Akammar Dheki Short Story by Khushi Sarkar
Story Name - Akammar Dheki,
Author - Khushi Sarka,
Genre - Short Story,
The short story Akammar Dheki written by Khushi Sarkar
ছোটগল্প: অকম্মার ঢেঁকি (Akammar Dheki)
খুশী সরকার (Khushi Sarkar)
অকম্মার ঢেঁকি এই উপেন লোকটা। কথায় বলে পাগলেও নাকি নিজের কথা ভাবে। এই লোকটা নিজের কেন, কারোর কথা ভাবে না। আরে বাবা বর্তমান সময়ে যা পরিস্থিতি, নিজের কথা না ভাবলেও ঘরে যে স্ত্রী পরিবার আছে, তাদের কথা তো ভাবতে হবে। তা না সদাশিব মানুষ, উপেনের কিছুতেই কিছু যায় আসে না। তাই এই ছেলের উপর সনাতনবাবু অত্যন্ত খ্যাপ্পা। বিশেষ করে খেতে দেখলে তেলেবেগুনে জ্বলে ওঠেন। বসে খাচ্ছিল উপেন। বাপকে বাড়িতে আসতে দেখেই মনে মনে প্রমাদ গুনলো। যা ভাবা তা-ই কাজ। "এর কিচ্ছু হবে না, শুধু মুখে বড় বড় কথা, আর সময়মতো খাওয়া। খা,খেয়ে যা,যতদিন আছি।" মুখ ঝামটা মেরে কথাগুলো বলেই সনাতন চলে গেল নিজের ঘরে।
"তুমি রোজ ছেলেটার উপর এভাবে মুখ ঝামটা মারো কেন? ও কি চেষ্টা করছে না? এখন বড় হয়েছে তো, বুঝতে পারো না? ঝাঁঝালো স্বরে বলে মিনতি।
"ও-ও, আমার কথাগুলো বড্ড খারাপ লাগছে না? একদিন দেখো গিন্নি, আমি না থাকলে পেটে গামছা বেঁধে পড়ে থাকতে হবে ওকে। শুধু দুঃখ হয়, এর জন্য ওর নিরীহ বউ-বাচ্চাকে থাকতে হবে না খেয়ে।"
বুড়ো বাপের মুখ ঝামটানো কথায় খেতে খেতে উঠে গেল উপেন দাঁত কিড়মিড় করতে করতে।"
"ওরে উঠে গেলি কেন? খেয়ে যা---" হাঁক দেয় মিনতি"।
"যেতে দাও,যেতে দাও, পেটে টান পড়লে আপনি খাবে।" ঘর থেকে বলে ক্রুদ্ধ সনাতন।
এঁটো হাত ধুয়ে বারান্দার এক কোণে বসে রেগে গর্ গর্ করছে উপেন।
দেখতে পাস না,সত্যেনকে? তোর ছোট ভাই ও-- সামান্য একটা চায়ের দোকান। মানুষজনের সঙ্গে কেমন ব্যবহার করে ও। সংসার চালাচ্ছে ওই সামান্য দোকানের রোজগারে। আর তুই! বউ-বাচ্চা তো দূরের কথা, নিজের পেটটা চালানোর পয়সাটাও জোগার করতে পারিস না।
"আর এত বকো না তো, মান সম্মান সবারই আছে।
ও তো চেষ্টা করছে নাকি? মৃদু শাসনে সনাতনকে থামাতে চায় মিনতি। মিনতির কথায় যেন আরো জ্বলে উঠে সনাতন। চিৎকার করে বলে, অত বড় আটা চালের ব্যবসাটা উজার করে দিলি, খেয়ে আর খাইয়ে। আজ অবধি যা যা করেছিস, কোনোটাতে উন্নতি করতে পেরেছিস কি? আসলে জানিস শুধু ধ্বংস। অকম্মার ঢেঁকি কোথাকার।
