Bengali Poem Dahan Written by Poet Khushi Sarkar Read online - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

5 Mar 2015

Bengali Poem Dahan Written by Poet Khushi Sarkar Read online

Bengali Poem Dahan Written by Poet Khushi Sarkar Read online

Distrusted each other for personal gains from Dahan poem

Bengali Poem ‘Dahan’ Written by Poet Khushi Sarkar Read online.

Introduction of this Poem:

Currently, people are losing faith in the people.Unscrupulous people are selfish. Distrusted each other for personal gains. As a result, I think envy of counting. Moment of despair is becoming expected. Frustration is going down a storm. Still looking for the heart of the faith roots. The combustion of self survives.Bengali poem ‘Dahan’ is written by the poet Khushi Sarkar.

কবিতার মর্মবাণীঃ বর্তমানে মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। বিবেকহীন মানুষ স্বার্থপর। ব্যক্তিগত স্বার্থের জন্য একে অপরকে অবিশ্বাস করে। ফলে বিদ্বেষ বেড়ে চলেছে মনে মনে।মুহূর্তে আশা নিরাশায় পরিনত হচ্ছে। হতাশার ঝড়ে সব ভেঙ্গে যাচ্ছে। তবু মন খোঁজে বিশ্বাসের শিকড়। আত্ম দহনেও বেঁচে থাকে বিশ্বাস। বাংলা কবিতা দহন লিখেছেন কবি খুশী সরকার।

বাংলা কবিতা দহন পড়ুন

Bengali Poem ‘Dahan’ Written by Poet Khushi Sarkar Read online

দহন কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার। অনলাইনে পড়ুন কবি খুশী সরকারের লেখা বাংলা কবিতা 'দহন'। নিচে দেওয়া হল।

দহন

খুশী সরকার


নিয়ত নিপাট যন্ত্রণা তাড়া করে
মুহূর্তের মৃদু আজ ধোঁয়াশা,
বিশ্বাসের বৃন্তমূল ভেঙে গেছে আজ।


চোরা বালিতে দীর্ঘশ্বাস আর হতাশা
ইচ্ছে করে সব অবিশ্বাসের অন্তর খুঁড়ে
দেখি তার নিরক্ত ঠিকানা।
গাংচিল যতই ডানা মেলুক উঁচুতে
ঠিক খুঁজে পাবে তার আস্তানা।


কেবলই ঝড় ওঠে, প্লাবন আনে,
ভেঙে, ভেসে সব একাকার।
তবু খুঁজি দূর-দূরান্তের সব হারানো কলরব।


সবুজেরা মুখ ঢাকে বারবার,
ইচ্ছেরা পথ হাঁটে আঁধারে।
আলোর নিশানা অদৃশ্য গোপন
তবু তো চেতনা নব আশ্বাসে বাঁচে।
যতই অন্তরে হোক তীব্র দহন

সমাপ্ত।

রচনাকালঃ ২রা ফেব্রুয়ারি, ২০১৫

No comments:

Post a Comment