Bengali Poem Naba Bharat –2015 Written By Khushi Sarkar Now Read Online.
Introduction:
School is a small version of diverse India. Hindu, Muslim, Buddhist, Christian students in the community to come in and read. Among them there is no distinction between high and low. They are here to spread the scent of flowers, like the color. Students come from a variety of rich and poor families eager emotion of love for each other. Pearl smile-happy that they glisten. India's image as the school. The poet gets rid from the complexity of life and acquire virtue, like a swim in the Ganges.
ভুমিকাঃ
বিদ্যালয় হল বৈচিত্র্যময় ভারতের একটি ছোট্ট সংস্করণ। এখানে হিন্দু মুস্লিম বৌদ্ধ খ্রিষ্টান নানা সম্প্রদায়ের ছাত্রছাত্রী পড়তে আসে। তাদের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ নেই। তারা নানা রঙের ফুলের মত সৌরভ ছড়ায় এখানে। বিভিন্ন ধনী-দরিদ্র পরিবার থেকে আসা ছাত্রছাত্রীরা পরস্পর পরস্পরের প্রতি প্রেমের আবেগে আকুল। তারা মুক্তোর হাসি-খুশীতে ঝলমল করে। ভারতের প্রতিচ্ছবি স্বরূপ এই বিদ্যালয়। এই নবভারতে কবি বাস্তবের জটিল যন্ত্রণা থেকে মুক্তি পান এবং গঙ্গা স্নানের মত পুণ্য অর্জন করেন।
Bengali poem of khushi sarkar Naba bharat- 2015
নবভারত
খুশি সরকার
ভারতের রূপ আর ভোলায় না মোরে
খুঁজি না তার অরূপ রতন
তুমি আমার ভারতের মাঝে মহাভারত
রূপে রসে ভরা এই শিক্ষা নিকেতন
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী
সকলে মিলে এক শুভ্র শতদল।
কপট কুটিলতা নতশিরে নির্বাক হেথা
সভয়ে সবাক্ ঐ সূর্যমুখী ছাত্রদল।
ধনী-দরিদ্র উঁচু-নিচু নেই কোনো ফাঁক
আলোর আকাশে পুণ্য প্রেম রবি
রঙ বেরঙের কুসুমে কুসুমে গাঁথা মালা
মুক্তো ছড়ায় শিক্ষালয়ে সারস্বৎ কবি।
ছোট বড় কত নদী এই সাগরে মিশে
মধুর মিলনের আবেগে আকুল
কাঁচাপাকা মাটির পাঁজর ভেদে ভিন্ন,
প্রেমে প্লাবনী সরিৎ সতত ব্যকুল।
শুদ্ধ সরিৎ সলিলে নিত্য করি স্নান
মনের জটিল যন্ত্রণা করে নাশ
ছোট ছোট ফুলের সৌরভে মত্ত বাতাস
দূর করে ক্লান্তি কলুষ বারোমাস
তুমি আমার ভারত তীর্থ মক্কা মদিনা কাশী
আমার জীবন যৌবনের সাধনার প্রান
তোমায় ভালোবেসে নিত্যনতুন আস্বাদনে
স্নেহের শিশির সিক্ত নবভারতে গঙ্গাস্নান।
সমাপ্ত
রচনাকালঃ - ২৪ শে জানুয়রি ২০১৫।
No comments:
Post a Comment