উপেন অবসরপ্রাপ্ত সনাতনবাবুর বড় ছেলে।
সনাতনবাবুর পেনশনের টাকা দিয়ে চলে সংসার।
উপেন এতদিন পর্যন্ত যা যা ব্যবসা করেছে, কোনোটাকেই টিকিয়ে রাখতে পারেনি।তাই সেদিন খেতে খেতে সত্যেনকে দেখিয়ে উপেনকে বলছিল, "দ্যাখ, ও তোর ছোট ভাই। কত হিসেবী ছেলে। ব্যবহারও খারাপ নয়। সে পাই পয়সাও বাকি রাখে না কারো কাছে অথচ কারো সঙ্গে ঝামেলাও করে না। দিব্বি সংসার চালাচ্ছে।"
বাপের কথায় উত্তর দেয়নি প্রকাশ্যে কিন্তু মনে মনে বলেছে,ও যে রাতে সাট্টার আসর বসায়,তা তো তোমরা জানো না। আমি জানি কিন্তু বলবো না। একদিন নিজে থেকেই জানবে। আজকে ওর বুদ্ধির বাহবা দিচ্ছো,দাও। বুদ্ধির জোরে কামিয়ে নিচ্ছে টুপাইস নিক। তাই উপেন যে তিমিরে, সেই তিমিরেই পড়ে আছে।
তাই দুঃখ করে সেদিন বলছিল সনাতন, "আমার আর দুঃখ কমলো না, বুঝলে গিন্নি? সত্যেন তো এমনিতেই গর্জন করছে মাঝে মাঝে, বিষ নিঃশ্বাস ফেলছে ঘাড়ের উপর। সারাক্ষণ চিলনজর তার। কখন কত টাকা দিচ্ছি উপেনের সংসারে? শুধু ফণা তুলে থাকে, ছোবল মারবে বলে--
আর এ এদিকে ব্যবসায় লাভ তো দূরের কথা, পুঁজিটাই শেষ করে দিচ্ছে।
সে কোন্ যুগে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। তখনকার দিনে মেট্রিক পাশ করলেই কেরানির চাকরি খুব সহজেই জুটিয়ে নেওয়া যেত। স্কুলে পাঠালে, ও স্কুলে না গিয়ে আড্ডা দিতে লাগল চুপে চুপে বন্ধুদের সঙ্গে। আরে কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, "অসৎ সঙ্গে নরকবাস।" টিফিনের খরচ যা--হাতে পেত, তা দিয়ে বন্ধুদের খাওয়াতো। এভাবেই শুরু হয়ে গেল তার বেহিসাবি খরচ, টাকা ওড়ানো কিন্তু আরে বাবা, টাকা উড়াতে কে নিষেধ করছে, কিন্তু আগে তো তোকে সেই টাকাটা রোজগার করতে হবে নাকি?
"আচ্ছা বলোতো গিন্নি, সেই কাঁচা সবজির দোকানটা? এই কাঁচা সবজির দোকান করে কতজন লাল হয়ে গেল। ওই ও পাড়ার, ওই যে একটা পা খোঁড়া, কি যেন নামটা--- মিনতির দিকে তাকিয়ে সনাতন বেশ রসিয়ে বলে, তুমি চেনো তো। সেদিন আসলো না, ওর মেয়ের বিয়ের কার্ড দিতে।"
ও-ও,মনে পড়েছে। নামটা যেন কি--- একটু থেমেই 'গণেশ','গণেশ' বলে মিনতি।
"তুমি বিশ্বাস করবে না, সামান্য ওই সবজির ব্যবসা করেই একটা সুন্দর পাকা বাড়ি দিল, দুই ছেলে-মেয়েকে পড়াশোনা করাচ্ছে। দিব্বি আছে।"
