Yuba Dibas (Youth Day) Motivational Poems by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

13 Jan 2023

Yuba Dibas (Youth Day) Motivational Poems by Khushi Sarkar

Yuba Dibas (Youth Day) Motivational Poems written by Khushi Sarkar

Name of Poem - Yuba Dibas (Youth Day),
Author - Khushi Sarkar,
Genre - Motivational Poems,

Yuba Dibas (Youth Day) Motivational Poems by Khushi Sarkar

The motivational poem Yuba Dibas (Youth Day) is written by poet Khushi Sarkar.

Synopsis of the poem -

The meaning of 'Youth Day' lies in understanding the significance of the day.
Symbol of eternity, Swami Vivekananda's birthday is known as 'Youth Day'. We need to understand the attitude of the heroic monk Swami Vivekananda towards the youth. According to him the youth community is bold and fearless with irrepressible enthusiasm. Strong minded and possessing a lot of strength. Only they can restore the dead nation to its past glory.

So, let them become self-reliant. Filled with the confluence of knowledge, devotion and action – these three, let them devote themselves to the service of humanity.
It requires the creation of genuine human beings and the ideal character qualities. Swami Vivekananda's spiritual call to the youth is proclaimed in this motivational poem.

'যুব দিবস' প্রেরণামূলক কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।

কবিতাটির ভাবসংক্ষেপ:-

যুব দিবসের তাৎপর্য অনুধাবনেই দিনটির সার্থকতা।
চিরতারুণ্যের প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মদিনটি 'যুব দিবস' রূপে পরিচিত। যুবকদের প্রতি বীর সন্ন্যাসী যে মনোভাব পোষণ করতেন সেই মনোভাব আমাদের বোঝা দরকার। তাঁর মতে যুবকসমাজ দুর্দমনীয় উদ্দীপনায় সাহসী এবং নির্ভীক। দৃঢ় মানসিকতা এবং অমিত বলের অধিকারী। একমাত্র তারাই পারে জীবন্মৃত জাতিকে তার অতীত গৌরব ফিরিয়ে দিতে। তাই তাদের চায় আত্মনির্ভরতা। চায় জ্ঞান ভক্তি এবং কর্মের ত্রিবেণী সঙ্গমের স্নানে মানবসেবায় আত্মনিয়োগ।

এর জন্য প্রয়োজন মনুষ্যত্ববোধে খাঁটি মানুষ তৈরি হওয়া এবং তার জন্য প্রয়োজন আদর্শ চারিত্রিক গুণে গুণান্বিত হওয়া। আলোচ্য প্রেরণামূলক কবিতায় যুবকদের প্রতি বিবেকানন্দের এই আহ্বান‌ই ঘোষিত হয়েছে।

যুব দিবস
কবি খুশী সরকার।

'যুব দিবস' জাতীয় গর্বের দিন,
আত্মজিজ্ঞাসা করার দিন,
অতীত গৌরব অনুধ্যানে স্বামীজীর জ্ঞানে
বিবেকানন্দের স্মরণে আত্মজাগরণের শপথ গ্রহণে।
তেজোময় দীপ্ত বিবেকানন্দের জন্মদিন
যুব দিবসের বাজায় বীণ।
বিবেকানন্দ জাতির গৌরব
বিশ্বময় ছড়িয়ে তার সৌরভ
তিনি আনন্দ আর বিবেক বৈরাগ্যের মূর্ত ভাববিগ্রহ
জাতীয় জাগরণে ছিল যার অসীম আগ্রহ
এক গৈরিকধারী দীপ্ত পুরুষ,
যৌবনের ঋত্বিক,
ভারত আত্মার মূর্ত প্রতীক।
পরধর্ম অসহিষ্ণুতার বিষনিঃশ্বাসে যখন বিশ্ব সংকটে,
বিবেকানন্দের আবির্ভাব তখন ঘটে।
উপলব্ধি করেছিলেন ভারতভূমির মূল ভাবের সমন্বয়,
তাই চেয়েছিলেন সুস্থ বলিষ্ঠ নৈতিক আত্মপ্রত্যয়।
পরাধীনতার শৃংখল মোচনে তার আস্থা তরুণদল,
যারা অনভিজ্ঞ উৎসাহী দুর্দমনীয় উদ্দীপনায় প্রবল।
নতুন স্বর্ণযুগ গড়ার তারাই তাঁর ভরসার স্থল,
প্রাণ প্রাচুর্যে যাদের অমিত বল।
সেই যুবসমাজকে করলেন আহ্বান,
চিরতারুণ্যের প্রতীক হয়ে তরুণদের দিলেন মান।
জ্ঞান কর্ম ভক্তির ত্রিবেণীসঙ্গমের স্নানে তিনি,
পূর্ণতম মানব, পৌরুষের দৃপ্ত বিগ্রহ বিপ্লবী ঋষি,
যুব সমাজের যোগ্য অগ্নিহোত্রী।
চেয়েছিলেন দেশপ্রেমের সুপ্ত সিংহ হোক জাগরিত,
ত্যাগ আদর্শে উদ্বোধিত,
যুবসমাজ অনুভব করুক নিপীড়িতের ব্যথা প্রাণে,
চরিত্রবান বলিষ্ঠ খাঁটি মানুষ হোক মনে হোক মনে,
নিপীড়িতের ব্যথা অনুভূত হলো তাদের প্রাণে প্রাণে
চরীত্রবান বলিষ্ঠ খাঁটি মানুষ হোক মনে,
অশিক্ষা অস্বাস্থ্যের বিরুদ্ধে করুক লড়াই,
তাদেরই মানবপ্রেমে ভারত ফিরুক স্ব-মহিমায়।
তাইতো শুনিয়েছিলেন তাদের আত্মনির্ভরতার বাণী
আত্মোৎসর্গে দিয়েছিলেন নির্দেশখানি,
যুবসমাজের গঠন কর্মকান্ড পরিস্ফুটন পরিকল্পনায়
বিধৃত বিবেকানন্দের জীবন আদর্শ চিন্তাধারায়।
তিনি দিব্য বিভায় বিভাসিত,
ব্যক্তিত্ব খরশান তরবারির মতো শাণিত।
তিনি মহত্ত্বের আদর্শ তরুনের কাছে,
তাইতো জন্মদিনটি তার যুব দিবস হলো পাছে।
অথচ বর্তমানে যুবকসমাজ লক্ষ্যভ্রষ্ট দিশাহারা,
বেকারত্বে হতাশার আর্তনাদে গতিহারা,
আদর্শ মানবসেবা মনুষ্যত্বের অভাবে অদ্ভুত আঁধার,
নৈরাশ্যের পাঁচিলে মাথা কুটে মরছে বারবার,
তাই আজ প্রয়োজন বিবেকানন্দের চিন্তা চেতনা,
যা যুবসমাজকে যোগাবে অনুপ্রেরণা।
উদ্দীপ্ত হতে হবে তরুণকে মনুষ্যত্ববোধে,
বাড়াতে হবে চারিত্রিক সম্পদ,
কলুষমুক্ত হতে হবে নৈতিক আদর্শে,
করতে হবে আত্মানুসন্ধান,
সমন্বয়ের পথে তাঁর মর্মবাণী বুঝতে হবে মননে
বিবেকানন্দকে রাখতে হবে কর্মে জ্ঞানে ধ্যানে
তবেই হবে সার্থক 'যুব দিবস' পালন,
বিবেকানন্দ স্মরণ।

No comments:

Post a Comment

Save my name, email, and website in this browser for the next time I comment.