Substance of this poem: The children are fickle and full of naughtiness but in mind they are very soft. They cannot tolerate any commanding and roaring. They cry from little hurt. They cannot understand what is good or bad in life but the children understand filling of love and touch of affection. Who loves them they also loves him.
কবিতা প্রসঙ্গেঃ শিশুরা চঞ্চল দুষ্টুমিতে ভরা তবুও সকালের নরম রোদের মত ওদের প্রাণ, তাই সামান্য আঘাতেই পায় ব্যথা। ওই নরম প্রানে থাকে ভালবাসার আকুতি। যারা তাদের ভালবাসে তাদেরকেই ভালবাসে মনে প্রানে।
ছোট প্রাণ
খুশী সরকার
ওরা চঞ্চল। দুষ্টুমিতে ভরা প্রাণ
শিশিরে ভেজা শরতের শিউলি
সকালের সবুজ সতেজ মনে শুধু
আনন্দ আর ভালবাসার আকুলি।
ছোট প্রানে ব্যথা পায় বেশী।
সইতে পারে না শাসন গর্জন
দুচোখে বিস্ময়ে দেখে ধরণী।
ভালবাসাই তাদের জীবনের মূলধন।
ওরা বোঝে না ভালমন্দ অতকিছু
ভয় পেলে খোঁজে মায়ের আঁচল
গ্রীষ্মের তপ্ত রোদে অঙ্কুরের মতো
সামান্য আঘাতে ঝরে চোখের জল।
ছোট ছোট নরম প্রাণের ব্যথা
বাজে নাকি হৃদয়ে তোমার?
কঠোর কঠিন শাসনের দগদগে ঘা
নির্মম হৃদয়ের পাশবিক অত্যাচার।
ওই সুন্দর কচি মনে আঘাতে নয়,
একটু ভালবেসে দেখো মনে
আদরে হাত বুলিয়ে দাও মাথায়
তোমাকেই ভালবাসবে মনে প্রানে।
সমাপ্ত
No comments:
Post a Comment