Jodi kichhu Dite Chao - khushi Sarkar - 2014 | বাংলা কবিতা যদি কিছু দিতে চাও - খুশী সরকার Modern Bengali Poem Jodi kichhu Dite Chao - khushi Sarkar - 2014 | বাংলা কবিতা যদি কিছু দিতে চাও - খুশী সরকার
The poem is written for
This Poem Name is 'Jodi kichhu Dite Chao' - khushi Sarkar - 2014 ( যদি কিছু দিতে চাও ). This poem is written about- Man is mortal. For a limited time of life itself so selfless way to succeed in life you need to be seeking some donations. This brings the joy of donations and benevolence could donations colorful life.
কবিতা প্রসঙ্গেঃ-
মানুষ মরনশীল। তাই জীবনের সীমিত সময়ে নিজেকে সার্থক জীবনের অধিকারী করার জন্য নিঃস্বার্থ ভাবে কোন কিছু দানে সচেষ্ট হওয়া প্রয়োজন। এই দান-ই আনে আনন্দ আর পরহিত দান জীবনকে করতে পারে আনন্দময়।
যদি কিছু দিতে চাও----- ছোটবড় সকলেরে বিনাবিচারে সূর্যের রশ্মির মত হও তিমির বিনাশী তুমিও ধরায় সত্যের পিয়াশী যদি কিছু দিতে চাও----- দিয়ে যাও ভালো টুকু বৃষ্টি বিন্দুর মত ঢেলে শুষ্ক মরুভুমির তপ্ত শরিরে বরফ গলে মনের সততা দিয়ে জ্বেলে দাও দ্বীপ আঁধার ঘোচাতে নিজে হও প্রদীপ। যদি কিছু দিতে চাও----- নিঃস্বার্থ স্নেহ সবারে দাও প্রতিদানে উদার মনে কিছু নাহি চাও। দানে আনে আনন্দ, দূর করে ভয় জীবনের প্রতি পদে হয় তার জয়। যদি কিছু দিতে চাও----- আপন অন্তরের আনন্দ সবারে বিলাও দুঃখ যা আপনার হাসিতে ভরে দাও একটি প্রাণের কান্না যদি না পারো মোছাতে জীবনের সার্থকতা আসবে না কিছুতে। যদি কিছু দিতে চাও----- দিয়ে যাও প্রেম প্রেমহীনে বিনিময়ে কোন প্রত্যাশা বিনে গোলাপের সৌরভ ছড়িয়ে দাও পরহিতেই আনন্দ জানিয়ে যাও। শেষ |
বাংলা কবিতা যদি কিছু দিতে চাও - খুশী সরকার BENGALI POEM |
Written by Khushi sarkar on 20.03.2014 at 6.30pm
No comments:
Post a Comment