আর এ কে দেখো! বলেই ভ্রুকুঁচকে তাকিয়ে থাকে উপেনের দিকে। তারপর একটু দম নিয়ে বলে, যাকে বাকি দিবে, তার বাকি টাকা তুলবে না, কাকে কত টাকার সবজি দিল, তার হিসেব রাখবে না, সকালবেলা বাজারে বসবে তো বিকেলে, আর বসবে না---এইভাবে চলে ব্যবসা?ব্যবসা করতে গেলে আয়-ব্যয়ের ঠিক হিসেব রাখতে হয়, ওজনের কায়দাকৌশলও জানতে হয়, তবেই না লাভ! বিজ্ঞের ভাব মুখে নিয়ে মাথা সামনে পেছনে দুলিয়ে বলে সনাতন।
"আরে ছাড়ো না, ওই পুরাতন কাসুন্দি ঘেঁটে কি হবে, বলোতো? বাদ দাও, যেভাবে পারে ওকে চলতে দাও"
তিতিবিরক্ত হয়ে মিনতি জানায় সনাতনকে। কিন্তু সনাতন যেন দমবার পাত্র নয়,আরো জোড়ে বলে, "বাদ দিবো কি? টাকা তো শেষে আমাকেই গুনতে হয়। ক'টা টাকা পেনশনের? অসুস্থ হলে বিনা চিকিৎসায় মরবে, এই বলে দিলাম।"
"ও কিছু পারছে না কিন্তু ওর বউটা তো রোজগার করছে নাকি?
"হ্যাঁ বলতে পারো, বউটার জন্যই হয়তো আমার অবর্তমানে না খেয়ে মরবে না, ওইটুকুই যা শান্তি।"
কিন্তু ভাবো তো এই মেয়েটা, এবারের কাজটা তো ও-ই জুটিয়ে দিল। তার কথা ভেবেও তো সেই কাজটা কি করে বজায় থাকবে, সেই চিন্তা তোকে করতে হতো। একটা নামি দোকান।কত নাম ডাক ওদের। বড় বড় লোকের সঙ্গে ওদের কারবার। কত কর্মচারী! খদ্দেরের ভালোমন্দ দেখার তুই কে?
যে পোষাকটা পরে যাস,সেটা তো তোকে ওই মালিকই দিয়েছে নাকি,নাকি ওই খদ্দের?
তাহলে মালিকের পক্ষে থাকাই তোর উচিত।যার নুন খাবি, তার গুণ গাইবি না? তা না--
"এখানেও সেই একই সমস্যা।খদ্দেরের সঙ্গে অবান্তর কথা।খদ্দেরের আপনজন হয়ে ওঠা,ওদের হয়ে কথা বলা---কে বলেছে তোকে এত কথা বলতে?" ক্রুদ্ধ স্বরে উপেনকে বলে সনাতন।
"কে বলেছে এসব কথা তোমাকে?" রেগে জিজ্ঞেস করে মিনতি।
"কে বলবে আবার? ওর মুখেই শুনেছি।"
"তোমাকে নিজে বলেছে?"
"সব কি আর আমাকে বলবে?"
শুধু মনগড়া কথা বললেই হলো"
"সত্যি কিনা,নিপাকেই বলো।"
"আমার দরকার নেই। যা-খুশি বলতে থাকো" গজ গজ করে মিনতি।
শুধু পক্ষ টানলে হবে। তাহলে কাজটা গেল কেন? চোখ নাচিয়ে জানতে চায় সনাতন।
একে করোনার বাড়াবাড়ি,কর্মী ছাঁটাই, নে এবার বোঝ ঠেলা, দিল না মাতব্বরি ঘুচিয়ে?
"বেশ করেছে। থাকবো না ওই শালা অর্থপিশাচ লোকটার দোকানে। "বারান্দা থেকে চিৎকার করে বলে উপেন। সনাতনবাবু সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে আসে বারান্দায়, মিহি সুরে বলে, তো কি খাবি?"
