Kanyashree Prakalpa For West Bengal Girls Students - India
'Kanyashree Prakalpa' Bengali poem is written by khushi sarkar
'Kanyashree Prakalpa' Bengali poem: ‘Kanyashree Project’ is a conditional benefit project in West Bengal. Role of women in society is extremely important. but they insulted and assaulted the family in our society in many ways. The Chief Minister of West Bengal, Miss Mamata Banerjee announced ‘Kanyashree Project for the 13 - 18 years old girls students who are studding in Governments School. where the girls students became conscious with their own social security and their near future free from child marriage or neglect. It is definitely a matter of pride to the Nearly 4 million of Girls students. This Bengali poem is written by Khush sarkar.
কবিতা প্রসঙ্গেঃ- কন্যাশ্রী প্রকল্প একটি শর্তাধীন বেনিফিট প্রকল্প। সমাজে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সমাজে পরিবারে তারা নানাভাবে অপমানিত ও হেনস্থার শিকার। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারী বিদ্যালয়য়ে পাঠরত ১৩ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের জন্য গড়লেন এই প্রকল্প যাতে বাল্যবিবাহ বা অবহেলা থেকে মুক্ত হয়ে সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্মাণ সম্পর্কে তাঁরা সচেতন হয়ে উঠে। প্রায় ২৪ লক্ষ ছাত্রীর কাছে এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। কন্যাশ্রী প্রকল্প বাংলা কবিতাটি লিখেছেন কবি খুশী সরকার।
কন্যাশ্রী প্রকল্প
খুশী সরকার
যুগে যুগে নারীর মূল্য রক্ষার মহৎবানী
বলেছেন কত কবি সাহিত্যিক,
সমাজ দেহে লিঙ্গ তফাতের জমানো আঁধারে
নারীর কল্যান বাস্তবে হয়নি ঐতিহাসিক।
বরং সংসারের অপমান অত্যাচারের পাহাড় তলে
নারী কাঁদে মুখ ঢেকে,
শহর তলিতে, অজ গাঁয়ে আজও
শিহরিত নারীর হেনাস্থা দেখে।
বিপন্নতার এই দুঃসময়ে কন্যাশ্রী প্রকল্প গড়লেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
উন্নয়নের শ্রী দেশের সম্পদ অষ্টাদশী কিশোরী
স্বপ্নের বাস্তবায়নে পেল নতুন এনার্জি।
সরকারী বিদ্যালয়ে পাঠরত অধ্যয়নের তরে
এটি শর্তাধীন বেনিফিট প্রকল্প।
প্রযুক্তি শিক্ষা কিংবা ক্রীড়া সস্থায় নাম নথিকরনে
অনূঢ়া ছাত্রীর স্বপ্ন পুরনের সংকল্প।
এক লক্ষ কুড়ি হাজার বার্ষিক আয়ের দরিদ্র পরিবারে
প্রায় পঁচিশ লক্ষ ছাত্রী এই আওতায়,
বার্ষিক পাঁচশো টাকা আর এককালীন পঁচিশ হাজার টাকার কথা
ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে জন্ম তারিখ আর বার্ষিক রোজগারের সাথে,
অবিবাহিত শংসাপত্র অবশ্যই চাই।
ব্যাঙ্কের মাধ্যমে রাজ্য সরকারের এই প্রকল্প
সমাজের শ্রী কন্যাশী কিশোরীর বড়াই।
সমাপ্ত।
No comments:
Post a Comment