Shoishober Sukhshajya Short Story by Khushi Sarkar
Story Name - Shoishober Sukhshajya,
Author - Khushi Sarkar,
Genre - Short Story,
Khushi Sarkar wrote the short story Shoishober Sukh Shajya
ছোটগল্পঃ- শৈশবের সুখশয্যা
খুশী সরকার
সারাদিনের ক্লান্তি মেখে ধীর পায়ে হাঁটছে জয়ীতা। শরীরটা যেন বৃষ্টি ঝরা মেঘের মতো, এগোচ্ছিল হালকা পায়ে । কোনোমতে বাড়ি ঢুকেই শাড়ি চেঞ্জ করে বসলো সোফাতে। মিনা মাসি হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলে, চা দেবো দিদিমণি?
হ্যাঁ দাও, দাদাবাবু এখনো ফেরেনি?
একটু আগেই ফিরেছে দিদিমণি। চা খেয়ে কোথায় যেন বেরুলেন।
ও আচ্ছা, তুমি যাও। চা-টা তাড়াতাড়ি করে এনো। বড্ড ক্লান্ত লাগছে গো। জয়িতা চায়ে চুমুক দিতেই জয়দীপ একটা কাগজ হাতে ঘরে ঢুকতেই জয়িতা জানতে চাইল, কি গো, কোথায় গিয়েছিলে?
তপনের কাছে গিয়েছিলাম লেখাটা নিয়ে।
ও শোনো না,সামনের ছুটিতে কোথাও বেরিয়ে আসি,যাবে? বড্ডো একঘেয়েমি লাগছে গো ।কতদিন কোথাও যাই না, বলো? মাত্র কয়েকটা দিন ছুটি, যাবে?
কোথায় যেতে চাও? চলো, আমার কোনো আপত্তি নেই।
নেই তো! তবে কালই চলো। আমার বড্ড ইচ্ছে করছে আমার শৈশবের গ্রামে একবার যেতে।
সারারাত আনন্দে আবেগী জয়িতার ঘুম এলোই না, এপাশ-ওপাশ করে প্রতীক্ষার প্রহর গুণে চললো। অবশেষে প্রতীক্ষার অবসান। স্বপ্নে সূর্য উঁকি মারে পুব আকাশে। জয়দীপ খানাকুল স্টেশনে নেমে রওনা দেয় পায়ে হেঁটে। এক মাইলের মধ্যে শৈশবে ফেলে আসা পান্ডুয়া গ্রাম। আল পথ আজ আর নেই, পিচে ঢালা পাকা রাস্তা। দুই ধারে নাম না জানা হলুদ ফুল, পুকুরে শালুক-শাপলার অপরূপ সৌন্দর্য। হঠাৎ চোখে পড়ে জয়িতার, সামনে গরু নিয়ে যাচ্ছে মফিজ কাকা।
এ্যাই, একটু পা চালিয়ে চলো তো। ওই মফিজ কাকার সাথে কথা বলবো। জয়িতা জয়দীপকে উদ্দেশ্য করে বলে, জানো তো, মফিজ কাকা কি ভালো! আমাকে পড়াশোনার জন্য কত যে উৎসাহ দিয়েছে কি বলবো। বার বার বলতো, মন দিয়ে পড়াশোনা কর্ মা, তুই ঠিক পাশ করবি।
ও কাকা কাকা-আ, আমাকে চিনতে পারছো আমি তোমাদের জয়িতা গো। গরুর খুরের ধুলো চোখের সামনে থেকে হাত দিয়ে সরিয়ে বলে, কে? কে রে তুই? সামনে ঝুঁকে চোখটা বারবার দুই হাতে কোচলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, কিছুক্ষণ পরেই ঠোঁটে হাসি এনে বলে, ও জয়িতা তুই কেমন আছিস, মা? এতদিনে আমাদের মনে পড়েছে তোর? বাঃ বাঃ, খুব ভালো লাগছে। চল্ যখন সবাই জানবে তুই এসেছিস তখন দেখবি, সবাই তোকে দেখতে ছুটে আসছে।
সত্যি, গ্রামে ঢুকতেই চারদিক থেকে কৌতূহলী চোখ যেন ছুটে আসতে লাগলো তার দিকে। অনেকেই জয়িতার চেনা অনেকেই আবার অচেনা ভিড় করে দাঁড়ায় তার চারদিকে। অফুরন্ত আনন্দের ঢেউ আছড়ে পড়ছে তার মনের কিনারে। আনন্দে কাশবনও দোলাচ্ছে মাথা। চিক্ চিক্ করে জ্বলে ওঠে জয়িতার চোখের তারা। অবাক বিস্ময়ে প্রত্যেক মুখে খুঁজে পেতে চায় জয়িতা তার শৈশবের চেনা মুখ। হঠাৎ চোখে পড়ে ওই তো, যামিনী জেঠু। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে প্রণাম করে জয়িতা। জয়দীপেরর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হেলে যাওয়া কোমড়ে ভর করে দুই হাতে জয়িতার মুখ নেড়ে আদর করে জামিনী জেঠু বলে,
ভালো আছিস তো,মা?
