Asadharan Shakti Tumi poem written by Khushi Sarkar
Name of Poem - Asadharan Shakti Tumi,
Genre - Descriptive Poetry
Author - Khushi Sarkar,
Modern Poet Khushi Sarkar wrote the Descriptive poetry 'Asadharan Shakti Tumi'
Gist of the poem:-
Jibanananda Das is one of the five greatest modern poets in the post-Rabinda era. Shakti Chattopadhyay is the worthy successor of poet Jibanananda Das. He made his own way in writing poetry during the transition of modern poetry. In his poetry, he has portrayed the despair and doubt of modern life and the misery of real life. He joined the hunger movement and started writing poetry.
His studies stopped midway due to extreme poverty. His life is colorful and busy. Along with being engaged in various activities, his practice of poetry went on in parallel. He was perfect in drawing the real form of things. Most of his poems were published in 'Kritivas Magazine' of Sunil Gangopadhyay. Apart from poetry, he has written novels, travelogues, translated poems, children's books, etc., but he has portrayed the conflicts, hopes and despairs of life in such a masterly manner that he has been appreciated and popular among the reading community.
কবিতার মূলভাব:- বাংলা কাব্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান
কবি শক্তি চট্টোপাধ্যায় রবীন্দ্রোত্তর যুগের আধুনিক পঞ্চপ্রধান জীবনানন্দের উত্তরসূরী। তিনি আধুনিক কবিতার পালাবদলের সময় কবিতা লেখায় একটি স্বকীয় পথ তৈরি করেন। তাঁর কবিতায় আধুনিক জীবনের নৈরাশ্য ও সংশয় এবং বাস্তব জীবনের দুঃখ-দৈন্যের ছবিকে কবিতায় ফুটিয়ে তুলেছেন। হাংরি আন্দোলনে যুক্ত হয়ে তাঁর কবিতা লেখা শুরু।
অত্যন্ত দারিদ্র্যের কারণে পড়াশোনা তাঁর মাঝপথে থেমে যায়। জীবন তাঁর কর্মবহুল বর্ণবৈচিত্র্যময়। বিভিন্ন কর্মে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কবিতার চর্চা চলেছিল সমান্তরালভাবে। বস্তুর বাস্তব রূপ অংকনে ছিলেন সিদ্ধ হস্ত। তাঁর বেশিরভাগ কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কৃত্তিবাস' পত্রিকায় প্রকাশিত হতো। তিনি কাব্যগ্রন্থ ছাড়াও উপন্যাস, ভ্রমণকাহিনী, অনূদিত কবিতা, ছোটদের জন্য গ্রন্থ ইত্যাদি লিখেছেন কিন্তু জীবনের দ্বন্দ্ব-সংঘাত, আশা-নৈরাশ্য কে এমন নিপুণভাবে তুলে ধরেছেন যা পাঠক সমাজে সমাদৃত এবং জনপ্রিয় করেছে তাঁকে।
জীবন বর্ণনামূলক কবিতা - অসাধারণ শক্তি তুমি
লেখিকা - খুশী সরকার
পাশ্চাত্য প্রভাব পুষ্ট রবীন্দ্রোত্তর কবিতায়,
পঞ্চাশ দশক আনলো সেই সময়ের পালাবদল।
এই বদলের অগ্রণী এক পথিক তুমি শক্তি,
বাস্তবতা বৈদগ্ধ আর রোমান্টিকতার ফল।
পঞ্চ প্রধান শ্রেষ্ঠ আধুনিক কবির অন্যতম,
সেই জীবনানন্দের যোগ্য উত্তরসূরী তুমি।
তোমার কাব্য সাধনাতে সেই ঐতিহ্যের ধারা,
বাস্তবতার হে কারিগর চরণ তোমার চুমি।
জন্ম নিলে বহড়ুগ্রাম চব্বিশ পরগনাতে,
পিতা তোমার বামানাথ আর মাতা কমলা দেবী।
দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও,
পড়াশোনায় ছিলে অসাধারণ মেধাবী।
দারিদ্র্যতায় পড়াশোনার মধ্যখানে ইতি,
সাহিত্যকেই করলে জীবিকার মূল হাতিয়ার।
বৈচিত্র্যময় কর্মজীবন মাঝেই কাব্য চর্চা শুরু,
'যম' নামক ওই কবিতাতেই আত্মপ্রকাশ তোমার।
হাংরি আন্দোলনে যুক্ত হয়ে কাব্য সৃষ্টি,
মতাদর্শে বিরোধ হলে ছাড়লে ওই আন্দোলন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই 'কৃত্তিবাসে' এসে,
কবিরূপে স্বতন্ত্র এক কৃতিত্ব অর্জন।
প্রায় পঞ্চাশটি কাব্যগ্রন্থ আরো দশটি উপন্যাস,
ছোটদের তিন গ্রন্থ আর পাঁচটি ভ্রমণ কাহিনী।
ছোটগল্প তেইশটি আর অনুবাদ কবিতায়,
নিজস্বতার স্বতন্ত্র সুর স্বরান্তের ধ্বনি।
বহেমিয়ান কবি তুমি নোঙরহীন ওই জাহাজ,
আঙ্গিকচেতন হয়ে খেললে শব্দ নিয়ে।
প্রকৃতি প্রেম তোমার কাব্যে স্বতন্ত্র এক ঘরানা,
বুঝেছিলে মানুষ এখন হিংসা বুকে সব গিয়ে।
তুমি সমাজ সচেতন এক প্রকৃতি প্রেমিক,
মনুষ্যত্বের পতন দেখে বিস্মিত এক কবি।
মানবিক ওই মূল্যবোধের অনুভবে তুমি,
এঁকেছো ওই নৈরাশ্য আর সংশয়ভরা ছবি।
উতল কবি মন মানুষের নির্জন নিঃসঙ্গতায়,
বুঝেছিলে আত্মিকতায় মানুষ নেই যে ভালো।
মানুষকে তাই ছাড়তে চাওনি ওই বিপদের দিনে,
কাব্যে তোমার মিল আর ছন্দে হৃদয়গম্য আলো।
সুশ্রাব্য আর সুখপাঠ্যে কবিতা তাই জনপ্রিয়,
তুমি শ্রেষ্ঠ আধুনিক সব কবিদের মাঝে।
বস্তুর বাস্তব রূপ অঙ্কিত তোমার কবিতাতে,
কবিতায় ওই বাস্তব দুঃখ-দৈন্য সদা বাজে।
রচনাকাল - ২৫-০৩-২০২৩
No comments:
Post a Comment