"কেন, তুমি আছো তো" সপাট উত্তর দেয় উপেন।
এবার তো আর নিজেকে ধরে রাখতে পারে না সনাতন। বড় অস্থির হয়ে বলে, আসলে তুই সাপের পাঁচ পা দেখেছিস। "বলতে বলতে নিজের ঘরে গিয়ে শুয়ে পরে।
পাশের ঘর থেকে সত্যেন বলে ওঠে, "ওর সঙ্গে অত কথা বলার কি দরকার। ও কোনোদিনও শুধরাবে না। ও তো জানে,ওর কাজ না করলেও চলবে। মাথার উপর ছাদ তো আছেই।"
নিপা দুই ভাইয়ের ঝগড়ার আশঙ্কায় উপেনকে বলে, তুই বাইরে যা। নাহলে এবার কুরুক্ষেত্র বাধবে, আমার আর সহ্য হচ্ছে না এসব অশান্তি।
উপেন বেরিয়ে যায় বাড়ি থেকে। সন্ধ্যা গড়িয়ে যায় আর আসে না। মিনতি ভীষণ চিন্তায় পড়ে যায়।
"ছেলেটাকে একটু ফোন করো না গো, সেই কখন গেছে। ও তখন ভালো করে খেতেও পারেনি। একটু ফোন করো না।" নিপাও তিতিবিরক্ত। মনে মনে ভাবে, এদিকে নেই ওদিকে আছে। কাজের বেলা এই তেজ দেখাতে পারতে তবেই না বুঝতাম তুমি মরদ।
কিন্তু শাশুড়ির সামনে সেকথা তো বলবার জো নেই, তাই মিনতির অনুরোধে ফোন করে কিন্তু ফোনের সুইচ অফ।
"ফোনের সুইচ অফ। তুমি এত চিন্তা করো না, একটু পরেই চলে আসবে ঠিক। পকেট তো গড়ের মাঠ, যাবে আর কোথায়! নিপার কথাতে মিনতির চিন্তা আরোও বেড়ে যায়। গেল কোথায় ছেলেটা, ফোন বন্ধ কেন- সমানি অস্থির হয়ে পাঁচালী করছে ঘরের মেঝেতে। হঠাৎ নিপাত মোবাইলে ফোন আসে। ফোন ধরতেই ওপার থেকে ভেসে আসে- হ্যালো, উপেনদার গুলি লেগেছে, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি,আপনারা আসেন।
হ্যালো কে বলছেন? বলতে বলতেই ফোনটা কেটে দিলো। 'মা' চিৎকার করে উঠতেই ফোনটা পড়ে গেল মেঝেতে। "কি হয়েছে, কি হয়েছে নিপা' বলতে বলতে উর্ধশ্বাসে ছুটে আসে মিনতি। দেখে নিপা অজ্ঞান। "ওরে আমার কি সর্বনাশ হলো রে! কি হল গো তোমার, কি হল হঠাৎ' মিনতির কান্নার আওয়াজে ছুটে আসে সত্যেনের বউ রিতা। ঘর থেকে বেরিয়ে আসে বৃদ্ধ সনাতন।
'ওগো তোমরা একটু চোখে মুখে জল দাও ওর' কান্নায় ভেঙে পড়ে মিনতি। রিতা জল ছিটিয়ে দিতেই দম ছেড়ে শ্বাস নেয় নিপা। কাঁদতে কাঁদতে বলে,"মা, হাসপাতালে চলো।"
"কেন?"
