Mrityuhin Pran Patriotic Poem by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

23 Jan 2023

Mrityuhin Pran Patriotic Poem by Khushi Sarkar

Mrityuhin Pran Bengali Patriotic Poem by Khushi Sarkar

Poem - Mrityuhin Pran (Deathless soul),
Genre - Bengali Poem, (Patriotic poem)
Author - Khushi Sarkar,

Mrityuhin Pran Poem by khushi sarkar-23-01-2023

Synopsis of the poem:

Netaji Subhas Chandra Bose is the pride of Bengal and Bengalis, patriot, revolutionary hero. From his childhood, his patriotism and humanitarianism were evident. During his studies at Presidency College, his strength of character and intelligence were revealed. He did not accept the job of British ruler despite passing I.C.S. due to strong love for his motherland. Seeing the boundless vitality of this brave soldier, Rabindranath Tagore, the universal poet, welcomed him to the post of deshnayak.

Such a patriot Taihoku died in a plane crash, Bengalis and the whole country did not believe this news, still do not. Even today, he is and will be forever shining in the life of the nation in the form of 'deathless soul', so when the Azad Hind Fauz fell, he was lost, but maybe one day he will come back again, Bengalis are still waiting with hope. Today on January 23 the poem 'Mrityuhin Pran' is dedicated as an offering on the birthday of Netaji Subhash Chandra Bose. I hope this patriotic poem Mrityuhin Pran written by me will be appreciated by the readers.

কবিতার ভাবসংক্ষেপ :

বাংলা ও বাঙালির গর্ব দেশ প্রেমিক বিপ্লবী বীর নেতাজি সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকেই স্বদেশপ্রেম এবং মানবসেবায় তাঁর সহানুভূতিশীল মানসিকতার পরিচয় পাওয়া যায়। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় পাওয়া যায় তাঁর চারিত্রিক দৃঢ়তার পরিচয় এবং মেধার। স্বদেশের প্রতি প্রগাঢ় ভালবাসায় আই. সি. এস. পাশ করেও তিনি ইংরেজ শাসকের চাকরি গ্রহণ করেননি। এই বীর সৈনিকের অফুরন্ত জীবনীশক্তি দেখে তাঁকে দেশনায়কের পদে বরণ করেছিলেন প্রশংসিত মহানুভবতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

এমন দেশপ্রেমিক তাইহোকু বিমান দুর্ঘটনায় মারা গেছেন, এই সংবাদ বাঙালি তথা সারা দেশবাসী বিশ্বাস করেনি, আজও করে না। তিনি আজও 'মৃত্যুহীন প্রাণ' রূপে জাতির জীবনে চির ভাস্বর হয়ে আছেন এবং থাকবেন তাই আজাদ হিন্দ ফৌজের পতন হলে তিনি নিরুদ্দিষ্ট হয়েছিলেন ঠিকই কিন্তু হয়তো একদিন তিনি আবার ফিরে আসবেন, এই আশায় বুক বেঁধে অপেক্ষায় আজও বাঙালি। আজ ২৩ শে জানুয়ারি মৃত্যুহীন প্রাণ বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 'মৃত্যুহীন প্রাণ' কবিতাটি অর্ঘ্য রূপে নিবেদিত হল। আশা করি পাঠকবর্গের কাছে আমার রচিত 'মৃত্যুহীন প্রাণ' দেশাত্ববোধক কবিতাটি সমাদৃত হবে।

মৃত্যুহীন প্রাণ
কলমে-খুশী সরকার

এমন তেজ আর নির্ভীকতা বিস্ময় বড় লাগে,
হে নেতাজি তোমায় দেখে প্রেরণায় মন জাগে।
বাংলা মায়ের দামাল ছেলে মায়ের দশা দেখে,
বীর বিক্রমে উঠলে জেগে মায়ের স্নেহ মেখে।

বন্দিনী মা'র শৃঙ্খল মোচন করতে অস্থির মনে,
বিদ্রোহী রূপ ধারণ করলে স্বাধীনতার পণে।
স্বদেশ প্রেমের সুপ্ত বীজ ওই অঙ্কুরিত কালে,
ঘরের সুখ আর আরাম তোমার সইল না আর ভালে।

বিলেত থেকে আই.সি.এস.পাশ করে ঘরে এলে,
চাকরি নিলে না ওই আজ্ঞাবাহী হবে বলে।
দেশবন্ধুর দীক্ষায় যুক্ত হলে আন্দোলনে,
গান্ধীজীর যে অহিংসার পথ ভ্রান্ত মানলে ক্ষণে।

দেশকে স্বাধীন করতে গেলে চরমপন্থী দলে,
সভাপতির পথ ত্যাগ করলে কংগ্রেস চাপের ফলে।
আপোষহীন বীর সৈনিক তুমি নোয়ালে না মাথা,
রক্তদানের আহবানে গড়লে যে একতা।

সংকীর্ণতার উর্ধ্বে উঠে মানুষ ভালোবেসে,
স্বাধীনতার লক্ষ্যে ইংরেজ বিরোধিতা হেসে।
মূর্তিমান এক বিপদ বুঝে ইংরেজ হলো ভীত,
কারাগারে বন্দি রাখতে চাইল অবিরত।

ছদ্মবেশে গেলে বার্লিন -কাবুল-সিঙ্গাপুরে,
আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বভার খধূপ ন্যায় ঘুরে।
ওড়ালে ওই জাতীয় পতাকা আন্দামানে,
নিরুদ্দিষ্ট মৃত্যুহীন প্রাণ তুমি জাতির মনে।

সমাপ্ত

রচনাকাল
২৩-০১-২০২৩

No comments:

Post a Comment

Save my name, email, and website in this browser for the next time I comment.