Nibedan Bengali poem written by khushi sarkar - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

17 Oct 2014

Nibedan Bengali poem written by khushi sarkar

Nibedan-khushi sarkar

Nibedan modern Bengali poem is written by poet khushi sarkar
নিবেদন বাংলা কবিতা লিখেছেন কবি খুশী সরকার।

Substance of this poem:
Self-surrender is the only way of obtaining God. Such as happiness, joy, pain and despair, like the heart of the evil that he would have to surrender entirely. We do not respond to him arose from the frustration of getting lost faith in him. But this must not lose faith. To him through the deep self-realization must pay, if possible, his closeness.

Nibedan modern Bengali poem - khushi Sarkar – 2014. Modern Bengali Poem Maraner-dware, Kobi Pronam and so many is written by khushi Sarkar in the year 2014 | বাংলা কবিতা নিবেদন - খুশী সরকার

কবিতা প্রসঙ্গেঃ  আত্ম সমর্পণ ই ঈশ্বর প্রাপ্তির একমাত্র উপায়। অন্তরের ভালো মন্দ অর্থাৎ সুখ আনন্দ যেমন তেমনি বেদনা হতাশা সবটুকুই তাঁকে সমর্পণ করতে হবে। আমরা শোকে দুঃখে তাঁর সাড়া না পেয়ে হতাশায় তাঁর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু এই বিশ্বাস হারালে চলবে না। গভীর আত্ম উপলব্ধির মধ্য দিয়েই তাঁর কাছে নিজেকে নিবেদন করতে হবে, তবেই তাঁর সান্নিধ্য লাভ করা সম্ভব।

নিবেদন
খুশী সরকার

পারিনি বঁধু আমি পারিনি
নিজেকে তোমায় সঁপে দিতে
সব দিয়েছি ভেবেছি যত বার
দেওয়া হয়নি সব কোনমতে। 

মনের যত জটিল গ্রন্থি
ছিল মনের ভিতর লুকিয়ে
তোমার মতে চলতে চেয়ে
দেখি তারা সামনে দাঁড়িয়ে। 

সেবা, ক্ষমা, দয়া, দানে যখন
তোমার আদর্শ প্রাণিত চিতে
হিংসা, ঘৃণা, লোভ, লালসা অমনি
মাথা তুলে মনের জমিতে। 

সব দিতে না পারার বেদনা
মাঝে মাঝে বাদল ঘনায়
অভিমান যেন মেঘের হাত ধরে
দু-গাল বেয়ে ঝরে ধরায়। 

দুঃখ তাপে তপ্ত নিঠুর বানী
জানিয়েছি দর্পীর দাম্ভিক ভাষায়।
বিপদে আপদে না পেয়ে তোমায়
অবিশ্বাস করেছি গভীর নিরাশায়। 

আজ বুঝেছি সমস্ত সত্তা দিয়ে
বিশ্বাসের শিকড় গভীর শিরায়
আপন অস্তিত্বের সব টুকু দিয়ে
তোমাতে যেন নিজেকে হারায়।

সমাপ্ত।

বাংলা কবিতা ‘নিবেদন’ লিখেছেন কবি খুশী সরকার।

রচনাকালঃ ৮ই শ্রাবণ, ১৪২১

No comments:

Post a Comment