Khati Manush Bengali Poem Written by Poet Khushi Sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

23 Oct 2018

Khati Manush Bengali Poem Written by Poet Khushi Sarkar

খাঁটি মানুষ বাংলা কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।

Rabindranath with vidyasagar in Bengali poem of Khati Manush-Naba Mukul blog

Regarding poetry: - Lakhs of people live in the country, but a great lack of real people. Only human beings who possess humanity are numbered, most people and enticed by greed and lust. So bloody Holi game is going on just killing and wounding rape and murder. The authentic people are moderate in nature, patience or endurance, lacking in their individuality. On the day when people can suppress selfishness of sexual desire and lust etc. People will become pure people on that day, and these authentic people today have special needs. The Poet Khushi Sarkar has written Bengali poem 'Khati Manush'.

কবিতার প্রসঙ্গে:- দেশে লক্ষ লক্ষ মানুষের বাস, কিন্তু প্রকৃত মানুষের বড় অভাব।  মনুষ্যত্বের অধিকারী খাঁটি মানুষ মাত্র হাতে গোনা কয়েকজন, বেশিরভাগ মানুষই ও লোভ-লালসায় মোহাচ্ছন্ন। তাই চারদিকে কেবল খুন-জখম ধর্ষণ ও হত্যায় রক্তের হোলি খেলা চলছে। খাঁটি মানুষ বৈশিষ্ট্য সংযম, ধৈর্য্য বা সহিষ্ণুতা, তার একান্ত অভাব। যেদিন মানুষ কাম, লালসা ইত্যাদি প্রবৃত্তিকে আত্মসংযমে দমন করতে পারবে। সেদিন মানুষ খাঁটি মানুষে পরিণত হবে, আর এই খাঁটি মানুষের আজ একান্ত প্রয়োজন। খাঁটি মানুষ বাংলা কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।

খাঁটি মানুষ
খুশী সরকার

লক্ষ লক্ষ মানুষের বাস এই দেশে
প্রকৃত মানুষ আছে কয়টা?
শিক্ষা-সংস্কৃতি, সভ্যতার উন্নতি এত
তবুও মনুষ্যত্বের মাথায় বড় ঘোমটা।

আনন্দ উৎসবে উত্তাল তরঙ্গের ঢেউ।
ভেসে যাচ্ছে মানবিকতার পচা লাশ।
লোভ-লালসা, দুর্নীতি, ধর্ষণ, খুন,
চারদিকে বইছে আজ দুর্গন্ধ বাতাস।

শ্বাসরোধের উপক্রম বিষাক্ত পরিবেশে,
অট্টহাসিতে লুটিয়ে পড়েও হাসছে দূষণ।
বন্যেরা গোপনে বাসা বেঁধেছে মনের ঘরে,
মনুষ্যত্বের হত্যাই তাদের মনের ভূষণ।

পরিবারে নেই মান্যতা গুরুজনের প্রতি,
ছলে-বলে করে স্বার্থসিদ্ধির ফন্দি,
শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতির গোপন আশ্রয়
মানুষ তৈরীর কারিগর স্টাফরুমে বন্দী।

ঘরে ঘরে কোন্দল রাজনীতির ক্ষমতায়,
রক্তের সম্পর্ক মিথ্যে, সত্য দল,
একসাথে থেকেও তাই ভিন্ন প্রত্যেকে
প্রতি মুহূর্তে কেবল স্বার্থের গোল।

লাভ, লোভ, অর্থ, যশের পিছনে ছুটছে
বিবেকের বুকটা ঢেকে সাদা কাপড়ে,
মায়া, মমতা, ভালোবাসার গলা টিপছে,
শিকারী শিকার খুঁজছে চিলনজরে।

নিজের মতো সবাই অভিনয় করছে,
চটুল চাটুকারিতায় লক্ষ্য উদ্দেশ্য পূরণ।
কেউ নেই হেথা, নেই মাথাব্যথা
নেই কারো এক মুখ ও মন।

নিজেকে নিজে কেউ করে না জিজ্ঞাসা
অন্যের দোষ ধরতে ব্যস্ত মন।
বরং অন্যের নয়, নিজের আচরণের বিচার
খুঁজে আত্মসংশোধন একান্ত প্রয়োজন।

সিংহভাগ মানুষই মুখে এক মনে আর
দ্বৈত সত্ত্বায় এক কদাকার প্রাণী।
স্বার্থ ছেড়ে চলে না এক পাও
বিচিত্র চরিত্রে সজ্জিত প্লাস্টিকের ফুলদানি।

মনুষ্যত্ব, বিবেক, ন্যায়, সততায় প্রকৃত মানুষ
সে মানুষ রে ভাই আজ কোথায়!
এক‌ই আছে সেই নদী, গিরি, আকাশ
আগের সেই মানুষ কেবল নাই।

যেদিন মানুষ মনুষ্যত্ববোধে হবে উত্তীর্ণ
সেদিন চরিত্রবান মানুষ হবে খাঁটি
সুখে-শান্তিতে ভরবে সমাজ সংসার
মানুষই বিশ্বাস রাখবে মানুষের প্রতি।

প্রকাশ কাল- ২৪.১০.২০১৮

No comments:

Post a Comment