"তোমার ছেলের গুলি লেগেছে, ওরা হাসপাতালে নিয়ে গেছে। আমাদের যেতে বলল।"
"গুলি! ওরে আমার ছেলেকে কে মারলো রে" হাউমাউ করে কেঁদে উঠলো মিনতি।
"নিশ্চয়ই মারপিট করছিল,কি আর করবে, কাজকর্ম তো নেই" মনে মনে বেশ খুশিই হয়েছে রিতা।
"ও দিদি চলো, চলো, আর দেরি করো না" একটু নাক টেনে টেনে বলে রিতা। সনাতন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। "যাও মা, তাড়াতাড়ি যাও" - নিজেকে কোনোমতে সামলে বলে মিনতি।
শ্যামল দাঁড়িয়ে ছিল হাসপাতালের গেটে
শ্যামল ওদের পাড়ার ছেলে। ওর সঙ্গে নিপা রিতা বেডে গিয়ে দেখে উপেনের হাত থেকে গুলি বের করেছে ডাক্তার ততক্ষনে। উপেন তখন অজ্ঞান।
পাশে দাঁড়িয়ে আছে সত্যেন। তারও চড়-থাপ্পর লেগেছে। সেই রাতে নিপা বেডেই উপেনের মাথার পাশে বসে ছিল ঠাঁই। বাড়িতেও কারো দু'চোখের পাতা এক হয়নি। উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় বসে শুধু হা-হুতাশ করেছেন সত্যেনবাবু আর মিনতি। পরদিন ভোর হতে না হতেই ছুটে গেছেন হাসপাতালে। আজকে কেমন বোধ করছিস,বাবা? "ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে সনাতন।
"ভা-আ-লো-অ ,বা-আ " অস্ফুটে বলে উপেন।
আমি তো এখনও কিছু জানতে পারলাম না,কে বা কারা কেন ওকে গুলি করলো? তুই কি কিছু জানিস? সত্যেনকে জিজ্ঞেস করে সনাতন। উত্তরটা শোনার জন্য অপলক চেয়ে থাকে মুখের দিকে মিনতিও।
"সব কিছুর জন্য আমিই দায়ী বাবা। আমার জন্যই আজ দাদা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে"। সত্যেন মাথা নীচু করে বলে।
"কেন, তুই দায়ী মানে- "বিস্ময়ে মুখ হা সনাতনের"।
"হ্যাঁ,আমিই দায়ী"
"হেয়ালি করিস না, সবটা খুলে বল। আমি এই বৃদ্ধ বয়সে সন্তানশোক সহ্য করতে পারবো না বাবু, আমাকে সবটা বল"
"তোমরা হয়তো জানো না, চায়ের দোকানে আমি রাতেরবেলা মাঝে মাঝে সাট্টার আসর বসাতাম। সেখান থেকে প্রায় ভালোই লাভ হতো। কাল সেই আসরে হঠাৎ দরকষাকষি করতে করতে ওদের সঙ্গে আমার ঝগড়া লেগে যায়। ঝগড়া করতে করতেই ঘুষাঘুষি, তারপরে হঠাৎ একজন বন্দুক তাক করে আমার মাথায়। সেই মুহূর্তে দাদা কোথায় ছিল জানি না, আমাকে ঠেলে ফেলে দিয়ে সামনে আসতেই গুলি ছুটে গিয়ে লাগে ওর হাতে, মাথাটায় লাগলে যে কি হতো!--"
সত্যেনের কথা শুনতে শুনতে চোখে অন্ধকার দেখে চারদিক। অমনি মাথায় হাত দিয়ে থপাস্ করে বসে পড়ে বৃদ্ধ সনাতন। অঝোরে কাঁদতে থাকে মিনতি।
রচনাকাল - তাং--২৩-০১-২০২২
Short Story: Akammar Dheki
Khushi Sarkar
This is the guy who is full of anger. Even if he is crazy, he thinks about himself. This guy doesn't care about himself or anyone else. Hey dad, the current situation, even if you don't think about yourself, you have to think about the wife and family at home. It is not sadashiva man, upen doesn't matter at all. So Sanatan babu is very happy with this boy. Especially if you eat it, the eggplant burns. Upen was sitting and eating. When he saw his father coming home, he was shocked. What you think is action. "It'll do nothing, just talk big, and eat on time. Eat, eat, while I'm alive." After saying the words, Sanatan went to his room.
"Why do you face the boy like this every day? Isn't he trying? He's grown up now, don't you understand?" said Manti in a husky voice.
"O-O, don't my words sound too bad? One day, Ginny, he'll be lying with a towel tied to his stomach without me. It's just a pity his innocent wife and children will have to go without food."
The old man's face rose to gnash his teeth as he spoke.
