Writer Khushi Sarkar writes the poem Jorasankor Thakur Paribar (Tagore Family of Jorasanko.
জোড়াসাঁকোর ঠাকুর পরিবার বাংলা কবিতাটি লিখছেন লেখিকা খুশী সরকার
Summary of the poem: Favorable environment is at the root of creating beauty all over the world. Nothing can be achieved smoothly and beautifully without a favorable environment. The family environment was also behind the formation and growth of the beautiful mentality of the world poet Rabindranath Tagore. His family-friendly environment has contributed a lot to the sky-scraping peak he has climbed in the wisdom of high mountain-like wisdom. He has easily got the opportunity to develop himself in the tide of world-wide fame of that family, the master of the abyssal sea-like knowledge.
কবিতার সারমর্ম: বিশ্বের তাবৎ সৌন্দর্য সৃষ্টির মূলে থাকে অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ ব্যতীত কোন কিছুই সুষ্ঠু ও সুন্দরভাবে পরিণতি লাভ করতে পারে না। বিশ্বকবি রবীন্দ্রনাথের সুন্দর মানসিকতা গঠন ও বেড়ে ওঠার পেছনেও ছিল তাঁর পারিবারিক পরিবেশ। সুউচ্চ পর্বততুল্য জ্ঞান প্রজ্ঞায় তিনি যে আকাশস্পর্শী চূড়ায় অবস্থান করেছেন তাতে তাঁর পারিবারিক অনুকূল পরিবেশের অবদান অনেকখানি। পারাবার সম জ্ঞানের অধিশ্বর সেই পরিবারের জগৎ জোড়া খ্যাতির জোয়ারে নিজেকে বিকশিত করার সুযোগ পেয়েছেন অতি সহজেই।
জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
খুশী সরকার
উনিশের নবজাগরণ-জোয়ারে পুষ্ট ঠাকুর পরিবার,
জ্ঞান গুণ শিল্প-সাহিত্য সংগীতের পীঠস্থান।
সেই পরিবারে জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ,
প্রগাঢ় জ্ঞান বিদ্যা বুদ্ধি বিকাশে পরিবারের অবদান।
ঠাকুর পরিবারের বিশ্বব্যাপী খ্যাতির চূড়ায়
কবিগুরু দিয়েছেন নোবেল জয়ের শ্রেষ্ঠ পরিচিতি।
দিনরাত্রি সাহিত্যের হাওয়া বয়ে যাওয়া পরিবারে,
কবিত্ব বিকাশে অনুকূল ছিল সাহিত্য আড্ডার রীতি।
গগনেন্দ্রনাথ ঠাকুর সাহিত্যরস ভোগে উচ্ছাসী,
করাতেন রামনারায়ণের 'নবনাটক'এর অভিনয়।
নাটক অনুবাদ ও ইতিহাস চর্চায় ছিলেন অনুরাগী,
আধুনিক যুগের উদ্বোধনে রেখেছেন আদর্শ পরিচয়।
অন্তরের নিবিড় সামাজিকতা ছিল ঠাকুরবাড়িতে,
ছিল মজলিসি ঢঙে বাড়িতে পারস্পরিক মেলামেশা
অশ্রান্ত তরঙ্গের কলোচ্ছাসে কাব্যরসের আড্ডায়,
বসন্ত বাতাসে ছড়াতো মিষ্টি হাসি তামাশা।
ছোট্ট রবি আড়াল থেকে অংশ নিত আনন্দভোজে,
জ্যোতিদাদা সহায়ক তাঁর সাহিত্য শিক্ষা ভাবনায়।
গান বাঁধার শিক্ষানবিশি হয়েছিল তাঁর হাতেই
সংগীতস্রষ্টার আত্মপ্রকাশ পরিবারের গানচর্চায়।
ঠাকুরবাড়ির বাইরে ছিল বিদেশী প্রথার চলন,
কিন্তু হৃদয়ে ছিল তার স্বদেশ অভিমানের দীপ্তি।
বিপ্লবেও ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের স্বদেশ শ্রদ্ধা,
কবির স্বদেশপ্রেম জাগায় পিতার মাতৃভাষা প্রীতি।
ঠাকুরবাড়িতেই প্রথম সার্বজনীন পোশাক ব্যবহার,
হয়েছিল জাহাজ নির্মাণ দেশলাই কারখানা স্থাপন।
সাফল্য না এলেও তা দেশের প্রতি জ্বলন্ত অনুরাগ
ছিল গামছার টুকরো তৈরিতেও উৎসাহ প্রদর্শন।
বাঙালির বিজ্ঞান চর্চার সূচনা ঠাকুরবাড়িতেই,
ভারতী,সাধনা বালক নানা পত্রপত্রিকার প্রকাশ।
পরিবারেই বিশ্বকবির বহুমুখী প্রতিভার বিকাশ।
জোড়াসাঁকোর ঠাকুর পরিবার কবিতাটি লিখছেন লেখিকা খুশী সরকার
রচনাকাল : ০৭-০৫-২০২২
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.