শক্ত হাতে ধরো লাগাম কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

2 Jan 2020

শক্ত হাতে ধরো লাগাম কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার


শক্ত হাতে ধরো লাগাম কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।

কবিতার মূলভাব: বর্তমান বিপর্যস্ত পরিস্থিতিতে সবার আগে প্রয়োজন মনুষ্যত্বের জাগরণ। আমরা জীবনযাপনে অত্যন্ত সৌখিন সুখভোগে তৃপ্তির ঢেঁকুর তুলছি অথচ নিত্য নৈমিত্তিক ঘটে চলেছে নানা অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে ধর্ষণের মতো চরম ঘৃণ্য ঘটনা। কিছুদিন চলে মৌনমিছিল কিম্বা মোমবাতি জ্বালিয়ে শোক পালন। ব্যস্ ঐটুকুই। তারপর?----সেই তিমিরেই-----
আসলে এইসব ঘটনার কারণ খুঁজে বের করতে অনীহা পোষণ করি।আমার মতে হাত দেওয়া দরকার গোড়ায়। কারণ একজন সন্তানকে মনুষ্যত্ববোধ সম্পন্ন করতে পারে একমাত্র মা,যিনি শক্ত হাতে লাগাম ধরে স্নেহে ও শাসনে শিশুর সুপ্ত মনুষ্যত্বের চারাগুলি চারিয়ে দিতে পারেন। তাই এক্ষেত্রে মায়ের ভূমিকা প্রসঙ্গেই আমার এই কবিতা।
কবিতা- শক্ত হাতে ধরো লাগাম
কলমে--খুশী সরকার
তাং--১৪-১২-২০১৯

হঠাৎ পাশের বাড়িতে জনারণ্যের কোলাহল,
কাতারে কাতারে মানুষের ভিড়।
কৌতূুহলী চোখে, সন্ত্রস্ত পায়ে তুমি,
আশঙ্কার পাহাড় ডিঙিয়ে কোনোমতে,
ভিড়ের ফাঁকে দেখলে নিথর অর্ধনগ্ন দেহ।
রক্তাক্ত পা'দুখানি,জমাট শোণিত নাকে,
করুনার্তি লেগে আছে আধ বোজা চোখে।
রক্তের স্রোত ব‌ইবে না শিরায় তোমার ?
নাকি ভেজা চোখে ফিরে আসবে নীরবে ?

না গো মা,আর ভীরু নীরবতা নয়,
রক্ত ফোটাও এবার প্রতিবাদের তেলে
শোধানলের তীব্র মশাল জ্বালো চোখে,
ঐ অস্তগামী সূর্য, হেলেছে দিগন্ত পাড়ে,
বরং প্রত্যুষে তাকে টেনে নাও আরো কাছে।
নবীন আলো মেখে নাও মনের সুপ্ত কোষে,
স্নেহের শাসনে গড়ে পেটে তোলো তাকে।
রোদে, জলে মজবুতি দাও দেহে,মনে।

শিশুর সহজাত সংস্কারের সুপ্ত চারাগুলি
পুঁতো মানবিক জমিতে, শাসনের বেড়ায়,
শেখাও বস্তাপঁচা শিক্ষায় ডিগ্রির চােয়ে,
দামি ব্যবহারিক জীবনে বাস্তবানুগ শিক্ষা।
পুত্র কিংবা পুত্রী-- যাই হোক না কেন,
স্ব স্ব বৈশিষ্ট্যের ধারক-বাহক, পালক‌ও সে,

মাজ-নৈতিক জ্ঞানের ভান্ডারের অবাধে
অনুলিপ্ত চরিত্রকে দাঁড় করা‌ও শক্ত ভিতে।
ধারাবাহিক প্রক্রিয়া, সময়সাপেক্ষ, বলো ?
বাঘিনীও তো সাঁতার শেখায় নামিয়ে জলে।
গভীর প্রত্যয়ে অসম্ভবের নেই কোনো ঠাঁই,
তাই আজই, এখনই শুরু হোক প্রস্তুতি।
ঈশ্বর চন্দ্র,নেতাজি, বিবেকানন্দ,রবীন্দ্রনাথ,
--তুমি মা হতে চাও না এঁদের? বলো না গো?
মাতৃত্বের গর্বে তুমিও হবে আত্মহারা একদিন।

তুমি তো অমিতশক্তিধারিনী মা, সর্বংসহা,
অসুর দলনী কভু, কভু বরাভয় দাত্রী তুমি,
দেরি কেন? রণসাজে সজ্জিত হও জননী।
মনুষ্যত্ববোধ জাগরণে, শাসনের ঝুঁটি ধরো,
কারিগরী কৌশলে তৈরি করো প্রকৃত মানুষ,
ধন্য হবে দেশ, জাতি, ধন্য হবে তোমার গর্ভ।

      *****************************


No comments:

Post a Comment