Prem Bangla Romantic Poetry written by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

27 Oct 2018

Prem Bangla Romantic Poetry written by Khushi Sarkar

খুশী সরকার রচিত প্রেম বাংলা রোমান্টিক কবিতা।

prem kabita by khushi sarkar

Prem Bangla Kabita by Khushi Sarkar.

কবিতা প্রসঙ্গেঃ- প্রেম এক অতল অনুভব। প্রেম প্রেমিককে অবলম্বন করে তার বাহ্যিক প্রকাশ ঘটাতে চায়। মনের সুপ্তপ্রেম পুলক ও শিহরণের মধ্য দিয়ে পাপড়ি মেলে অনুরাগে, ব্যাকুলতা প্রকাশ করে অস্থিরতায় কিন্তু রুঢ় বাস্তবের চাপে প্রেম অনেক সময় বিরহের তাপে শুকিয়ে যায় কিন্তু মরে না। আবার বসন্তের আগমনে সে জেগে উঠে। তার শক্ত খোলস ছেড়ে রাধার মতোই তখন দুঃসাহসী অভিসারিকা।

In the context of poetry: Love is a deep feeling. Love lover wants to express his outward appearance. The petals of the mind through the delights of the heart and in the affection, the affection is expressed in anxiety, but in the strong real pressure the love often drips in the heat of exhaustion, but do not die. He awakened again in the spring, leaving his hard shell like Radha, a dusky conclusion. Prem Bangla Romantic Poetry is written by Khushi Sarkar.

প্রেম
খুশী সরকার

মনের দেয়াল জুড়ে কেবল ওই চোখ,
কালো অক্ষরগুলো হাসতে হাসতে,
ছুঁয়োছুঁয়ি খেলায় মত্ত ছিল তখন।
রংবেরঙের ব্যাকুল ফুলের রক্তিম মুখ,
লুকিয়ে পাঁপড়ি মেলতো রোদ্দুর মেখে।

বসন্ত এসে দাঁড়ালো তোমার গা ঘেঁষে,
সুঘ্রাণে বাতাস বলেছিল কানে কানে,
আমি তোমাকে --------
তারপর গ্রীষ্মের নিস্তব্ধ নির্জন দুপুরে,
পাঁচিল গড়েছে একা একা অনেক দিন।

বৃষ্টিবিন্দুর বুকে কেঁদেছে প্রেম নীরবে,
নীরস বীজ মাটির স্বপ্নে উদাসী আজ।
ত্রুটি-বিচ্যুতির শক্ত খোলস ছেড়ে,
গ্রীষ্মের তপ্ত বালুকায় পোড়া গন্ধ,
উড়ে গেছে বসন্তের বাতাসে।

প্রেমের প্রশান্তি মাখা মন ওই তো-----
কাঁদাজল পেরিয়ে অভিসারিকা রাধা।

Prem Bangla Romantic Poetry is written by Khushi Sarkar.

No comments:

Post a Comment