শিক্ষা প্রসারে মিড-ডে মিল কবিতাটি লিখেছেন কবি খুশি সরকার - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

23 Jan 2020

শিক্ষা প্রসারে মিড-ডে মিল কবিতাটি লিখেছেন কবি খুশি সরকার

শিক্ষা প্রসারে বিদ্যালয়ে মিড-ডে মিলের ভূমিকা ভারতে

Shiksha Prasare Mid-day Meal Poem by Khushi Sarkar.

The role of mid-day meal in schools in spreading education in India. Mid-day meal program to make education universal in India and West Bengal with the three goals of attendance, nutrition and health.

উপস্থিতি, পুষ্টি এবং স্বাস্থ্য এই তিন লক্ষ্যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে শিক্ষাকে সর্বজনীন করার জন্য মিড-ডে মিলের কর্মসূচি।

কবিতার মূলভাব:

শিক্ষাকে সর্বজনীন করার লক্ষ্যে ভারত সরকার হাজার 1995 সালে বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের পরিকল্পনা গ্রহণ করে। পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষা এই তিন লক্ষ্যে মিড ডে মিলের মাধ্যমে স্কুল ছুট পড়ুয়াদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়। এর ফলে গ্রামের দুঃস্থ পরিবার থেকে উঠে আসা পড়ুয়ারা মিড ডে মিল খেয়ে সুস্থ ,সুন্দর ভাবে পড়াশোনার জন্য বিদ্যালয়ে আসতে আগ্রহী হয়ে ওঠে।

বলাবাহুল্য রাজ্য সরকার 2003 সালে এই কর্মসূচি রাজ্যের সবকটি বিদ্যালয় রূপায়িত করার ব্যবস্থা নেই। এই পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি গ্রহণের ফলে বিদ্যালয়ে পড়ুয়াদের বিদ্যালয়ে আসার আগ্রহ যেমন বেড়েছে তেমনি স্কুলছুট ছাত্র-ছাত্রীদের সংখ্যাও কমেছে। এক কথায় বলা যেতে পারে ভারত সরকারের এই কর্মসূচি শিক্ষা প্রসারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে।


কবিতা - শিক্ষা প্রসারে মিড-ডে মিল

কলমে - খুশী সরকার

জাতীয় জীবনে শিক্ষার প্রসারে মিড ডে মিল
ভারত সরকারের বহু শংসিত কর্মসূচি,
শিক্ষা, স্বাস্থ্যের সার্বজনীনতার লক্ষ্যে
সংবেদনশীল ঔদার্য্যে নৈতিক শুচি।

স্বাস্থ্য, পুষ্টি, উপস্থিতি এই তিন লক্ষ্যে
মধ্যাহ্ন ভোজনের বলিষ্ঠ যাত্রা,
সরব,সবল জীবনের রূপ নির্মাণের
মিড-ডে মিল শিক্ষার আঙিনায় নতুন মাত্রা।

প্রত্যন্ত গ্রামীন সমাজ অর্থাভাবে ক্ষীন্ন
উপযুক্ত খাদ্য কর্মে রুগ্ন দুর্বল,
ফিরোজ আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধি
ব্যয়বহুল শিক্ষার সামর্থ্যে হারায় মনোবল।

দারিদ্রতার চরম চপেটাঘাতে বিপর্যস্ত জীবন
দুস্থ পরিবারের শিশুর শরীর মন অপুষ্ট,
আর্থিক দুর্দশায় ম্লান শিক্ষার আলো
ভগ্নস্বাস্থ্যের কবলে রঙীন স্বপ্ন বিনষ্ট।

তাই দেশগঠনের গোড়ায় মজবুতি নির্মানে
চায় সুস্থ, সবল, শিক্ষিত নাগরিক,
মিড ডে মিল স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে
বিদ্যালয়মুখী শিক্ষার্থী আহ্বানে অত্যন্ত আন্তরিক।

নির্ভেজাল ডালভাত,সতেজ শাক সবজি
অপ্রতুল মশলার সমৃদ্ধ সুস্বাদু আহার,
কর্মসূচির আওতাভূক্ত শিক্ষার্থীর একসাথে
মধ্যাহ্ন ভোজনের কী অপরূপ বাহার!

মিড ডে মিলে বেড়েছে বিদ্যালয়ে আসার আগ্রহ
সফল মিড ডে মিলের পরিকল্পনা,
ব্যতিক্রমী অনৈতিকতার কালো দাগ যদিও
তবুও উদ্দেশ্যের সাফল্যে নেই বিড়ম্বনা।

শিক্ষার উন্নয়নের পাশে সুষম আহার
গড়ছে সুস্থ সবল পড়ুয়ার দল,
তৈরি আজ বন্ধুত্বের ঔদার্য্যে আত্মিক বন্ধন
লক্ষ্যের বাস্তবায়নে মিড ডে মিল যথার্থই সফল।


তাং-১৯-০১-২০২০

Theme of poem - The poem is role of Mid-day Meal in school for Promotion of Indian education.

No comments:

Post a Comment