Abhab Short Story Written by Khushi Sarkar
ছোটোগল্প - অভাব, কলমে - খুশী সরকার
Short story - Abhab (lack), In pen - Khush Sarkar,
শিলা চালের ভাড়ে হাত ঢুকিয়ে দেখে একফোঁটাও চাল নেই। বারান্দায় বসে পড়ে মাথায় হাত দিয়ে। ছেলেমেয়ে দুটো খেলছে বিশাল উঠোনে। কিছু না বলেই একটা হাত-দা নিয়ে বেরিয়ে পড়ে শিলা। একটা কচু গাছ শিকড় শুদ্ধ তুলে নিয়ে আসে বাড়িতে। পাতা, ডাঁটা ও মোটা শিকড়টা আলাদা করে। পাতা গুলো ছোট ছোট করে কেটে একটা হাঁড়িতে বসিয়ে দেয় মাটির উনোনে। মেয়েটা হঠাৎ দৌড়ে এসে গলা জড়িয়ে ধরে বলে, খুব খিদে পেয়েছে,মা।
--- খাবি তো বাবা, কচি কচি শাক বসিয়েছি।
-- ভাত নেই মা ?
--রাতে হবে তো। তোর বাবা কাজের খোঁজেই গেছে।
--- ভাইকে ডেকে পাশে বসায়। গরম গরম কচুশাক সিদ্ধ ভাই বোনে খায় নীরবে। মেয়ের মুখের দিকে তাকিয়ে শিলা ভাবে, ওই অতটুকু মেয়ে সেও বোঝে সংসারে টাকার অভাব। মায়ের আঁচলে হাত মুছতে মুছতে ছোট্ট মেয়েটা মাকে বলে, আমি কাজ করবো,মা। কাজ করে টাকা আনবো। আমাদের আর অভাব থাকবে না,বলো?
-- ধুর পাগলি, তুই তো এখন ছোট, মাত্র তেরো বছর বয়স, কাজ করতে পারিস ?
--- হ্যাঁ পারবো।ওই তো টুকলি, ও তো কাজ করতে গেছে,ওর মাকে কত টাকা এনে দেয় !
---- না বাবা আরেকটু বড় হ,তখন করিস।
বিকেলের দিকে এক মাঝ বয়সী মহিলাকে ডেকে আনে মেয়েটা। মায়ের গলা জড়িয়ে বলে, মা ওই কাকি একটা কাজের খোঁজ দিয়েছে আমাকে, ওর পরিচিত, একটু দূরে, তা হোক না, আমি টাকা পেলেই তোমার কাছে ফিরে আসবো, মা। শিলা চিন্তায় পড়ে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোকে অত দূরে পাঠাতে ইচ্ছা করছে না মা কিন্তু সংসারেও অভাব এখন আর কিচ্ছুটি নেই, তোর বাবাও হন্যে হয়ে কাজ খুঁজে বেড়ায়, ঠিকমতো কাজও পায় না। -----------তুমি তাহলে রাতে বাবাকে বলবে, আমাকে কাজের বাড়িতে দিয়ে আসতে। মেয়ে মিষ্টি সুরে বলে।
-- ঠিক আছে। মহিলাটির দিকে তাকিয়ে শিলা বলে,তুমি এখন যাও। ওর বাবাকে বলবো যদি মেয়েকে কাজে দেয় তাহলে তোমাকে খবর দেবো।
অনেক রাতে বাড়ি ফেরে শিবু। সারাদিন না খেয়ে রোদে ঘুরে ঘুরে চোখ মুখ কালো, উস্কোখুস্কো চুল।
শিলা বুঝতে পারে শিবুর মনের অবস্থা। একটু কচু শাক পাতায় দিয়ে নরম সুরে বলে, এত চিন্তা করো না। ঈশ্বর ঠিক কোনো ব্যবস্থা করে দিবেন। শোনা, একটা কথা বলি, মেয়েটা বায়না ধরেছে কাজ করতে
যাবে। বলছে বাবার শরীর ভালো না, আমি যদি বাবাকে একটু সাহায্য করতে পারি। একটা কাজের খোঁজ পেয়েছে। একটু দূরে কিন্তু লোক ভালো শুনলাম যদি বলো, তাহলে তাহলে তুমি ওকে নিজে গিয়ে রেখে এসো, দেখে আসবে জায়গাটা, কেমন লোকজন।
মাথা নিচু করে সেদ্ধ শাক ধীরে ধীরে চিবোতে থাকে। অনেকক্ষণ পর শিলার দিকে মুখ ফিরিয়ে বলে, অতটুকুন মেয়েকে কাজে পাঠাবো আবার নাকি বলছো, অনেক দূর, তুমি সইতে পারবে ?
