Bengali Poem Upalobdhir Aloy has written by poet Khushi Sarkar.
Introduction: Life is s vivid collection of memories! as we grown up we came across various difficulties, many situations. this is how we gain experiences and that becomes poem in our later life when it get touch of a perfect soul,,, this is the poetry.
মর্ম কথাঃ
জীবন হল অভিজ্ঞতার সংগ্রহশালা। জন্মের পর আমরা চলার পথে যে যে পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হই সেখান থেকে সংগ্রহ করি জীবনের নানা অভিজ্ঞতা আর তা-ই প্রানের ছোঁয়ায় আত্মিক উপলব্ধিতে হয়ে উঠে কবিতা।
উপলব্ধির আলোয়
খুশী সরকার
খুশী সরকার
অশিক্ষার অন্ধকারে ঢাকা এক অজ গাঁয়ে
সুকুমার নেত্রপল্লব প্রথম মেলেছি আমার।
দেখেছি অশালীন আন্তরিকতা ভরা আদরে
হাসির ফোয়ারা উঠেছে কতমুখে বারবার।
কিশোরী বয়সে নারীদের দলবাঁধা দলে
কামের গল্প শুনে হয়েছি অবাক।
সুকুমার নেত্রপল্লব প্রথম মেলেছি আমার।
দেখেছি অশালীন আন্তরিকতা ভরা আদরে
হাসির ফোয়ারা উঠেছে কতমুখে বারবার।
কিশোরী বয়সে নারীদের দলবাঁধা দলে
কামের গল্প শুনে হয়েছি অবাক।
না বোঝা কথা কৌতূহলী প্রাণে তবুও
তীব্র বাসনা জাগিয়ে অনেকটা সবাক্।
আঁধারে ডুবে থাকা গাঁয়ের বাঁশবনে
ঝিঝি পোকার বক্ষ জ্বালানো গভীর আশ্বাস।
আমি তখন জ্বলতে চেয়েছি বারবার
কেরোসিনের বাতির মতো ভয়ে রুদ্ধশ্বাস।
তীব্র বাসনা জাগিয়ে অনেকটা সবাক্।
আঁধারে ডুবে থাকা গাঁয়ের বাঁশবনে
ঝিঝি পোকার বক্ষ জ্বালানো গভীর আশ্বাস।
আমি তখন জ্বলতে চেয়েছি বারবার
কেরোসিনের বাতির মতো ভয়ে রুদ্ধশ্বাস।
পরচর্চার পঙ্কিল পরিবেশে শ্রান্ত মনে
শিক্ষার শৃঙ্খলে বাঁধতে চেয়েছি জীবন।
তবুও কটু কথার ঝড়ে ভেঙে পরেছি যখন
বিশ্বাসের শিখায় দেখেছি তোমায় তখন।
চরাই- উৎরায় পথের কাঁটা মাড়িয়ে শেষে
উপলব্ধির মুক্ত আলোয় দেখেছি তোমায়
ঘুমন্ত শিশুর মত সুপ্ত স্বপ্ন দেখে
কবিতার কায়ায় হাসছো প্রানের উদ্দীপনায়।
শিক্ষার শৃঙ্খলে বাঁধতে চেয়েছি জীবন।
তবুও কটু কথার ঝড়ে ভেঙে পরেছি যখন
বিশ্বাসের শিখায় দেখেছি তোমায় তখন।
চরাই- উৎরায় পথের কাঁটা মাড়িয়ে শেষে
উপলব্ধির মুক্ত আলোয় দেখেছি তোমায়
ঘুমন্ত শিশুর মত সুপ্ত স্বপ্ন দেখে
কবিতার কায়ায় হাসছো প্রানের উদ্দীপনায়।
শেষ
রচনাকালঃ ৩রা মার্চ, ২০১৭।
No comments:
Post a Comment