আধুনিক কবিতা শীতল স্নেহ লিখেছেন কবি খুশি সরকার - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

31 Jan 2020

আধুনিক কবিতা শীতল স্নেহ লিখেছেন কবি খুশি সরকার

Shital Sneha Modern Bengali Poem has written by Khushi sarkar.

আধুনিক কবিতা শীতল স্নেহ লিখেছেন কবি খুশি সরকার।

Shital Sneha Modern Bengali Poem by Khushi sarkar

কবিতার মূলভাব:

মাতৃভূমি মায়ের সমান। অতল অপার মাতৃস্নেহ। মাতৃভূমির টান হৃদয়ের গভীরে। কর্মের তাগিদে ছিন্ন টান গভীর রেখাপাত করে প্রবাসী হৃদয়ে।
তাই অনেক বাধা বিপত্তি অতিক্রম করে মন চায় ফিরে আসতে সেই মাতৃক্রোড়ে, তাঁর শীতল পরশ পেতে কেননা প্রবাসে কর্মমুখরতার ভিড়ে যান্ত্রিক জীবনের ক্লান্তি, শ্রান্তি মুছে দিতে পারে একমাত্র মাতৃস্নেহের পরশ। সেই স্নিগ্ধ পরশে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে মানুষ, নতুন করে বেঁচে ওঠে

The motherland is equal to the mother. Absolute infinite motherly love. The tension of the motherland is deep in the heart. In the urge of action, the severed tension penetrates deep into the heart of the expatriate. So, after overcoming many obstacles, the mind wants to return to that mother's womb, to get her cool kiss, because in the crowd of hard work in exile, the fatigue of mechanical life can only erase the tiredness of mother's love. People dream of living anew in that soft day, and live anew.

কবিতা -শীতল স্নেহ

কবি খুশি সরকার।

কেমন আছো মা?
আজ বড়ো মনে পড়ে,
বিষাদের পাহাড় ডিঙিয়ে এসেছি
তোমার ঘরে।

হতাশার নানান স্তূপ ঠেলে
কুয়াশায় ঘেরা পথে
বিদেশ বিভুঁইয়ে যন্ত্রণার ভিড়ে ক্লান্ত,
শ্রান্ত পদে।

মাঝে মাঝে শান্তির খোঁজে যখন
অশান্তির ঝড়
হোঁচট খেয়ে পড়ি আঁধার গলিতে
মুখ থুবড়ে,

ঘন ঘন বজ্রের ঝলকানো বিদ্যুতে
আকাশের অট্টহাসি,
দুঃখের ঝড়ে উড়ে যায় যখন
মনের চাল,

তখন শুধু তোমার শীতল পরশ
ছুঁয়ে যায়।
চৈত্রের চৌচির মাঠ ভরে ওঠে আবার
সবুজে,

রবির কিরণে নীলাকাশ হেসে ওঠে
সোনালী রোদ্দুরে।
এখানে হাজারো মানুষের ভিড়,ব্যস্ত মুখর
পথঘাট,

তবুও শূণ্যতা ঘিরে আছে চারপাশ
একাকী সব,
প্রতিযোগিতার লড়াইয়ে সবাই প্রতিযোগী
যান্ত্রিক জীবন,

জটিল ষড়যন্ত্রের জালে জড়িয়ে কেবল
জাঁকজমকের ঠাট।
মানুষে মানুষে নেই আন্তরিক বন্ধন
যন্ত্রী যেমন,

শুষ্ক রুক্ষ মরুভূমির তপ্ত বালি ওড়ে
ঘূর্ণিঝড়ে,
স্নিগ্ধ শ্যামল আবেগ মাথা কুটে মরে
নীরস পাথরে।

শুধু অমলিন শিশির স্নেহে তোমার
নিত্য অবগাহন
নতুন করে বাঁচার স্বপ্নে বেঁচে উঠি
প্রত্যহ।

তাং--২৫-০১-২০২০

Shital Sneha Modern Bengali Poem has written by Khushi sarkar.

No comments:

Post a Comment