The Evolution of female Characters in Rabindranath Tagore's Story - Written by Khushi Sarkar
Evolution of Female Characters in Rabindranath Tagore's Story
Name of Story - The Evolution of Female Characters in Rabindranath Tagore's Story
Author - Khushi Sarkar.
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে নারী চরিত্রের ক্রমবিকাশ - লিখছেন খুশী সরকার
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে নারী চরিত্র - লিখছেন খুশী সরকার
Story Description:
World poet Rabindranath Tagore possesses the power of sovereign poetry. He has brought together countless female characters in her short stories. His stories range from the most ordinary to the most extraordinary female personalities. From the life of an unknown unknown woman in rural life, the stories of civil society women have enriched the stories with the gathering of different female characters of different classes of character, virgin, widow, husband deprived, husband lucky, girl, old woman, highly educated, middle class Bengali and non-Bengali. Among these female characters are the women of the ritualistic Hindu house, there are the prostitutes, the actresses, the terrible serpents, the forgiving women, the women initiated in sacrifice, the women of humiliation, the women of pride.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সার্বভৌম কবিত্ব শক্তির অধিকারী। তিনি তাঁর ছোটগল্পে অসংখ্য নারী চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন। অতি সাধারণ থেকে অসামান্য নারী ব্যক্তিত্ব ফুটে উঠেছে তাঁর গল্পগুলিতে। গ্রাম্য জীবনের অখ্যাত অজ্ঞাত নারীর জীবন থেকে নাগরিক সমাজের নারী কুমারী, বিধবা, স্বামী বঞ্চিতা, স্বামী সৌভাগ্যবতী, বালিকা, বৃদ্ধা, উচ্চশিক্ষিতা, মধ্যবিত্ত বাঙালি ও অবাঙালি নানা শ্রেণীর স্বভাব-চরিত্রের বিভিন্ন নারী চরিত্রের সমাবেশে গল্পগুলিকে সমৃদ্ধ করেছেন। এই নারী চরিত্র গুলির মধ্যে আছে আচারপরায়ন হিন্দু ঘরের নারী, আছে পতিতা, অভিনেত্রী, ভয়ঙ্করী সর্পিনী, ক্ষমাপরায়না নারী, ত্যাগব্রতে দীক্ষিতা নারী, অপমানিতা নারী, দর্পিতা রমণী।
Authors other notable works given below.
- Pujor Jama (short Story)
- Nijer Bari
- Shesh Sambal
তাঁর বিখ্যাত সমাজসচেতনমূলক ছোটগল্প দেনাপাওনা, পুত্রযজ্ঞ, মধ্যবর্তিনী, মানভঞ্জন, বিচারক প্রভৃতি গল্পে নারীর অবমাননা আছে। এমনি প্রতি- হিংসা গল্পে আছে স্বামীর মর্যাদা রক্ষায় অহংকৃতা পত্নী ইন্দ্রানী, শাস্তি ছোটগল্পের অভিমানক্ষুব্ধ চন্দরা, অনধিকার প্রবেশ গল্পে শুচিবায়ুগ্রস্তা নিষ্ঠাবতী জয় কালী এবং চারুলতা গল্পে স্বামীর ঔদাসীন্যে সহৃদয়া চারুলতা প্রভৃতি নানা নারী চরিত্র তিনি অঙ্কন করেছেন। বিশ্বকবি এই সমস্ত নারী চরিত্রের মধ্য দিয়ে নারী সৌন্দর্যের করুন অপচয় দেখিয়েছেন।
কিন্তু নাগরিক সমাজের নারী চরিত্র অঙ্কনে তিনি অত্যন্ত সচেতন। নারীর মূল্য সম্পর্কেও তিনি সজাগ। তাই 'সবুজপত্রের' ছোটগল্পগুলিতে দেখা যায় নারীর সংস্কার মুক্তি। সমকালীন পলাতকা ও মহুয়া কাব্যেও তিনি নারী মুক্তির বাণী ধ্বনিত করেছেন। তিনি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডের গল্পগুলিতে নারীকে প্রেমের বীর্যে অশঙ্কিনী রূপে অঙ্কন করেছেন। হৈমন্তী স্ত্রীর পত্র এবং পয়লা নম্বর গল্পে নারীকে স্বাধীন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন এবং জীবনের শেষ পর্যায়ে তিনসঙ্গী গল্পের ল্যাবরটরি গল্পের সোহিনী চরিত্র সমাজ সংস্কারের সমস্ত আত্মবাক্য পেরিয়ে শুধু নারীত্বের নির্যাস দিয়ে তৈরি করেছেন। নিরুপমা থেকে সোহিনী থেকে পূর্ণবিকশিত নারীত্বের এই বিবর্তন আমাদের বিস্মিত করে।
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.