"Why did you get up? Eat---" begged Manti.
"Let it go, let it go, you will eat when your stomach is tight." An angry Sanatan says from the house.
Upen is sitting in a corner of the balcony, washing his hands and growling angrily.
Can't see Satyen? Your younger brother is a small tea shop. How does he treat people? The family is running on the earnings of that small shop. And you! Wife and children are far away, you can't even earn money to run your own stomach.
"And don't talk so much, everyone has respect.
Is he trying? Menti wants to stop Sanatan with soft rule. Sanatan seems to burn more with the words of begging. Screaming, I gave away such a large flour and rice business, eat and eat. What you have done so far, have you been able to improve on anything? You know, only destruction. Where does Akamma come from?
Upen is the elder son of retired Sanatan Babu.
The family runs on Sanatan babu's pension money.
Upen could not sustain any of the business he had done so far. So that day he showed Satyen while eating and said to Upen, "Look, he is your younger brother. What a calculating boy. His behavior is not bad. He does not leave any money to anyone but he also has trouble with anyone. No. Dibbi is running the family."
He did not answer the father's words openly but said in his heart that you don't know that he holds Satta Asr in the night. I know but won't tell. One day you will know by yourself. Today you are praising his intelligence, give it. Tupais Nick is earning by force of intellect. So Upen lies on the whale, on that whale.
So Sanatan was saying sadly that day, "I am not sad anymore, Ginni? Satyan is already roaring sometimes, breathing poison on his neck. He is always watching. How much money am I giving in the world? He just lifts the lid, saying that he will beat him." --
Meanwhile, profit in business is far away, capital is ending it.
At what age did I get admission in the school. In those days, a clerk's job could be easily secured by passing matriculation. When sent to school, he started hanging out with his friends without going to school. He does not say in words, "Hell dwells with the righteous, "Hell dwells with the wicked." He would feed his friends with what he got for the cost of tiffin. This is how his unaccountable spending started, blowing money but hey dad, who forbids blowing money, but first you have to earn that money or not?
"Well Ginny, that raw vegetable shop? How many people got red from this raw vegetable shop. That and the neighbor, that lame leg, what's the name-- Sanatan looked at Minti and said with a smile, you know. The day has come. No, to give her daughter's wedding card."
Oh, I remember. What is the name?
"You won't believe, that little vegetable business gave me a beautiful house, two sons and daughters are educated. There is Dibbi."
And look at this! That's why he looks at Upen with a frown. Then he said with a little breath, he will not take the rest of the money to whom he gives, he will not keep account of how much vegetables he gave, he will sit in the market in the morning and in the afternoon, he will not sit again---this is how business works? You have to keep the account, you have to know the rules of weight, that's no use! Sanatan said with a wise expression on his face and swaying his head back and forth.
"Oh, don't leave, what's going to happen to that old Kasundi, tell me? Leave it, let him go as he may."
Distraught, he pleaded with Sanatan. But Sanatan, as if he is not a pot, insists, "Should I give it up? I have to pay the money in the end. How much money for pension? If I get sick, I will die without treatment, I said this."
"He can't do anything but his wife is earning or not?
"Yes, you can say, maybe my wife will not starve to death because of me, that's the peace."
But think about this girl, she did the work this time. Even thinking about him, you had to think about how to maintain that work. A name shop. How many names call them. Their business with big people. How many employees! Who are you to see the good and bad of the customer?
The dress that you wear, is that given to you by the owner or the customer?
Then you should be on the owner's side. Whose salt you eat, won't you sing his praises? It's not--
"It's the same problem here. Talking to the customer. Becoming the customer's own person, speaking for them---who told you to talk so much?" Sanatan says to Upen in an angry voice.
"Who told you these things?" Minti asks angrily.
"Who will say again? I heard it from his mouth."
"Tell you yourself?"
"What else will you tell me?"
It's just bullshit."
"Tell me if it's true."
"I don't need it. Keep saying whatever you want," he pleaded.
