Dusamay (Bad time) Bengali Poem by poet Khushi sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

14 Nov 2018

Dusamay (Bad time) Bengali Poem by poet Khushi sarkar

Dusamay (Bad time) Bengali Poem has written by poet Khushi sarkar.

দুঃসময় (Bad time) বাংলা কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।

Dusamay bengali poem by Khushi sarkar

দুঃসময় (Bad time) বাংলা কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।

In reference to poetry:
Time and tragedy like happiness and sorrow are similarly round like a wheel. During happiness, people enjoy life, pain and suffering are pain. Every man wants to get rid of the pain of sorrow, but in times of distress his people want to keep people captive. As a result, the heart is bloody, wounded - scattered. The sharp greed and greed of all around, poisonous violence and cruelty of violence. As a result, it is a good time to deal with the tragedy, but in the rotation of the wheel, one day the time will pass away by defeating the time of its own at its own pace.

সুখ-দুঃখের মতো সময়-দুঃসময়‌ও একইভাবে চাকার মতো ঘুরছে। সুখের সময়ে মানুষের জীবনে থাকে আনন্দ, দুঃখে থাকে বেদনার যন্ত্রনা। দুঃখের যন্ত্রনা থেকে মুক্তি পেতে চায় প্রত্যেকটি মানুষ কিন্তু দুঃসময় তার নিজস্ব আবর্তে মানুষকে বন্দী রাখতে চায়। ফলে অন্তর হয় রক্তাক্ত, ক্ষত- বিক্ষত। চারদিকে লোভ-লালসার তীক্ষ্ণ দৃষ্টি, পৈশাচিক নির্যাতন ও হিংস্রতার বিষ উদ্গীরণ। ফলে, দুঃসময়ের কাছে সুসময় হয় বিপর্যস্ত তবুও চাকার আবর্তনে, একদিন দুঃসময়কে পরাভূত করে সময় এগিয়ে যাবে চিরকাল নিজস্ব গতিতে।

দুঃসময়
খুশী সরকার

সময়ের চক্রে তোমার অবস্থান
অনাহুত আগন্তুকের মতো।
নিত্য যাওয়া আসা মনে
অজান্তের অতিথি স্বাগত।

তোমার চাতুর্য ঘোর অন্ধকারে
এক বিশাল মহীরুহ।
ছায়া সুনিবিড় শাখা-প্রশাখায়
বোঝা তোমায় দুরূহ।

উন্মুক্ত উদার নীল আকাশে
কালো মেঘের ঘনঘটা।
দুঃখ, দুর্বার, দুর্গম, গিরি
কালো আঁচলের ঘোমটা।

গুরু গুরু গগনের গর্জন
চকিত চঞ্চল দামিনী।
মর্ মর্ ধ্বস্ত মনের পাড়
ঝড় বাদলের তটিনী।

তোমার লালসা জিঘাংসায় ব্যাপ্ত
ম্রিয়মান তপনের তেজ।
সময় সান্ধ্যের মূল হোতা
ভাগাড়ের পৈশাচিক আমেজ।

অনৈতিক তুফানে ওড়ায় বালু
ছড়ানো লোভের পাহাড়।
হিংস্রতার থাবায় রক্তাক্ত মন
অখাদ্য-কুখাদ্য আহার।

তোমার হাতে বন্দি সময়
অবিশ্বাসের বারুদ র্বিস্ফোরণ।
সত্যের সাদা আঁধারে বসে
ধৃতরাষ্ট্রের শোভিত সিংহাসন।

দয়া, মায়া, করুণা, ক্ষমা
তোমার খড়্গাঘাতে মুন্ডুপাত।
তোমার কারণে সময়ের মাথায়
ঘন ঘন বজ্রপাত।

তবু তোমার ছোঁয়ায় পূর্ণ জীবন
দুঃখ রসের সুধায় উত্তরণ।
রাতের আকাশে তারার মতোই
অভিজ্ঞতার পাথেয় আহরণ।

তোমার বক্ষে অসীম সাহস
কুটিল চক্রান্তের জাল।
ছিন্ন করে জীবনের গতি
এগিয়ে যাবে চিরকাল।

*****সমাপ্ত******

No comments:

Post a Comment