পূত যজ্ঞভূমি সচেতনতামূলক কবিতা লিখেছেন কবি খুশী সরকার - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

6 Jan 2020

পূত যজ্ঞভূমি সচেতনতামূলক কবিতা লিখেছেন কবি খুশী সরকার

'পূত যজ্ঞভূমি' সচেতনতামূলক কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার

কবিতাটি বাংলার বিশিষ্ট লেখিকা খুশি সরকার। তার  সুনিপুণভাবে রচিত ও মনোগ্রাহী মনোজ্ঞ কবিতা, গল্প, রম্যরচনা এইভাবে আপনারা পড়তে পারবেন।

কবিতার সারমর্ম:- কবিতার সারমর্ম: মানবজীবনের শ্রেষ্ঠ পূত যজ্ঞভূমি হলো সংসার। মহাপুরুষগন গার্হস্থ্য ধর্মকেই বলেছেন শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ জীবনের মূল লক্ষ্য চতুর্বিধ পুরষকার।ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ‌ই হচ্ছে শ্রেষ্ঠ পুরষকার যেখানে সেবা, আতিথেয়তা এবং পরোপকারের সুযোগ থাকে, অন্য কোনো পুরষকারে সেই সুযোগ থাকে না অথচ বর্তমানে সাংসারিক ক্ষেত্রে নানা অশান্তি, ঈর্ষা, দ্বেষ এবং ধর্মের গ্লানি ঢুকে পড়েছে ফলে নিত্যনৈমিত্তিক ঝগড়া-বিবাদ লেগেই আছে ফলে সংসার হয়ে উঠেছে অশান্তিময় কিন্তু যদি সংসারে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ, প্রেম--- এই মানবিকগুণ গুলোর যথাযথ বিকাশ হয় এবং নিয়ম-নীতির সান্নিধ্যে প্রতি প্রত্যেককে স্নেহ, প্রেম, ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারে তাহলে সংসার হয়ে উঠবে পবিত্র বন্ধনের যোগ্য কর্মভূমি।

কবিতা- পূত যজ্ঞভূমি
কলমে -খুশী সরকার।

লোকে বলে সংসার অসার 
নিত্য ঝগড়া, অশান্তি মারামারি, 
হতাশার বেদনায় সদাই মলিন মুখ
ঈর্ষ্যা, হিংসা, দুর্দশার বাড়াবাড়ি।

সংসারে অর্থ, কাম, স্বার্থের সংঘাত
লোভ, লাভের নিক্তি হিসাব।
আশার ছলনায় কুমোরের চাকা
স্বার্থ সাধনের কৌশলী স্বভাব।

নারী-পুরুষ আজ সমুদ্র মন্থনে
সুখ-সুধা উত্তোলনে ব্যস্ত, 
অজ্ঞতা, প্রবৃত্তির কারণেই গরল 
হলাহলে জর্জরিত সূর্য অস্ত।

অবিহিত বিবাহেও অশান্তির আগুন 
শোচনীয় অপচয়ে ব্যর্থ জীবন, 
এক ঘরে থেকেও নারী-পুরুষ কভু 
কেউ কারো হয়না আপন।

ব্যর্থতা, তিক্ততার জ্বালায় জ্বলে মরে 
অযথা আঘাতে পায় আঘাত, 
জীবন,জনন উৎকর্ষের নিরর্থক সন্ধানে 
ব্যর্থতা, হতাশায় অবসাদ।

অথচ শাস্ত্রে বলে সংসার ধর্ম শ্রেষ্ঠ 
চতুর্বিধ পুরুষার্থের সামগ্রিক বিকাশ।
রচনাকাল: ১০-১২-২০১৯।
The awareness Poem Puta Yaggabhumi written by Khushi Sarkar.

No comments:

Post a Comment

Save my name, email, and website in this browser for the next time I comment.