আজকাল আর চোখে ভালো দেখি না,মা তবু তোর কথা মধুর কাছে যখন শুনলাম তুই এসেছিস, তখন আর থাকতে পারলাম না। তুই চাকরি পেয়েছিস জেনে ভীষন খুশী হয়েছি।
যখন জোর করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলি তখন মনে হয়েছিল,মেয়েদের বেশী পড়াশোনা করে কি হবে?
সেই তো যেতে হবে পরের বাড়ি কিন্তু এখন বুঝেছি,সেটা আমার ভুল ধারণা ছিল। তুই আমার চোখ খুলে দিয়েছিস, মা।আমায় ক্ষমা করতে পারবি তো মা! হতচকিত হয়ে যামিনী জেঠুর বুকে মাথা রেখে বিনয়ী সুরে বলে জয়িতা, ছি ছি জেঠু, অমন কথা কেন বলছো? সব সময় সন্তানের ভালোর জন্য সব বাবা-মা ই ভাবে। তুমি তো আমার জেঠু হও, হয়তো আমার মঙ্গল চেয়েই সে কথা বলেছিলে। গ্রামে তখন কেউ তেমন পড়াশুনা জানত না। আসলে পড়াশোনা না জানলে তো জ্ঞানের চোখ খুলে না, ভালো মন্দ বিচার করাও যায় না।
তাই হয়তো--তুমি ও সব কিচ্ছু ভেবো না,
আর যতটুকু বড় হতে পেরেছি তা তো তোমাদের আশীর্বাদেই, বলো। আচ্ছা কাকা, ওই ভিটাটা ফাঁকা কেন? ওখানে বিশ্বনাথ দা বৌদিকে নিয়ে থাকতো না? ওরা কোথায় গেছে?
ওই ফাঁকা ভিটাটার দিকে তাকিয়ে হঠাৎ করে দেবু বলে উঠল। আপনি জানেন না?
না তো। কিচ্ছু জানি না, জয়িতা মাথা নাড়ে। গত পঞ্চায়েত ভোটের সময় তার একমাত্র ছেলে সন্তু দুষ্কৃতীর গুলিতে মারা যায়। সেই শোক সামলাতে না পেরে স্বামী-স্ত্রী দুজনেই গ্রাম ছেড়ে উঠে গেছে ভিন্ দেশে।
ও তাই নাকি?
বিষন্নতায় বিভোর হয়ে দাঁড়িয়ে থাকে জয়িতা। হতবাক হয়ে চেয়ে থাকে শূন্য ভিটায়। স্মৃতিতে ভেসে ওঠে সেই ছোট্টবেলা যখন এক পা, দু পা করে হাঁটছে সন্তু তখন মা একটু বকা দিলেই কাঁপা পায়ে এসে জড়িয়ে ধরত চুরিদার, চোখ দিয়ে জল পড়তো। অমনি 'সোনা বাবা', 'সোনা বাবা' বলে কোলে নিয়ে কত্ত আদর করত। আর সন্তু যেন নিরাপদ আশ্রয়ে এসে মাথা নেতিয়ে দিত ওর ঘাড়ে, স্মৃতিতে ডুবে চোখ জলে ভরে যায় জয়িতার। একটু সুস্থির হয়ে সামনে তাকাতেই দেখে ও পাড়ার কেকনি বুড়ি তার সামনে দাঁড়িয়ে।
মুখে জোর করে হাসি টেনে বলে ঠাকুমা,
তুমি?
