জীবনের মূলে ভালোবাসা। ভালোবাসাই জীবনের প্রভু আর বাকি সব ভৃত্য। ভালোবাসাতেই চিন্তা, চেতনা বুদ্ধি মনন সবিই ভালোবাসাতেই জীবনের শান্তি এবং সুস্থতা শিক্ষা সংস্কৃতি সাহিত্য সবই -- সৃষ্ট। প্রকৃত ভালোবাসা প্রিয়জনের দোষ দেখেনা বরং তার কল্যাণ এবং মঙ্গল নিজেকে উজাড় করে দেয় তার আনন্দে সুখে দুঃখে আত্মস্বার্থ বলিদান দেয়। নিঃস্বার্থ ভালোবাসাই আসলে প্রকৃত ভালোবাসা।
কবিতা -- প্রকৃত ভালোবাসা
কবি-- খুশী সরকার
তাং--০৮-১২-২০১৯
জীবনের প্রতিমূলে কুন্দ কুসুম ভালোবাসা
ভালোবাসাতেই চিন্তা-চেতনা সব বাঁধা,
ভালোবাসাই জীবনের শ্রেষ্ঠ শম্ সম্পদ
বাকি সব বুদ্ধি,মনন তারই সূত্রে গাঁথা।
জীবন আকাশে ভালোবাসা বর্ণময় রামধনু রসাসিক্ত হৃদয়গগনে উজ্জ্বল বিকাশ। আত্মস্বার্থ নীরস ভূমিতে ফোটৈ না ফুল মরুভূমির ধূ ধূ প্রান্তরে পায়না প্রকাশ।
ধূর্ত লোভাতুর মানুষ স্বার্থের কারণে পুণ্য ভালোবাসাকে অপব্যবহার করে সদা লোভ-লালসা কামনার চাহিদা পূরণে ভালোবাসার গায়ে লাগায় কলুষিত কাদা।
চাহিদা সিদ্ধির একমাত্র অস্ত্র ভালোবাসা ছলা-কলার বিচিত্র রূপে সাজানো শিখন্ডী। অমানবিক আচার-আচরণে ব্যস্ততার ভাঁজে কুপ্রবৃত্তির কারাগারে মানুষ আজ বন্দী।
তাইতো "খুব ভালোবাসি' বলে সহজেই অথচ মনে তার কালনাগিনীর বিষ। ভালবাসার আবেগ নিয়ে অমানুষিক খেলায় জাল পেতে ফন্দি আটে অহর্নিশ।
কিন্তু প্রকৃত ভালোবাসায় নেই ফন্দি ছলা নেই আত্মস্বার্থপরায়নী লোভ লালসা। ভালোবাসার স্বার্থই তার চিন্তা-চেতনা ভালোবাসা জনের খুশির আলোতেই দিশা।
ভালোবাসা কভু আত্ম উপভোগ নয় প্রিয়, পার্শ্বিকের আনন্দে উজ্জ্বল উপভোগ্য। ভালোবাসার গাঢ় নিবিড় বৃত্তি স্বার্থহীন টান সংঘাতে নিজেকে করে ভালবাসার যোগ্য।
ভালোবাসার জ্ঞানেই আসে মানবিক সুস্থতা ঘটে জ্ঞান, শুভদর্শিতার আবির্ভাব। দ্বন্দ্ব,অবিশ্বাস, বিতৃষ্ণা থেকে অজ্ঞানতা ভালোবাসায় দৃঢ়তা,আমোদ,কর্মপ্রবণভাব।
প্রকৃত ভালোবাসায় নেই প্রিয় জনে দোষ দুঃখ বিরক্তিতেও জন্মায় না খাঁকতি, বরং ভাব ,ভক্তি, ভালোবাসা বিপরীত দ্বন্দ্বে উচ্ছল, উদ্দাম আরো প্রিয় পানে গতি।
ভালোবাসা আসলে প্রিয়র মঙ্গলে উদগ্রীব স্বভাবসিদ্ধ তুষ্টি পুষ্টি খ্যাতি গান। মঙ্গলপরায়নই প্রকৃত ভালোবাসার মূল সুর বুকে সদাই আগুন জ্বালা আবেগ টান।
