Romantic Short Story Basanta Prem by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

26 Mar 2023

Romantic Short Story Basanta Prem by Khushi Sarkar

A romantic short story Basanta Prem written by Khushi Sarkar

Short Story - Basanta Prem,
Author - Khushi Sarkar,
Genre - Romantic Short story,

A short story Basanta Prem by Khushi Sarkar
 The romantic short story Basanta Prem has written by author Khushi Sarkar.

ছোটোগল্প বসন্ত প্রেম লিখেছেন লেখিকা খুশী সরকার

বসন্ত প্রেম - খুশী সরকার

"আমায় একা ফেলে চলে গেছ প্রবাসে। এ-ক বছর হতে চলল-অ" - বাসন্তী আঁধার রোয়াকে বসে মনে মনে ভাবছে আর দু'চোখ বেয়ে জল পড়ছে টপ টপ করে। এমন সময় "বাসন্তী আছো" ডাক শুনে জিজ্ঞেস করে,"কে?" দরজার দিকে তাকাতেই দেখে সদর দরজা খোলা। মনে পড়ে পলাশের কাছ থেকে ফিরে এসে দরজা বন্ধ করতে ভুলে গেছে।

অন্ধকারে বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করে,"কে?"

আমি সমীরণ, বসন্তের বন্ধু।

ও - ও,তাই বলুন। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তা এতদিন পরে?

"ভাবলাম, বসন্ত এসেছে বুঝি। তাই দেখা করতে এলাম।"

না না,আসেনি। তাই তো--

"খুব দুঃখ হচ্ছে বুঝি?"

তা হবে না? কতদিন মানুষটাকে দেখিনি বলুন তো?

আসবে, আসবে, সময় হলে ঠিক আসবে। আর যতদিন না আসে,আমি তো আছি। আমি না হয় ওর দোসর হব।

"এ-ই আপনি বন্ধু" রেগে বলে বাসন্তী।

আরে রাগছো কেন? তুমি যা ভাবছো,তা নয়। আসলে তোমার কষ্টটা বুঝতে পারছি তো,তাই।

না না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমার পলাশ আছে তো।

"পলাশ কে? "ভ্রুকুচকে জিজ্ঞেস করে সমীরণ।

বসন্ত যেমন আপনার বন্ধু তেমন পলাশ আমার বন্ধু।

"তাই বুঝি!"

"হ্যাঁ তা-ই" উচ্চস্বরে বলে বাসন্তী।

আর কথা না বাড়িয়ে সমীরণ চলে যায়। রাতে ফোন করে বসন্তকে বলে, "তোর ব‌উয়ের কিন্তু রকমসকম ভালো ঠেকলো না। পলাশ নামের এক বন্ধুর বাসায় রোজ নাকি যায়। যত তাড়াতাড়ি পারিস চলে আয়।"

"ও, এই ব্যাপার! দাঁড়া দেখাচ্ছি মজা। "বলেই ফোন রেখে দেয় বসন্ত। মনে মনে সমীরণ খুব আনন্দ পায়। "ভাবে, আমি যেতে চাইলাম তো সোজা না করে দিল, এবার বোঝ ঠেলা।"

এদিকে বাসন্তী পলাশকে অনুরোধ করে জেগে ওঠার জন্য। কারণ সে না জাগলে বসন্ত ফিরবে না। প্রথম প্রথম বিরক্ত হলেও এতদিনে বুঝেছে তার জেগে ওঠার সময় হয়েছে। তাই বাসন্তীর কথা রাখতে পলাশ জেগে উঠলো। তাকে নিয়ে বাড়ি ফিরতেই দেখল বসন্ত এসে হাজির। সঙ্গে নিয়ে এলো সমীরণ কে। দু'জনকে একসঙ্গে দেখে বাসন্তীর চক্ষু চড়কগাছ।

"কেমন আছো বসন্ত?" বাসন্তীর কথায় বসন্ত রেগে বলে,"আমি যা-ই থাকি, তুমি তো মজাতেই আছো। তবু এমন ফেকাসে কেন?"

"সে তো তোমার জন্যই"

মিথ্যে কথা।

"না গো,সত্যি।"

"তাহলে বলো রোজ কার কাছে যাও?"

"পলাশের কাছে।"

"এই যে বললে, সত্যি বলছো।"

"সত্যিই তো।"

"আমি দূরে যেতেই---"

"তোমাকে কাছে পাব বলেই তো।"

"তবে পলাশের কাছে কেন? দাঁতে দাঁত চেপে বলে বসন্ত।

পাশ থেকে সমীরণ বলে, "ওকে ধরে আন।"

"ঠিক বলেছিস,চলতো বেটাকে মজা দেখায়,পরের ব‌উকে নিয়ে---"

"যেতে হবে কেন।ওকে তো আমি ঘরেই রেখেছি।"

"কী বিপদজনক মহিলা রে!" বসন্ত সমীরণ চোখাচোখি করে। বসন্ত সদর্পে বলে,"বেটা কোথায়?"

ঘরে ঢুকতেই বাসন্তী একটি ফোটানো পলাশ বসন্তের হাতে দেয়। লজ্জায় লাল বসন্ত। বাসন্তী বলে, "এবার আয়নায় মুখটা দেখ, কেমন সুন্দর দেখাচ্ছে তোমায়।"

সমীরণও আনন্দে দুলে ওঠে। বসন্ত সমীরণ দু'জনেই খুশি়। বাসন্তীর আনন্দের রঙ ছড়িয়ে পড়ে প্রকৃতিতে। ভেসে আসে বসন্তোৎসবের গান।

No comments:

Post a Comment