Bengali Poem Shubha kamana
Bengali Poem Shubha kamana is written for Teachers Day (5th September } We Teacher's Day celebrate of the birth of Dr. Sarvepalli Radhakrishnan every year in India. Bengali Poem Ahaban, Maraner Dware, Bipanna Bodh, Chetanar Dware, Ek Tukro Megh, Ektu Bhalobasa, Kobi Pronam, Maraner Dware, ( মরণের দ্বারে ), Ora Benche Thake and so many Bengali poem is written by khushi sarkar.
Poetry context:
There are hearty relation between teacher & student forever. All the student are absolute caress & affectionate to the teacher as child. Their good wishes fall on the head of students like water-flow. Though the students have any injury occurred to the teacher's mind still they gives their blessing and good wishes to the students.
কবিতা প্রসঙ্গেঃ
গুরু শিষ্যের সম্পর্ক চিরকালিন আত্মিক সম্পর্ক। সন্তান তুল্য শিষ্য তথা ছাত্র/ছাত্রী সব শিক্ষকের কাছে পরম আদরের, স্নেহের। শিক্ষকের শুভ কামনা চিরকাল শিষ্যের মাথায় ঝরে স্বচ্ছ বারিধারার মত। অবুঝ সবুঝ ছাত্র/ছাত্রীদের কাছে আঘাত পেলেও শিক্ষক তাদের স্নহের আশিষ ধারা অন্তরে করেন শুভ কামনা।
শুভকামনা
শিক্ষক দিবসের পবিত্রতার সাথে
প্রানভরা মোর উষ্ণ আশ্বাস
কচি মনের অটল অমল বিশ্বাস
থাকুক জীবনের নবীন প্রাতে।
নিশিথে নিশির উজ্জ্বল তারা
জ্বলে করে আলো বিকিরণ
সেই মত তুমিও লয়ে প্রাণমন
ঢেলে দাও জ্ঞানের বারিধারা।
প্রাণের প্রবল তেজ উদ্দিপনা
মুছে দিক্ মনের তমশা
ঘুচাক যত বেদনা হতাশা
জাগুক শ্রদ্ধা ভক্তির চেতনা।
মহান জীবনের যত উদাহরন
মনের কোণে থাকুক সঙ্গোপনে
বর্জন করো অসত্য অপগুণে
পাথেয় করে আদর্শ শিক্ষকের জীবন।
সতত শিক্ষকের মনের নিবিড়তা
সম্পর্কের গভীর বিমল ভালবাসা
সজীব করে কাঙ্ক্ষিত আশা
সমৃদ্ধ গুরু শিষ্যের অন্তরের আত্মীয়তা।
আজ শিক্ষাঙ্গনে শিক্ষায় অনাচার
শিক্ষকের প্রতি অন্যায় অবিচার।
অশিক্ষা কুশিক্ষায় কদর্য ব্যবহার
শিক্ষকের বক্ষে উঠে ব্যর্থতার হাহাকার।
তবু অন্তরের আশিষ ঢালি শিরে
মনের কুশ্রীতা সরিয়ে সযতনে
বাঁচিয়ে রেখো সততা মূলধনে
এগিয়ে যাও ভাসি সুখনীরে।
সমাপ্ত
রচনাকালঃ ৫ই সেপ্টেম্বর, ২০১৪।
No comments:
Post a Comment