Modern Bengali Poem Kobita Tumi - khushi Sarkar - 2014 - Nabo Mukul

Latest

Bengali poem, Short story, essay and modern poems as education base

26 Mar 2014

Modern Bengali Poem Kobita Tumi - khushi Sarkar - 2014

new-kabita-tumi-bengalipoem.jpg

Modern Bengali Poem Kobita Tumi-khushi Sarkar - 2014

This Poem Name is Kobita Tumi (কবিতা তুমি). This poem is written about The source of the poetry is in the mind of poets. Poem ever reconciled with the poet. Sense of real- world colors of care - looks - However poem is the poet's unconscious feelings triggered the crash melted state. Yet no matter how many changes under the changing spirit of the poet brings mixed reconciled with the poem as its ever new every day. This poem is Written by The Poet Khushi Sarkar from India. Some more poems has been yet published few day ago in this blog,the name of these poems are Ahaban, Moroner dware, Ora benche thake and Aajo achho etc.

বাংলা কবিতা কবিতা তুমি লিখেছেন কবি খুশী সরকার

কবিতা প্রসঙ্গেঃ-
কবিতার উৎস কবির মনোভুমি। সেখানে কবির সঙ্গে কবিতার নিত্য মিলন। ইন্দ্রিয় গ্রাহ্য বাস্তব জগতের রং-রূপ-রস কবির অবচেতনে কোন বিপর্যয় ঘটালেও কবিতার মিলনে সে থাকে ভাব রাজ্যে বিলীন। তাই যত দৃশ্যই বদলাক না কেন, শ্রান্ত দুপুর ঘুমাক না মাঠের ‘পরে, তবুও সেই পরিবর্তনেও কবি আত্মা মিশে থাকে কবিতার সঙ্গে, মিলন ঘটে তার নিত্য নতুন রূপে, অহরহ।

কবিতা তুমি
খুশী সরকার

শ্রান্ত দুপুর ঘুমায় একাকী মাঠের ‘পরে
জনহীন প্রান্তর নিস্তব্ধ চারিধার
তারি সাথী হয়ে আমি চলেছি সম্মুখে
তুমি আমি মিলেমিশে একাকার।

কত গ্রাম সরে সরে যায় বহুদূরে
গাছপালা একে একে মিলায় নিমেষে
ছবির পর ছবি আঁকা হয় মনের পাতায়
সুপ্ত আশার তালগাছ উঁকি দেয় আকাশে।

নীরব মধ্যাহ্নের নির্মম নীরস পেলবতা
আমাকে ছুঁয়ে থাকে অনুক্ষণ
দৃশ্যপট বদলায়, রঙ বদলের খেলায়
অবচেতনে হাত ধরে মিলনের শুভক্ষন।
শেষ

Modern Bengali Poem Kobita Tumi-khushi Sarkar - 2014

nabomukul02.jpg
Written by Khushi sarkar on 20.03.2014 at 6.30pm

No comments:

Post a Comment