসো,
এসো হে রাজ মহাসমারোহে
সবুজ কোমল প্রকৃতির গেহে।

শিরোনাম - ফিরে ফিরে তোমাকেই চাই
কলমে - খুশী সরকার
তাং- ০৮-০৮-২০২৩

No comments:

Post a Comment