দুই হাতে বুড়ির চোখ চেপে বলে, বলো তো কে আমি?
তোর গলার স্বর শুনেই বুঝেছি আমি। আমাদের সোনার মেয়ে জয়িতা় এসেছে। আয় দিদা, আমার কাছে আয় । একটু ভালো করে দেখে চোখ জুড়াই।কত দেখতে ইচ্ছা করছিলো তোকে। কতবার বাবুলকে বলেছি একবার তোর সঙ্গে দেখা হলে যেন আসতে বলে। আমাদের আম বাগানে আম কুড়াতে যেতিস, কত বকা দিয়েছি। কত কথা বলেছি কিন্তু এখন তো বয়স হয়েছে দিদা, এখন বুঝতে পারি তখন তোদের বকে ভুল করেছি। আমের মতো একটা মিষ্টি ফল বাচ্চারা তো ভালবাসবেই অথচ আমি স্বার্থপরের মত তোদের তাড়িয়ে দিয়েছি বাগান থেকে।
না, না দিদা,অমন কথা বলো না। আমি ও সব ভুলে গেছি কিন্তু তুমি তখন বকেছিলে বলেই তো বুঝেছি যে, কারো জিনিস না বলে নিতে নেই এবং নির্লোভ হতে পেরেছি, এইটুকু বোধ তো তোমার জন্যই হয়েছে।
কথা বলতে বলতেই চোখে পড়ল শিবুদার বউ হন্ হন্ করে এগিয়ে আসছে তার দিকে, হাতে একখানা থালা তাতে পিঠা ও মোয়া মুরকি আর এক গ্লাস জল।
ও মা, তুমি কেমন করে জানলে আমি এসেছি? চোখে ভেসে উঠলো শিপ্রা বৌদির আন্তরিকতা। এখনো সে আগের মতই-- তার আন্তরিকতা ফুলের সুবাসের মতো মিষ্টি।
কি গো,অত কী ভাবছো? দুষ্টু হাসি হেসে বলে শিপ্রা বৌদি, নাও, নাও এগুলো দু'জনে খেয়ে নাও তো দেখি। সেই কখন এসেছো পেটে কিছু দিতে হবে তো, না কি, শুধু বকবক করলেই চলবে। আমাদের এই গাঁয়ে তো তেমন মিষ্টির বড় দোকান নেই ভাই, তাই হাতে বানানো এগুলোই খাও। তৃষার্ত মরুভূমিতে যেন আন্তরিকতার এক পশলা বৃষ্টি তাকে ভিজিয়ে দিল। আবেগে আপ্লুত হয়ে দু'জনেই খেল। খুশিতে তার মন টইটুম্বুর।
Shoishober Sukhshajya Short Story by Khushi Sarkar
Short Story:
Shoishober Sukhshajya (Childhood Happiness) : Khushi Sarkar.
Jayita is walking slowly with the tiredness of the whole day. The body was like a rain-dropping cloud, moving with light feet. After entering the house, she changed her saree and sat on the sofa. Mina masi came forward wiping her hands and said, I will give you tea, grandma?
Yes, Grandpa hasn't returned yet?
Didimani returned a little earlier. Where do you go out for tea?
Oh well, you go. Bring the tea quickly. I feel very tired. When Jayita was sipping tea, when Jaydeep entered the house with a paper, Jayita wanted to know, where did you go?
I went to Tapan with the text.
And don't listen, come out somewhere on the next vacation, will you go? I feel very bored. How long have I not gone anywhere, tell me? Just a few days off, will you?
Where do you want to go? Come on, I don't mind.
No! But let's go tomorrow. I really want to visit my childhood village.
Jayita, who was full of happiness, did not sleep all night long, waiting to and fro. Finally the wait is over. In a dream, the sun peeks into the sky. Jaydeep got down at Khanakul station and left on foot. Within a mile is the village of Pandua, abandoned in childhood. Al path is no more today, a paved road poured with pitch. The nameless yellow flowers on both sides, the extraordinary beauty of shaluk-shapla in the pond.
