Bengali Poem Maraner Dware - 2014 | বাংলা কবিতা মরণের দ্বারে - খুশী সরকার
This Poem Name is Maraner Dware ( মরণের দ্বারে ).This poem is written about the relation between of life dead. And death is the must end of life so every man should not avoid to death, rather it should be accept with joy. And ready to every moment to go towards the end of life. This poem is Written by The Poet Khushi Sarkar from India.
Description:
Poem Name: Maraner Dware (মরণের দ্বারে)
Time of Written: 2nd March, 2014.
Place: India.
Written by: Poet Khushi Sarkar.
Substance of the Poem: কবিতার মর্মবাণীঃ
জীবন মৃত্যুতেই পূর্ণরূপ পায়। আর এই মৃত্যুই জীবনের অবশ্যম্ভাবী রূপ। তাই মৃত্যুর আগে হাসিঅশ্রু দিয়ে গাঁথা পৃথিবীতে জীবনের সঙ্গে জীবন যোগে যে আনন্দ তা হৃদয় ভরে উপভোগ করার মধ্য দিয়েই আসে জীবনের পূর্ণতা আর এই পূর্ণতার চরম প্রাপ্তি মৃত্যুতে। তাই মরণকে উপেক্ষা করে নয়, মরণকে সামনে রেখেই আমি পৃথিবীতে ছড়ানো আনন্দ বেদনাকে গ্রহণ করেছি মনেপ্রানে এবং মৃত্যু আছে বলেই জীবনকে উপভোগ করেছি অপার আনন্দে, প্রস্তুত করেছি নিজেকে জীবনের শেষ খেয়ায় পাড়ি দিতে।
খুশী সরকার
জীবন পারাবার পাড়ের প্রান্তে শমন
নেইকো চেতনার দ্বারে মই
হৃদয়ের ছোট্ট ঘরে জমানো জ্ঞানে
রাতের তরে তাকিয়ে রই।
তার লাগি প্রভাতের প্রথম কিরণে
চোখ দেখে রঙিন স্বপ্ন,
প্রাণের কলরব সোনালী রোদ্দুর মেখে
যেন পৃথিবী ছড়ানো রত্ন।
সীমার বাঁধনে বাঁধা বিচিত্র জীবনের
সুখ- দুঃখের আলো আঁধার।
মুহূর্তের মিষ্টি মধুর রূপে মুগ্ধ
প্রহর গুনি আনন্দে বাঁচার।
ঘোর তমশায় মিশে যাবার আগে
অসহায় অনাথ শিশুর কান্না,
প্রাণপনে মোছাতে নিজের অশ্রু ঢেকে
ধেয়ে আসে আবেগের বন্যা।
শেষ আছে বলেই জীবনের গান
গেয়ে যাই বাউলের মতো,
মরুভূমির কাঁটাগাছের দীর্ঘ শিকড় খোঁজে
মৃত্তিকার গভীরে রস যত।
শিউলি ভোরে শিশির বিন্দু বিন্দু
নরম রোদে মুক্তো জ্বলে,
জীবনে জীবন যোগে হর্ষিত ধরায়
শ্রদ্ধা জানাই মরনের বেদীতলে।
মৃত্যু আছে তাই জীবন মধুময়
হাসিঅশ্রু দিয়ে গাঁথা মালা
শেষের খেয়ার পাড়ে হাসিমুখে তাই
প্রাণের প্রদীপে পোড়াই জ্বালা।
তারই মুখচ্ছবি আঁকি মনের মাঝে
বিদ্বেষ ব্যথা ভুলে যাই।
শতদলের পাঁপড়ি মেলে একে একে
মৃত্যুতেই জীবন পূর্ণতা পায়।
শেষ
Bengali Poem Maraner Dware | বাংলা কবিতা মরণের দ্বারে - খুশী সরকার
No comments:
Post a Comment