---কিন্তু কি করবো, বলো? গরীবের সংসারে জন্ম নিয়েছে। সবই কপাল !
----তোমার মত থাকলে দিয়ে আসবো।
পরেরদিন মেয়েকে নিয়ে চলে যায় শিবু তার কাজের বাড়িতে। একটা বাগানে লঙ্কা তোলার কাজ, বাড়ির লোকজন ভালো। মেয়েকে রেখে আসা একমাস হয়ে গেছে। শিলা ক্যালেন্ডারের পাতায় চোখ রেখে ভাবে, মেয়ে বলেছিল, একমাস হলেই টাকা নিয়ে ফিরে আসবে। একমাস একদিন হল। শিলা রাস্তার দিকে চেয়ে থাকে, কতদিন দেখিনি মেয়েটাকে? কেমন আছে,কে জানে ?
---জানো,আজ রাত থেকে দেশে লকডাউন, আতঙ্কিত শিবুর চোখে হতাশা।
--কী? শিলা আৎকে ওঠে।
---মানে বাস,ট্রেন, দোকান-পাট,ব্যবসা-বানিজ্য-- সব বন্ধ। বাড়িতে থাকতে হবে।
---তাহলে? শিলা তাকিয়ে থাকে।
ওদিকে মেয়েটা মানে ঝিমলি লকডাউনে আটকে পড়ে মালিকের বাড়ি। মায়ের কাছে টাকা নিয়ে আসবার জন্য ছটফট করে, অপেক্ষা, কবে উঠবে লকডাউন? হঠাৎ শেষ হওয়ার দু'দিন আগেই ঘোষিত হয় দেশের ভয়াবহ পরিস্থিতিতে লকডাউন বৃদ্ধি হল ৩রা মে পর্যন্ত। সব কাজকর্ম বন্ধ।
-- তাহলে চলবে কিভাবে? মেয়েটাই বা আসবে কেমন করে? শিলা ভয় পেয়ে প্রশ্ন করে।
-- মেয়ে ঠিক ওখানেই থাকবে। কিন্তু এখন আমরা তিনটি প্রানণী খাবো কি? শিবু একা একাই কথাগুলো বলতে থাকে।
ঝিমলি মায়ের কাছে ফিরতে আর ধৈর্য রাখতে পারে নি। বেরিয়ে পড়ে রাস্তায় মালিককে না জানিয়েই। হঠাৎ কয়েকজন শ্রমিকের সঙ্গে পথেই দেখা হয় ঝিমলির। তাদের সঙ্গে ছোট ছোট পায়ে হাঁটতে থাকে সেও। কিন্তু বড় রাস্তা দিয়ে গেলে পুলিশ ধরতে পারে এই ভেবে তারা শর্টকাট জঙ্গলের রাস্তা ধরে। চলতে থাকে দিনরাত। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে তারা তাদের গ্রামের কাছাকাছি মাত্র চৌদ্দ কিলোমিটার দূরে এসে পড়ে। অনাহারে জলতেষ্টায় প্রচন্ড ক্লান্ত, শ্রান্ত তবুও ওদের চোখে জ্বলে ওঠে আশার আলো। ঠোঁটে ঠোঁটে ফুটে উঠে এক ফালি হাসি। আরেকটু---- মাত্র এক ঘন্টার রাস্তা। ঝিমলি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছুটোছুটি করে কোনোমতে ওর সঙ্গীরা এম্বুলেন্স জোগাড় করে ওকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার দেখে বলে, শরীরে জলের প্রচণ্ড অভাব। শেষ পর্যন্ত ঝিমলির মৃত্যু হয় হাসপাতালেই। ওই এম্বুলেন্স করেই তাকে নিয়ে রওনা দেয় তারা ঝিমলির বাড়ির পথে।
হঠাৎ সকালে শিলার মনটা যেন কেমন করছে। বড় চিন্তা হচ্ছে তার। রাস্তার দিকে অপলক তাকিয়ে ভাবছে, মেয়েটা যে কেমন আছে ? শিলার কানে আসে গাড়ির শব্দ। মুহূর্তে নেচে ওঠে মনটা। ভাবে ঠিক মেয়ে আমার আসছে। লকডাউনের জন্য ওর মালিক ওকে গাড়ি করে পৌঁছে দিচ্ছে। সত্যিই একটি গাড়ি অত্যন্ত দ্রুত বেগে ধুলো উড়িয়ে তার বাড়ির সামনে এসে দাঁড়াল। তখনও শিবু ও ছেলে বিছানায়। গাড়ি থেকে নামে একজন অপরিচিত লোক। শিলার সামনে এসে বলে, এটা কি ঝিমলির বাড়ি মানে শিবু মন্ডল এর বাড়ি ?
