Bengali Poem Tomader Jonya is written by khushi sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

30 Nov 2014

Bengali Poem Tomader Jonya is written by khushi sarkar

education-2014-new

Bengali Poem Tomader Jonya is written for next generation.

The Bengali poem‘Tomader Jonya’ is written by khushi sarkar. She also more Bengali Poem Ahaban, Maraner Dware, Bipanna Bodh, Chetanar Dware, Ek Tukro Megh, Ektu Bhalobasa, Kobi Pronam, Maraner Dware, ( মরণের দ্বারে ), Ora Benche Thake and so many Bengali poem is written.

Poetry substance:
The students are the holders and carriers of education in our society. Education endures forever for their kindness. Fruition of the students are made in the teachings of life. They build a healthy society and create good citizens. They are the future leaders of the country.

কবিতা প্রসঙ্গেঃ
শিক্ষার ধারক এবং বাহক ছাত্রছাত্রী। তাদের জন্য শিক্ষার ধারা চির প্রবহমান। এদের শিক্ষাদানই শিক্ষক জীবনের সার্থকতা। এরাই গড়ে তোলে সুস্থ সমাজ, তৈরি হয় সুনাগরিক, ভবিষ্যৎ দেশের কর্ণধার।

তোমাদের জন্য
খুশী সরকার

তোমরা আছো তাইতো আজও
বইছে শিক্ষার ধারা।
নইলে জীবনের মান হতো কি
উচ্চ আদর্শে গড়া?

অরণ্যচারী মানুষ ছিল শিক্ষায় দীন
অজানা জীবনের মানে।
পশুর পায়ে পা মিলিয়ে সে
ঘুরত যেখানে সেখানে।
ক্রমে ক্রমে গড়ল গোষ্ঠী সমাজ
নিজেকে চাইল জানতে।

সেই প্রয়োজনে শিক্ষা এল জীবনে
জ্ঞানের শিখা জ্বালতে।
ছোটো ছোটো পায়ে তোমরা এলে
পড়তে, শিখতে শিক্ষালয়ে।
তাইতো মোদের জীবনের মান
শ্রেষ্ঠ সব বিষয়ে।

তোমরা আছো বলেই সার্থক মোরা
তোমাদের পাশে পেয়ে।
অন্তরের যত সুপ্ত স্নেহ ভালবাসা
দানি অন্তর দিয়ে।
তোমাদের জন্যই শিক্ষার ধারা আজও
গড়ছে সুস্থ সমাজ।
নইলে বুঝি মানুষ ফিরে যেত
যেথায় জঙ্গল আজ।

দেশের কাণ্ডারী তোমরা, ভবিষ্যতের বাহক।
ধরার উজ্জ্বল তারা।
তোমাদের হাসিতে হাসি, কান্নায় কাঁদি
দিশাহীন তোমাদের ছাড়া।
তোমাদের অন্তরে যত
মহৎ গুণাবলী ফুটুক পদ্মের মত।
মানবিক মূল্যবোধে মানুষ হও তোমরা
মোদের জীবনের ব্রত।

তোমাদের হাসিতে হাসি, কান্নায় কাঁদি
দিশাহীন তোমাদের ছাড়া।
তোমাদের অন্তরে যত মহৎ গুণাবলী
ফুটুক পদ্মের মত।
মানবিক মূল্যবোধে মানুষ হও তোমরা
মোদের জীবনের ব্রত।


সমাপ্ত

কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার This Bengali poem‘Tomader Jonya’ is written by khushi sarkar

No comments:

Post a Comment