People will have to leave the world one day, but they will break up and repeat themselves again. Knowing the danger is the new way. Melanie bondage of love is continuously, But no matter how much life is dear to him, one day he will have to leave.
কবিতা প্রসঙ্গেঃ একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে সবাইকে তবুও মানুষ নিজেকে বারবার ভেঙে গড়ে নতুন করে বিপদ জেনেও পার্টি দেয় নতুন পথে মিলনের মালা গাঁথে, কিন্তু জীবন যতই প্রিয় হোক না কেন তাকে ছেড়ে যেতেই হবে একদিন।
জানি তবু
খুশী সরকার
জানি তবু নিজেকে গড়ি বারবার
নতুন করে সাজিয়ে নিয়মিত।
কল্পনার ইচ্ছেটাকে উড়িয়ে দিই
ছেড়ে দিয়ে লাটাইয়ের সুতো।
জানি তবু একরাশ মুগ্ধতায়
স্বপ্ন চোখে রঙিন নেশা।
সাজানো চকচকে ফুলের বাগানে
মিলনের মালা গাঁথি অমানিশা।
অচেনা, অজানা পথ বন্ধুর
জানি তবু যাই এগিয়ে।
বিপন্ন আমিতে হতাশা বাড়ে
তবু অনির্দেশ্য সংকেতে পড়ি বেরিয়ে।
জানি, এ জীবনে পূর্ণ হয় না সব
অপূর্ণ ইচ্ছেরা অভিমানী বড়।
মান ভাঙানো সদর্থক অভিলাষ
হাত ধরে টানে আরো।
মিথ্যে প্রহেলিকার পিছু ধাওয়া
মিথ্যে জীবনের মোহ মায়া।
শুধু জীবন অনুরাগে হাল বাওয়া
সত্যি কেবল চলে যাওয়া।
রচনাকাল- ১৯-১০-২০১৮
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.