Just pull the sides. So why did it work? Sanatan wants to know with dancing eyes.
It's the exaggeration of the corona, lay off workers, don't you understand the push, didn't you give it?
"That's enough. I won't stay in that sleazy money-ghost's shop," Upen yelled from the balcony. Sanatanbabu immediately came from the house to the balcony, said in a soft tone, so what to eat?"
"Why, you are," replied Upen flatly.
Sanatan can't hold back anymore. Bada gets restless and says, actually you saw the five legs of the snake. "He went to his room and slept.
Satyen said from the next room, "What is the need to talk to him so much. He will never recover. He knows that even if he doesn't work, he has a roof over his head."
Nipa fearing a quarrel between two brothers tells Upen, you go out. Otherwise Kurukshetra will be blocked, I can't bear these disturbances anymore.
Upen leaves the house. Evening passes and never comes. Menti gets very worried.
"Don't call the boy, when he left. He couldn't even eat well then. Don't call him." Nipao is upset. I think in my mind, there is not here, there is there. I didn't know you were dead if you could show this brilliance at work.
But there is no way to say that in front of the mother-in-law, so she calls on the plea but the phone is switched off.
"Switch off the phone. Don't worry so much, it will come right after a while. The pocket is the average field, where else will you go! Nipa's words made Menti worry even more. Where did the boy go, why is the phone switched off - Samani is restlessly looking on the floor of the room. Suddenly, Nipat got a call on his mobile. As soon as he picked up the phone, it came from the other side - Hello, Upendar has been shot, we are taking him to the hospital, you come.
Who's saying hello? He hung up the phone as soon as he said it. The phone fell on the floor as the mother screamed. "What has happened, what has happened Nipa" came to plead with his breath. Seeing Nipa unconscious. "Oh, what has happened to me! What happened to you, what happened suddenly' Satyen's wife Rita rushed to the sound of pleas. Old Sanatan comes out of the house.
"Ogo, give her a little water in her eyes and mouth" Manti broke down in tears. Nipa gasped as Rita splashed the water. Crying and saying, "Mom, go to the hospital."
"Why?"
"Your son was shot, they took him to the hospital. They told us to go."
"Shoot! Hey, who killed my son," Manti cried.
"Surely he was beating, what else to do, there is no work" Rita was very happy in her heart.
"O Didi come on, come on, don't be late" said Rita with a sniffle. Sanatan stands shocked. "Go mom, go quickly" - begged Manti to manage herself somehow.
Shyamal was standing at the gate of the hospital
Shyamal is their neighborhood boy. Seeing Nipa Rita go to bed with him, the doctor took out the bullet from Upen's hand. Upen then unconscious.
Satyen is standing next to him. He was also slapped. That night Nipa Bedei was sitting next to Upen's head. Even at home, no one's two eyes were the same. Satyenbabu sat worried and worried and only begged and begged. He rushed to the hospital before dawn the next day. How are you feeling today, dad? Sanatan asked to pat the boy's head.
"Ba-a-lo-o, ba-a" said Upen.
I still did not know anything, who or why they shot him? do you know anything Sanatan asks Satyen. Apalk looked to hear the answer, pleading with his face.
"I am responsible for everything father. It is because of me that today Dada is fighting with his paws to death". Satyen says with his head down.
"Why, you are responsible for the meaning - "Amazing face ha Sanatan".
"Yes, I'm responsible"
"Don't pretend, tell me everything. I can't bear child-mourning at this old age, baby, tell me everything."
"You may not know, I sometimes used to hold satta meetings in the tea shop at night. I used to get almost good profit from it. Yesterday, while negotiating at that meeting, I suddenly got into a fight with them. While fighting, I got punched, then suddenly someone pointed a gun at my head. I don't know where Dada was at that moment, as soon as he pushed me and came forward, the bullets hit him in his hand, what would have happened if he hit his head!--"
Listening to Satyen's words, his eyes looked dark. Old Sanatan fell down patting his head. Manti started crying in the middle.
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.