Kobi Pronam - khushi Sarkar - 2014 | বাংলা কবিতা কবি প্রণাম - খুশী সরকার Modern Bengali Poem Kobi Pronam - khushi Sarkar - 2014 | বাংলা কবিতা কবি প্রণাম - খুশী সরকার
The poem is written for:This Poem Name is 'Kobi Pronam' - khushi Sarkar - 2014 ( কবি প্রণাম ). This poem is written about- People cannot live in age but lives in work. Gain in the creation of immortality. Vishwa Kabi Rabindranath Tagore has created a world of its numerous assortment of literature. Human laughter, joy, pain, hope and desire nothing has been implemented in all of his literature. Tagore's literature from birth to death with all the time, so this is a great poet of Literature - Jubilee sradharghya diagnose heart.
কবিতা প্রসঙ্গেঃ-
মানুষ বেঁচে থাকে আয়ুতে নয়, কর্মে। সৃষ্টির মধ্যেই লাভ করে অমরত্ব। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অজস্র সৃষ্টি সম্ভারে পূর্ণ করেছেন সাহিত্যের ভাণ্ডার। মানুষের হাসি, আনন্দ, বেদনা, আশা ও আকাঙ্খা সব কিছুই রূপায়িত হয়েছে তাঁর সাহিত্যে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল সময়ের সঙ্গী রবীন্দ্র সাহিত্য তাই এই মহান কবির জন্ম-জয়ন্তীতে হৃদয়ের শ্রধার্ঘ্য নিবেদন।
তব জনমের পুণ্য লগনে আজ মুখরিত ধরাধাম। কবিগুরু তুমি, তুমি ধরিত্রীর প্রানপ্রতিমা। তোমার পবিত্র ছোঁয়ায় রচিল সাহিত্যের অমর মাহিমা। বাঙ্গালির ঘরে ঘরো আজও পূজিত, তুমি মানবের মনে। তুমি হে পুরাতন চির নতুন, স্মরি তোমায় প্রতিক্ষণে। তোমার আগমনে উচ্ছসিত মৃদু সমীরণ বহে যায়। মধুপের রঙিন পাখায় মানবের পুলকিত হিয়ায়। হর্ষিত মেদিনী চকিত দামিনী শিরহিত বারবার। পঁচিশে বৈশাখের শুভক্ষণে তোমায় জানায় নমস্কার। সাহিত্যের অমূল্য রতন যা, তুমি করিলে রচনা গীত ছন্দে সুরের আবেশে মুক্তি পেল ভাবনা। কি অসীম ক্ষমতায় সৃষ্টি করলে শতশত গ্রন্থ! ফুলে ফলে পূর্ণতা এলেও লেখনি হলনা শান্ত। সাহিত্যাকাশে তুমি ধ্রুবতারা পূর্ণ উজ্জ্বলতায় ভরা। সৃষ্টির নব নব ধারায় তুমি আবেগে আত্মহারা। নবারুনের নব আলোক সম, মনের আঁধার ঘুচালে দীন হীন যত অভাগাদের, মুখে হাসি ফোটালে। বেদনাহত অন্তরে দিলে স্নেহ ভরা ভালবাসা বিশেষের বেড়া ভেঙে দিলে নির্বিশেষের ভাষা। কাব্যে-নাতকে- উপন্যাসে আনলে এক নুতন রীতি মানুষেরে শোনালে তোমার অশেষ মধুর গীতি। হে কবিশ্বর, আজি এই প্রভাতে রবির নবীন আলো পশিল গভীর চিত্তে মম, জ্ঞানের আলো জ্বালো। শান্ত সমাহিত হৃদয় গভীরে আছো যে সদাই। মানব প্রেমিক কবি ওগো, তোমায় প্রনাম জানাই। শেষ |
Written by Khushi sarkar on 19.03.2013 at 6.30pm
No comments:
Post a Comment