কল্যাণী আবেগ অনুভূতির দীপ নিভে গেছে আত্ম কামনা চরিতার্থে কামের শিখা জ্বলে। ঘরে ঘরে তাই অশান্তির লেলিহান পাবক খুন,জখম, ধর্ষণে অমানুষ দলে দলে।
এসো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই প্রকৃত ভালোবাসার দীপ জ্বালি মনে, স্বার্থ ত্যজি পরার্থে পরহিত সাধনে পূত ভালোবাসা জাগাই জ্বলন্ত জগজনে।
সমাপ্ত
জীবন আকাশে ভালোবাসা বর্ণময় রামধনু রসাসিক্ত হৃদয়গগনে উজ্জ্বল বিকাশ। আত্মস্বার্থ নীরস ভূমিতে ফোটৈ না ফুল মরুভূমির ধূ ধূ প্রান্তরে পায়না প্রকাশ।
ধূর্ত লোভাতুর মানুষ স্বার্থের কারণে পুণ্য ভালোবাসাকে অপব্যবহার করে সদা লোভ-লালসা কামনার চাহিদা পূরণে ভালোবাসার গায়ে লাগায় কলুষিত কাদা।
চাহিদা সিদ্ধির একমাত্র অস্ত্র ভালোবাসা ছলা-কলার বিচিত্র রূপে সাজানো শিখন্ডী। অমানবিক আচার-আচরণে ব্যস্ততার ভাঁজে কুপ্রবৃত্তির কারাগারে মানুষ আজ বন্দী।
তাইতো "খুব ভালোবাসি' বলে সহজেই অথচ মনে তার কালনাগিনীর বিষ। ভালবাসার আবেগ নিয়ে অমানুষিক খেলায় জাল পেতে ফন্দি আটে অহর্নিশ।
কিন্তু প্রকৃত ভালোবাসায় নেই ফন্দি ছলা নেই আত্মস্বার্থপরায়নী লোভ লালসা। ভালোবাসার স্বার্থই তার চিন্তা-চেতনা ভালোবাসা জনের খুশির আলোতেই দিশা।
ভালোবাসা কভু আত্ম উপভোগ নয় প্রিয়, পার্শ্বিকের আনন্দে উজ্জ্বল উপভোগ্য। ভালোবাসার গাঢ় নিবিড় বৃত্তি স্বার্থহীন টান সংঘাতে নিজেকে করে ভালবাসার যোগ্য।
ভালোবাসার জ্ঞানেই আসে মানবিক সুস্থতা ঘটে জ্ঞান, শুভদর্শিতার আবির্ভাব। দ্বন্দ্ব,অবিশ্বাস, বিতৃষ্ণা থেকে অজ্ঞানতা ভালোবাসায় দৃঢ়তা,আমোদ,কর্মপ্রবণভাব।
প্রকৃত ভালোবাসায় নেই প্রিয় জনে দোষ দুঃখ বিরক্তিতেও জন্মায় না খাঁকতি, বরং ভাব ,ভক্তি, ভালোবাসা বিপরীত দ্বন্দ্বে উচ্ছল, উদ্দাম আরো প্রিয় পানে গতি।
ভালোবাসা আসলে প্রিয়র মঙ্গলে উদগ্রীব স্বভাবসিদ্ধ তুষ্টি পুষ্টি খ্যাতি গান। মঙ্গলপরায়নই প্রকৃত ভালোবাসার মূল সুর বুকে সদাই আগুন জ্বালা আবেগ টান।
কল্যাণী আবেগ অনুভূতির দীপ নিভে গেছে আত্ম কামনা চরিতার্থে কামের শিখা জ্বলে। ঘরে ঘরে তাই অশান্তির লেলিহান পাবক খুন,জখম, ধর্ষণে অমানুষ দলে দলে।
এসো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই প্রকৃত ভালোবাসার দীপ জ্বালি মনে, স্বার্থ ত্যজি পরার্থে পরহিত সাধনে পূত ভালোবাসা জাগাই জ্বলন্ত জগজনে।
সমাপ্ত
No comments:
Post a Comment