Suddenly, Jayita's eyes saw Mofiz Kaka taking cows in front.
Hey, keep walking. I will talk to that Mofiz uncle. Joyita said to Joydeep, you know, Mofiz Kaka is good! I can tell you how much it has encouraged me to study. She repeatedly said, study hard, mother, you will pass.
O kaka kaka-a, do you know me, I am your joyta go. The dust of the cow's hoof removed from the eyes with his hands and said, who? Who the hell are you? Leaning forward, the eyes are repeatedly looking at Kochle with big eyes, after a while, with a smile on his lips, he says, "And Jayita, how are you, mother?" Have you remembered us so far? Wow, it feels so good. Let's see when everyone knows you have come, everyone is running to see you.
Indeed, as soon as he entered the village, curious eyes started rushing towards him from all around. Many people who know Jayita and many people who don't know her stand around her. Waves of endless joy are crashing on the edges of his mind. Kashban is also shaking his head happily. Jayita's eyes sparkled. Jayita wants to find the familiar faces of her childhood in every face. Suddenly I saw that it was Jamini Jethu. Pushing the crowd forward, Jayita bowed. Introduced to Joydeeper.
Jamini Jethu said, cradling Jayita's face with both hands on her swaying hips. How are you, mom?
I can't see well these days, mother, but when I heard about you from Madhu, I couldn't stay any longer.
I am very happy to know that you got the job.
When I was forced to continue studying, I thought, what will happen if girls study more? I have to go to the next house, but now I understand, it was my wrong idea. You opened my eyes, mother. You can forgive me, mother! Shocked, Jamini puts her head on Jethu's chest and says in a polite tone, Joyta, Chi Chi Jethu, why are you talking like that? All parents always think for the good of the child. You are my elder brother, maybe you said that for my good. No one in the village knew much about education at that time.
In fact, if you don't know how to study, you can't open the eyes of knowledge, you can't judge good and bad.
So maybe-- you don't worry about anything,
And as much as I was able to grow, it is because of your blessings, say. Well uncle, why is that house empty? Wasn't there with Vishwanath Da Boudi? Where did they go?
Debu suddenly said looking at that empty vitae. Don't you know?
no I don't know anything, Jayita shakes her head. His only son Santu was shot dead by a miscreant during the last panchayat polls. Unable to cope with that grief, both husband and wife left the village and went to a different country.
Is that so? Jayita stands in sadness. He looked at the empty house in shock. I remember that childhood when Santu was walking with one leg, two legs, when his mother scolded him a little, Churidar would come and hug him, tears would fall from his eyes. Amani used to say 'Sona Baba', 'Sona Baba' and hug her. And as if Santu had come to a safe haven and bowed his head on her neck, Jayita's eyes filled with tears as she remembered. After getting a little stable, he looked forward and saw the old lady of the neighborhood standing in front of him. Grandmother forced a smile on her face, you? Hold the old woman's eyes with both hands and say, who am I?
I understood by hearing your voice. Our golden girl Jayita has arrived. Come, sister, come to me. I closed my eyes to see a little better. How much I wanted to see you. How many times have I told Babul to ask him to come once he meets you? You went to pick mangoes in our mango garden, how much did you scold me? I have talked a lot, but now I am old, sister, now I understand that I made a mistake with you. Children will love a sweet fruit like mango, but I selfishly drove you out of the garden.
No, no, Grandma, don't say that. I have forgotten all about it, but because you were scolding me, I understood that no one should take things without saying anything and I was able to be selfish, this feeling was due to you.
As he spoke, Shibuda's wife was seen walking towards him, carrying a plate of pita and chicken and a glass of water.
And mother, how did you know I came? Shipra Boudi's sincerity was evident. He is still the same as before--his sincerity is as sweet as the fragrance of flowers.
What are you thinking about? Shipra Boudi says with a mischievous smile, "Come, come, let's eat them together and see." When you come, do you have to give something to the stomach, or what, just chattering will do. We don't have a big sweet shop in this village, brother, so eat these made by hand. It was as if a shower of sincerity drenched him in the thirsty desert. Both of them played with emotion. His mind is filled with happiness.
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.