----হ্যাঁ, শিলা উত্তর দেয়। সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, কেন বলুন তো ?
-- ঝিমলি আছে গাড়িতে।
-- ও তাই ! কই ? দৌড়ে এগিয়ে শিলা ডাক দেয়, কই আয় মা। বেরিয়ে আসছিস না কেন ?
-- ও নিজে নামতে পারবে না। সেই লোকটি বলে।
--কেন ? চমকে ওঠে শিলা।
--- এই তোরা ওকে নিয়ে আয়। হাঁক দেয় লোকটি।
চারজনে স্ট্রেচারে করে নামায় ঝিমলিকে সাদা কাপড়ে ঢেকে।
---শিলার মাথায় আকাশ ভেঙে পড়ে। বুক ফাটা কান্নায় আছড়ে পড়ে ঝিমলির দেহের উপর।পরম মমতায় জড়িয়ে ধরে বুকে, আদরে হাত বোলাতে থাকে সারা শরীর। হঠাৎ হাত ঠেকে কোমরে গোঁজা পুটলিটাতে। কাঁদতে কাঁদতেই পুটলি খুলে দেখে, তিন হাজার টাকা সযত্নে রাখা তখনও।
তাং ৩০-০৪-২০২০
Short Story Abhab Written by Khush Sarkar
Short story - Abhab (lack)
In pen - Khush Sarkar,
There is not even a drop of rice after inserting hand in the fare of rock rice. Sitting on the balcony with hand on head. Two kids playing in the big yard. The rock comes out with a hand-da without saying anything. A small tree brings home the pure roots. Leaves, sticks and thick roots separate. The leaves are cut to small and put on a pot in the clay units. The girl suddenly came running and hugged her throat and said, ′′ I am very hungry, mother
--- Will you eat father, I have planted small spinach.
-- No rice mother?
-- Will it happen at night. Your father has gone in search of a job.
--- Calling brother and sitting beside him. Brother eats hot boiled kachushak silently. Looking at the girl's face, the rock thinks, that much girl also understands the lack of money in the family. While wiping her hand on her mother's fringe, the little girl says to her mother, I will work, mother. Will work and bring money. We won't have any scarcity, say?
-- Damn crazy girl, you are young now, only thirteen years old, can you work?
--- yes I can. That's Tukli, he's gone to work, how much money does he bring his mother!
---- No father, grow up a little more, then do it.
