Anubhabe Antar Bengali Poem by Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

26 Oct 2018

Anubhabe Antar Bengali Poem by Khushi Sarkar

Anubhabe Antar Bengali Poem by Khushi Sarkar.

Anubhabe Antar Bengali Poem by Khushi Sarkar

অনুভবে অন্তর বাংলা কবিতাটি কবি খুশী সরকারের লেখা।

Summary: Small children are soft like green grass. Their mouth filled with the piousness of the dew is pure. Sadly, the poor children in this purity are despondent, but the poor families often get dirty in pain when they see the child of wealthy. Sometimes children are involved in conflict with friends or injured in violent ways but they all engage in forgotten friendships. They always have feelings in the heart of the poet, and this feeling is very attractive to the eyes of the poisonous and malicious world. The modern Bengali poem has written by Khushi sarkar.

সারমর্মঃ- ছোট ছোট শিশুর কোমল প্রাণ সবুজ ঘাসের মতো নরম। শিশিরের পুণ্য পবিত্রতায় ভরা তাদের মুখ। এই পবিত্রতা মাখা শিশুদের কাছে দুঃখ তুচ্ছ, তবু গরিব পরিবারের শিশুরা অনেক সময় ধনীর দুলালদের দেখে বেদনায় মলিন হয়। কখনো কখনো শিশুসুলভ স্বভাবে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে কিংবা হিংস্রতায় আহত হলেও আবার সব ভুলে বন্ধুত্ব নির্মাণে রত হয়। কবির অন্তরে এরা সর্বদা অনুভবে থাকে আর এই অনুভবেই কবির চোখে হিংসা-বিদ্বেষভরা পৃথিবীও সুন্দররূপে ধরা দেয়।

অনুভবে অন্তর
খুশী সরকার

প্রতিমুহূর্তে অন্তরের অনুভবে সবুজের দল।
দিবানিশি স্নেহের পরশে অনিমেষ পলকে
জড়িয়ে ধরে আছে আত্মজের নিবিড়তায়
রক্তের চেয়েও বড় আত্মিক হৃদয় সম্পর্কে।

বিন্দু বিন্দু বাসনার শিশির ভেজা চোখ
ছোট্ট ছোট্ট ভাবনায় সতেজ সবুজ শরীর।
ঝকঝকে হাস্যময় নীরবিন্দুর কুন্দ শুভ্রতায়
দুঃখ আঁধারে জ্বলা যেন জোনাকির ভিড়।

বসন্ত বসন্তে ঘন কিশলয়ের হাসির মেলা
কোকিলের কুহুতানে বাঁশির মিষ্ট সুরে কভু।
ভেসে চলে নবজাত ঘন কোমল মনে
মাঝে মাঝে অভাবী বেদনায় মলিন তবু।

সময়ের সাথে সদা সকলে মিলে মেশা
আনন্দে হেলে দুলে খুশির সময় যাপন।
তবু হিংসা বিবাদের চাঁই এসে হঠাৎ
আহত ভুলে বিষাক্ত বড্ড বেপরোয়া মন।

আন্তরিক হতাশ বক্ষে অভিমান জমে খুব
আহত অনুভব কভু আর্তনাদ করে প্রাণপণ।
ভাঙা সিঁড়ি নির্মাণে নব উদ্দমের উচ্ছাস
পাঁজর ভাঙ্গা বৃদ্ধ যেন দাঁড়ায় তখন।

মনের অতল গহীনে নবরূপে নিত্য সহবাস
আমার সবুজ রক্তে মিশে চিরসবুজ ওরা।
সেই সবুজের ভাবনায় আন্তর অনুভবে মন
মলিন মহীতেও মুগ্ধ নয়নে ভুবন মনোহরা।

****************

No comments:

Post a Comment