Kabir Swapna onugalpa written by khushi Sarkar.
কবির স্বপ্ন অনুগল্পটি লিখেছেন লেখিকা খুশী সরকার।
অনুগল্পের নাম - কবির স্বপ্ন,
কবি - খুশী সরকার।
কবির স্বপ্ন - একটি বাস্তবধর্মী অনুগল্প
ঘুম থেকে উঠেই সুমি দেখে স্বপন কাগজপত্র চারদিকে ছড়িয়ে লিখতে বসে গেছে।
চা হাতে নিয়ে ঘরে ঢুকেই জিজ্ঞেস করে সুমি,"কি গো উঠেই লিখতে বসে গেছো? চা খেয়ে বাজারে যাও "বলেই বেরিয়ে আসে সুমি।
"হ্যাঁ,যাচ্ছি" লিখতে লিখতেই মুখ নিচু করে উত্তর দেয় স্বপন।
ঘন্টাখানেক পর সুমি মেয়ে উমাকে ডেকে বলে, "দেখ তো তোর বাবার চা খাওয়া হলো কি না?"
"বাবা তুমি চা খাও নি?"উমার চক্ষু চড়কগাছ। এখনও তাই একারনে দেখেই আমার চক্ষু চড়কগাছ। দীর্ঘশ্বাস ফেলে বলে, "তোমার চা তো ঠাণ্ডা হয়ে গেল বাবা। বাজার যাবে না?"
স্বপন উমার দিকে মুখ তুলে বলে, "এই দেখ,দেখ,গত সপ্তাহের কবিতাটা বাংলাদেশ থেকে ছেপে বেরিয়েছে। ওদের সামনে মাসে একটা বড়ো অনুষ্ঠান আছে, আমাকে ডেকেছে, সাম্মানিকও দেবে বলেছে।"
ও-ও তাই! আনন্দের আভা ছড়িয়ে পড়ে উমার মুখে।
কিন্তু---
"কি,বাজার যাওয়ার কথা তো" উমার মুখের কথা কেড়ে বলে স্বপন। আজকে আমার অনেক লেখা আছে মা, আজ আর যেতে পারবো না,যা আছে তা-ই দিয়ে রান্না করতে বল্ তোর মা'কে "মুখ কাচুমাচু করে বলে স্বপন। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সুমি এসে জিজ্ঞেস করে,"কি গো বাজার গেলে না,অফিসও যাবে না নাকি? একে তো ক্যাজুয়ালের চাকরি,তার উপরে যদি এভাবে রোজ রোজ কামায় করো,তাহলে তোমাকে কেউ রাখবে বলো! আর যদি চাকরিটা না থাকে তাহলে সংসার চলবে কি করে?"
"চলবে,চলবে।" সামনে মাসে আমার কবিতার বইটা বের হচ্ছে,দেখবে কত টাকা আসে। "প্রচুর লোকে বলে রেখেছে, আমি বুঝতে পারছি বইটা বাজারে চলবে ভালো। তাছাড়া একটা বড় আন্তর্জাতিক মানের কবিতার আসরে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। ওখানেও কিছু সাম্মানিক পাবো।"
"সাম্মানিক কবে দেবে,বই কত চলবে,তার জন্য কি পেটও বসে থাকবে নাকি? আজকের খাওয়াটা কথ্থেকে আসবে বলো তো?" রুক্ষমূর্তিতে এক নিশ্বাসে কথাগুলো বলে যায় সুমি।
"লক্ষ্মীটি এই কটা দিন শুধু চালিয়ে নাও, তারপর সংসারে আর কোনো অভাব হবে না। "তুমি মিলিয়ে নিও আমার কথা।" মুখের হাসি নিয়ে বলে - স্বপন।
"ঠিক আছে" বলেই গজগজ করতে করতে সুমি রান্নাঘরে চলে যায়। রাত প্রায় আড়াইটা হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম জড়ানো চোখে বিছানায় দেখে স্বপন নেই। অমনি উঠে আসে স্বপনের লেখার ঘরে এসে দেখে,বই-খাতা এলোমেলো সব ছড়িয়ে ছিটিয়ে উদাস হয়ে জানলার দিকে তাকিয়ে আছে স্বপন।
"কি গো ঘুমাবে না" সুমির ডাকে বর্তমানে ফিরে এসেই উচ্ছ্বসিত হয়ে বলে স্বপন, "জানো গিন্নি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, চারিদিক কবি স্বপন মাইতির নাম। সবার হাতে হাতে 'সভ্যতার বর্বরতা' প্রচুর বিক্রি, হা হয়ে গেছে প্রকাশক। স্বপ্নে মশগুল কবির স্বপ্নকে না ভেঙ্গে কামনা করে, "ঈশ্বর যেন তোমার স্বপ্ন পূরণ করেন" ভাবতে ভাবতে বাড়ির ভেতরে চলে যায়। সামনে মাসের পনেরো তারিখে বাংলাদেশে আন্তর্জাতিক সাহিত্যের অনুষ্ঠানে কবিতা পাঠে উচ্ছ্বসিত স্বপন চলে যায়।
সেই রাতে হঠাৎ উমার প্রচণ্ড জ্বরে সুমিতাকে হাসপাতালে ভর্তি করে। টেস্টে ধরা পড়ে কোভিড আক্রান্ত সে। কিন্তু অনুষ্ঠানে থাকায় সুমির ফোন সে সময় ধরতে পারে না স্বপন। পরে মিসকল দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দরজায় তালা দেখে চমকে ওঠে স্বপন। প্রতিবেশীর কাছে শুনে হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। তখন সন্ধ্যার আঁধার চারদিকে ছড়িয়ে পড়েছে।
The name of the parable - (Kabir Swapna) 'The poet's dream' has written by Author Khushi Sarkar.
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.