The girl calls a middle aged woman in the afternoon. Hugs my mother's voice and says, ′′ Mother that aunt has found me a job, she knows me, a little far away, let it be, I will come back to you when I get money, mother. The rock is in thought. Sighing and saying, I don't want to send you that far, mother. But there is nothing lacking in the family, even your father desperately searches for work, doesn't get a job properly ----------- Then you will tell your father at night, to bring me to work. The girl says in a sweet tune.
-- ok. The rock looks at the woman and says, you go now. I will tell his father if he gives his daughter a job then I will inform you.
Shibu after returning home at late night. Without eating all day, roaming around in the sun, eyes and face are black, provocative hair.
The rock can understand the state of Shibu's mind. Put a little spinach on the leaves and say in a soft tone, don't worry so much. God will make the right arrangements. Listen, let me tell you one thing, the girl has taken the bayna to work
Will go. Says daddy is not feeling well, if I can help dad a little. Found a job. A little far away, but I heard a good person, if you say, then you go and leave him yourself, he will see the place, what kind of people.
Boiled spinach slowly chews with head down. After a long time, he turned his face to the rock and said, ′′ I will send that much girl to work again you are saying, far away, can you bear it?
--- but what to do, tell me? Born in a poor family. Everything is fate!
---- If you are like me, I will give you.
The next day Shibu took his daughter to his work house. Chilli harvesting in a garden, family members are good. It's been one month since I left my daughter. The rock thinks looking at the pages of the calendar, the girl said, she will come back with the money in one month. One month is one day. The rock stares at the road, haven't seen the girl for a long time? How is it, who knows?
--- Do you know, lockdown in the country from tonight, frustration in the eyes of the terrified Shibu.
-- what? The rock gets stuck.
--- Means buses, trains, shops-jute, business-trade -- all closed. Gotta stay at home.
--- then? The rock keeps on staring.
On the other side, the girl means Jhimli, got stuck in the owner's house in lockdown. Eagerly waiting to bring money to mother, when will the lockdown be lifted? It was announced two days before the sudden end, the lockdown increased till 3rd May in the dangerous situation of the country. All activities are closed.
-- then how will it work? How will the girl come? The rock asks questions out of fear.
-- girl will be right there. But now will we eat three creatures? Shibu keeps saying the words alone.
Jhimli couldn't keep the patience to return to his mother. Gets out on the road without informing the owner. Suddenly, some workers were met on the road in Jhimli. He walks with them on small feet too. But they take shortcut forest roads thinking that police can catch them if they go through big roads. It continues day and night. Walking through the jungle, they came near their village just fourteen kilometers away. Tired of starving, tired, yet the light of hope shines in their eyes. A smile blooms on the lips. A little more ---- only an hour road. Jhimli suddenly became sick. Somehow his companions collected an ambulance and brought him to the hospital in a rush. After seeing the doctor, the body says that there is a severe lack of water. In the end, Jhimli dies in the hospital. They took him with that ambulance on the way to Jhimli's house.
Suddenly morning the rock is feeling like a mind. Big thinking is her. Looking at the road, he is thinking, how is the girl? The sound of the car comes to the rock's ears. The mind dances in the moment. Think right my girl is coming. His owner is delivering him by car due to lockdown. A car really fast blew dust and stood in front of his house. Even then Shibu and son are in bed. A stranger getting out of the car. He comes in front of the rock and says, is this the house of Jhimli means the house of Shibu Mandal?
---- yes, the rock answers. Question immediately, tell me why?
-- Dizzy in the car.
-- and that's it! Who is this? The rock calls in front of the race, where are you mother. Why aren't you coming out?
-- he can't get down by himself. That guy says.
-- why? The rock is shocked.
--- Hey you guys bring him. The man gives a shout.
Four people put down the stretcher covering the dizzy in white cloth.
--- The sky falls on the head of the rock. The heartbreaking tears fall on the body of Jhimli. The whole body keeps waving hands with affection, hugging in the chest. Suddenly, the hand was held on the waist in the putlita. Opening the potli while crying, keeping three thousand taka carefully even then.
Date 30-04-2020
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.