Bengali Poem Manobik Baishistye Shiksha Written by Poet Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

18 Nov 2018

Bengali Poem Manobik Baishistye Shiksha Written by Poet Khushi Sarkar

The Bengali PoemManobik Baishistye Shiksha’ (মানবিক বৈশিষ্ট্যে শিক্ষা) has written by Poet Khushi Sarkar.

Bengali Poem Manobik Baishistye Shiksha written by Poet Khushi Sarkar

মানবিক বৈশিষ্ট্যে শিক্ষা বাংলা কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।

About the poem:

Education needs to be based on human characteristics, because real education is possible only on this trait. The teaching of religion, ideals, best or family peace, how they can be protected, etc., if the practical education is achieved, the manual education will become more prosperous and this rich education develops on the future life of the child. Apart from being able to characterize the characteristics of this genuine education, it is possible to establish prosperity and prosperity in the family, and in this way, every family will become the beauty of peace and happiness.Bengali Poem Manobik Baishistye Shiksha Written by Poet Khushi Sarkar

কবিতা প্রসঙ্গে:

শিক্ষায় মানবিক বৈশিষ্ট্যকে ভিত্তি করা প্রয়োজন কারণ এই বৈশিষ্ট্যের উপরই প্রকৃত শিক্ষা সম্ভব। ধর্ম, আদর্শ, শ্রেষ্ঠ কিংবা পারিবারিক শান্তি কাকে বলে, কিভাবে সেগুলো রক্ষা করা যায় ইত্যাদি ব্যবহারিক শিক্ষা অর্জিত হলে পুঁথিগত শিক্ষা আরো সমৃদ্ধ হবে এবং এই সমৃদ্ধ শিক্ষার উপর গড়ে ওঠে শিশুর ভবিষ্যৎ জীবন। এছাড়াও এই প্রকৃত শিক্ষার বৈশিষ্ট্যকে অভিনিবেশ সহকারে চরিত্রগত করতে পারলেই পরিবারে শ্রী ও মঙ্গল স্থাপন করা সম্ভব এবং এভাবেই প্রত্যেকটি পরিবার সৌন্দর্যময় সুখ-শান্তির নিকেতন হয়ে উঠবে।

মানবিক বৈশিষ্ট্যে শিক্ষা
খুশী সরকার

শিক্ষা আজ কোন্ পথে ধায়?
অবাক বিস্ময় দেখি বার বার।
বস্তাপচা শিক্ষায় ডিগ্রী কেনার ঝোঁক
বৈশিষ্ট্যহীন ভিত্তিতে উপলক্ষ উপাচার।

চটি চটি বই গাল-গল্পে ভরা
নেই ধর্ম ধারণার কথা।
আদর্শ কি বা কেন অজানা
অথচ হাজারো প্রশ্নের মাথা।

শ্রেষ্ঠ বলতে কাকে বোঝায়?
কেমন করে চিনবো তাকে।
নেই লেখা কোথাও বর্তমানে
জানার আগ্রহ সুপ্ত‌ই থাকে।

যতসব বর্ণনার বাহারে ভরা
বই হাতে ছবির আকর্ষণে।
নীতি-নৈতিকতা, অভ্যস্ত সংস্কার
নেই লেখা কোথাও বর্তমানে।

সতী নারীর ব্যাখ্যার় সংকীর্ণতায়
অতীতের সাবিত্রী, বেহুলার স্মরণ।
সতীত্ব রক্ষার উপায় অনুমান
সতীত্ব মানুষকে করে কেমন?

পারিবারিক শান্তি রক্ষার পথ
কিংবা উন্নতির সোপান কি?
সুসন্তান পাওয়ার ব্যগ্রতা মনে
কিন্তু লাভের পথে ফাঁকি।

কোন্ শিক্ষায় শিশুর ভবিষ্যৎ?
তাতেও আমাদের বিভিন্ন মত।
শৈশবের শিক্ষার মজবুতি বুনিয়াদে
শিশু হয় মানবিক,সৎ।

রোজগারের দিকে চিলনজর সবার
সঞ্চয়ের নিয়ম জানা নেই।
অন্যের দেখে লোভাতুর মোরা
কষ্ট দূরে অনীহা অনেকেই।

চাকরির নেশায় বিদ্যার্জনে ঝোঁক
অধীত বিদ্যা চরিত্রগত নয়।
শিক্ষার যোগ্যতা হয়তো অনেক
কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে শূন্যময়।

মানবিক বৈশিষ্ট্যকে বজায় রেখে
প্রকৃত শিক্ষার ভিত্তি স্থাপন।
এমন শিক্ষাতেই নিজের, সমাজের
শ্রী ও মঙ্গলের সুন্দর মিলন।

*********সমাপ্ত*********

No comments:

Post a Comment