Amora Karbo Joy wrote the Poem by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

26 Mar 2020

Amora Karbo Joy wrote the Poem by Khushi Sarkar

We Will Win - Of course, the author wrote the poem Khushi Sarkar.

'আমরা করবো জয়' কবিতাটি লিখেছেন লেখিকা খুশী সরকার।

Amora Karbo Joy wrote the Poem by Khushi Sarkar.

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে, ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন আজ গোটা বিশ্ব। চারিদিকে আতঙ্কের চাদরে মোড়া। মানব জীবন স্তব্ধ, শুনশান রাস্তা-ঘাট, থেমে গেছে জীবনের কোলাহল। শুধু মৃত্যুর মিছিল আর মৃত্যুর মিছিল, খবরে খবরে ব্যস্ত সংবাদমাধ্যম, প্রভাবিত গোটা মানব জীবন। করোনা ভাইরাসের এই ভয়াবহ বিপর্যয়ে মানুষ বড় অসহায়। মানুষ আজ চায় শুধু বিপন্নতা থেকে মুক্তি, এই মুক্তির সঠিক সিদ্ধান্তে অটল মানুষ লকডাউনে সামিল। প্রত্যেকে সচেতন সতর্কতায় ঘরে বন্দি, চায় করোনা ভাইরাসের ফাঁস থেকে নিজেকে তথা গোটা মানব জীবনকে উদ্ধার করতে।
তাই শপথের সমবেত লড়াইয়ে গভীর প্রত্যয় "আমরা করব জয়", নিশ্চয়।
'আমরা করবো জয়' - নিশ্চয়, কবিতাটি লিখেছেন লেখিকা খুশী সরকার।

Amora Karbo Joy wrote the Poem by Khushi Sarkar

The outbreak of the CoronaVirus, the catastrophic catastrophe that the world faces today. Wrap around in sheets of terror. Human life is halted, the roads are blocked, the noise of life has stopped. Only the procession of death and the procession of death, the news media busy, the whole human life affected. People are very helpless in this horrible catastrophe of the Corona virus. People today just want to get rid of the danger, the right people are involved in lockdown on this right decision. Everyone wants to be detained at home with conscious alertness, to save themselves and all human life from the trap of the corona virus.

So the deep assurance that "we will win" in the swearing-in fight. >We Will Win - Of course, the author wrote the poem Khushi Sarkar.

আমরা করবো জয় কবিতাটি লিখেছেন লেখিকা খুশী সরকার।

কবিতা--আমরা করবো জয়
কলমে--খুশী সরকার

ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন আজ
গোটা বিশ্ব
বিধ্বংসী করোনার বিষাক্ত থাবায় আক্রান্ত
প্রায় একশচুরাশিটি দেশ
ইউরোপ চিন, আমেরিকা ইতালি-স্পেন জাপান
লন্ডন প্রভৃতি দেশে শুধু মৃত্যুর মিছিল

লন্ডভন্ড জীবনের রোজনামচা,
শুনশান রাস্তা ঘাট, শুধুই মৃত্যুর হাতছানি।
জীবনের অলিগলি ভেসে যাচ্ছে
মৃত্যুর করাল স্রোতে
আপনজনের বিয়োগ ব্যথায় নেই
কান্নার অবকাশ,
ক্রমবর্ধমান মৃতদেহ সৎকারের লোকাভাবে চলছে
গণকবরের সমাধি খনন।

বিপর্যস্ত মানবজাতির সামনে ক্রমশ ঘনীভূত
আতঙ্কের ঘন আঁধার
মৃত্যুর হিমশীতল প্রবাহ আপাদমস্তকে বয়ে যাচ্ছে
নীরবে-নিভৃতে

করোনার নিষ্করুণ রক্তচক্ষু রাক্ষসের মত ধারালো
দাঁত নখ বের করে তেড়ে আসছে
হাহা রবে
দুরন্ত গতিবেগ, ছুটন্ত যৌবন, উদরপূর্তির
তীব্র জিঘাংসার লেলিহান শিখা।
জ্বালিয়ে-পুড়িয়ে খাঁক করে দিচ্ছে
সমস্ত দেশকে
এই মহামারীর প্লাবনে বড় অসহায় মানবজাতি
খড়কুটোর মতো ভেসে যাচ্ছে
লক্ষ লক্ষ প্রাণ।

ঘোর অন্ধকারে আচ্ছন্ন আজ আমার দেশও
আমি, আপনি, সবাই
তবুও আশার আলো সামনে দেখতে পেয়েছি
আমরা
একটু দেরি হলেও কিছু সময় পেয়েছি হাতে
গোছাতে পেরেছি কিছুটা হলেও নিজেদের,
একটু একটু করে গভীর আত্মপ্রত্যয়ে গড়েছি
পাহাড়,
গুহাবাসী মানুষ আমরা, লড়েছি অসম যুদ্ধে
বহুবার
জয় করেছি প্রকৃতির ভয়ংকরতা
বিজ্ঞানীর সহায়তায় সেই মনোবল আরো দৃঢ়
দীপ্ত উজ্জীবিত,
রক্তে মিশে আছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির যুক্তিগ্রাহ্যতা
অসম সাহসী আমরা,
মনের গভীরে আছে তাই গভীর প্রত্যয়
করোনাকে আমরা করবো জয়
নিশ্চয়ই।

অটল অনড় আজ সবাই মনেপ্রাণে
সচেতন সচেষ্টতায় সরকারি বিধি নির্দেশ
পালনে
রইবো ঘরে সামাজিক বিচ্ছিন্নতা মেনে
সচেষ্ট সতর্কতা সহযোগে
হাত ধুবো বারবার অ্যালকোহল সাবানে
ভাইরাস দূরীকরণে,
গরম জলে গলা ভেজাবো ঘন ঘন
ভাইরাস পাকস্থলীতে চলে যায় যেন।
ভিন্ রাজ্য কিংবা বিদেশ থেকে ফিরে সুস্থতার প্রমাণে
আসবো ঘরে ফিরে
জমায়েত হবো না ঊর্ধ্বে সাতজনে।
বাঁচবো নিজে, বাঁচাবো অন্যকে, বাঁচবে দেশ আমার সকলের
সতর্কতা অবলম্বনে
একে একে ধর্ম-বর্ণ- সম্প্রদায়-উঁচু-নিচু
নির্বিশেষ অভেদে
এক হয়ে করবো লড়াই
করোনাকে করবো বিদায় দেশ থেকে সমূলে।

সময় হয়েছে ভাই
গর্জে ওঠো সবাই
মৃত্যুর মিছিল আর নয়,
করোনাকে করবোই আমরা জয়।
সরকারে আস্থা রাখি সবাই
সচেতনতা প্রয়াসে শ্রদ্ধা জানাই।
গোটা দেশ আজ চলে গেছে লকডাউনে
নিরুদ্বেগে থাকি সব ঘরে পরিবার সনে
ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, নিরলস তবুও সেবায়
আপনার জীবন তুচ্ছ করে
আমার, আপনার তরে।
নতমস্তকে কুর্নিশ জানাই
ভয় নাই, আর ভয় নাই
সকলে এবার শুভবুদ্ধির পরিচয় দিই ভাই
লকডাউন মেনে শান্ত জীবন কাটাই।

তাং--২৫-০৩-২০২০

Stay At Home

No comments:

Post a Comment