Badlau Nije (Change Yourself) is a life-long poem based on eternal truth. People are obsessed with worldly passions. Everything that people enjoy in the world involved in magic is next. You have to come empty-handed and go back empty-handed, yet you suffer from worldly things and say 'mine, mine'. Forget everyone acting in this world, in fact no one here. Reaching the end of life does not cut people's fascination. So one should try to get a taste of real joy or liberation by giving up having time. There is real joy in giving up. If you can give this happiness to everyone, then you can be happy yourself, so not in fascination, but in sacrifice, you have to bring the mind out of fascination, then there will be liberation of life.
চিরন্তন সত্যের উপর ভিত্তি করে লেখা 'বদলাও নিজে' জীবনধর্মী কবিতা।
পার্থিব মোহে মানুষ আচ্ছন্ন। মানুষ মায়াজালে জড়ানো সংসারে যা ভোগ করে তা সবই পরের।শূন্য হাতে এসে আবার শূন্য হাতেই ফিরে যেতে হয় তবুও পার্থিব জিনিসের ভোগে 'আমার, আমার' বলে আত্মরব তোলে। ভুলে যায় এই পৃথিবীতে প্রত্যেকে করে অভিনয়, আসলে এখানে কেউ কারো নয়। জীবনের শেষাংশে পৌঁছেও মানুষের মোহ কাটে না। তাই সময় থাকতে ত্যাগে প্রকৃত আনন্দ বা মুক্তির স্বাদ পাওয়ার চেষ্টা করা উচিত। ত্যাগেই আছে প্রকৃত আনন্দ। এই আনন্দ সকলকে দিতে পারলেই নিজেও আনন্দিত হওয়া যায় সুতরাং মোহে নয়, ত্যাগেই মনকে মোহাচ্ছন্ন থেকে বের করে আনতে হবে তবেই হবে জীবনের মুক্তি।
পার্থিব মোহে মানুষ আচ্ছন্ন। মানুষ মায়াজালে জড়ানো সংসারে যা ভোগ করে তা সবই পরের।শূন্য হাতে এসে আবার শূন্য হাতেই ফিরে যেতে হয় তবুও পার্থিব জিনিসের ভোগে 'আমার, আমার' বলে আত্মরব তোলে। ভুলে যায় এই পৃথিবীতে প্রত্যেকে করে অভিনয়, আসলে এখানে কেউ কারো নয়। জীবনের শেষাংশে পৌঁছেও মানুষের মোহ কাটে না। তাই সময় থাকতে ত্যাগে প্রকৃত আনন্দ বা মুক্তির স্বাদ পাওয়ার চেষ্টা করা উচিত। ত্যাগেই আছে প্রকৃত আনন্দ। এই আনন্দ সকলকে দিতে পারলেই নিজেও আনন্দিত হওয়া যায় সুতরাং মোহে নয়, ত্যাগেই মনকে মোহাচ্ছন্ন থেকে বের করে আনতে হবে তবেই হবে জীবনের মুক্তি।
কবিতা- বদলাও নিজে
খুশী সরকার
আর কত আসক্তির নেশায় মজবে?
বয়স পার হলো তো অনেক,
বাঁধন আলগা হলে ধীরে ধীরে
শান্তি পাবে মনে ক্ষণেক।
বয়স পার হলো তো অনেক,
বাঁধন আলগা হলে ধীরে ধীরে
শান্তি পাবে মনে ক্ষণেক।
মহীরুহের লতায় জড়িয়ে
কাটালে জীবনের সিংহভাগ বটেই,
তবুও গেল গেল আর্ত রব
মুক্তি পাবে না তো মোটেই।
কাটালে জীবনের সিংহভাগ বটেই,
তবুও গেল গেল আর্ত রব
মুক্তি পাবে না তো মোটেই।
দুর্লভ মানব জীবন কাজে লাগাও
শুধুই স্বার্থে থাকবে মেতে?
জানো না কি অসার সব ভবে
ঐ শোনো ধ্বনি কান পেতে।
শুধুই স্বার্থে থাকবে মেতে?
জানো না কি অসার সব ভবে
ঐ শোনো ধ্বনি কান পেতে।
শূন্য হাতে এসেছিলে ভবে
যাবেও না সঙ্গে কিছু,
আমার বলে,যা কিছু ভাবছো আজ
ফেলে যেতে হবে পিছু।
যাবেও না সঙ্গে কিছু,
আমার বলে,যা কিছু ভাবছো আজ
ফেলে যেতে হবে পিছু।
আজ যা কিছু ভোগের জিনিস
তোমার একদিন তা সব ছিল পরের,
তুমিও তা রেখে যাবে একদিন
মিছে কেন ভাবো নিজের?
তোমার একদিন তা সব ছিল পরের,
তুমিও তা রেখে যাবে একদিন
মিছে কেন ভাবো নিজের?
ত্যাগেই আছে প্রকৃত মুক্তির স্বাদ
অনন্ত আনন্দের সাগর,
আনন্দে একবার ত্যাগ করে
দেখো বিস্ময়ে চোখ হবে ডাগর।
অনন্ত আনন্দের সাগর,
আনন্দে একবার ত্যাগ করে
দেখো বিস্ময়ে চোখ হবে ডাগর।
মায়াজালে জড়ানো সংসারে
সকলে করে অভিনয়,
পৃথিবীর মায়া ছেড়ে যাবার দিন
দেখবে ধরায় কেউ কারো নয়।
সকলে করে অভিনয়,
পৃথিবীর মায়া ছেড়ে যাবার দিন
দেখবে ধরায় কেউ কারো নয়।
শেষের কথা ভেবে বদলাও নিজে
'আমার' 'আমার' করো না আর,
সকলকে ভালোবেসে খুশি হও
বাইরে এসো খুলে দুয়ার।
'আমার' 'আমার' করো না আর,
সকলকে ভালোবেসে খুশি হও
বাইরে এসো খুলে দুয়ার।
তাং--০৯-১২-২০১৯.
No comments:
Post a Comment