Chash Modern Bengali Poem of Khushi Sarkar.
চাষ আধুনিক বাংলা কবিতা লিখেছেন খুশী সরকার।
চাষ কবিতা প্রসঙ্গে:
অভ্যস্ত সংস্কারের উপর নির্ভর করে জীবনের সার্থকতা। এই জীবন বড়ই মূল্যবান। যদি এই জীবন-জমি ঠিক মত চাষ করা যায় তবে মহৎ আদর্শময় ফসল ফলানো সম্ভব নচেৎ বৃথাই নষ্ট হয়ে যাবে জীবন। তবুও আমরা ভালো ফসল পাওয়ার জন্য উন্নত সার, বীজ কি়ম্বা উন্নত পদ্ধতি ব্যবহার করি কিন্তু সুসন্তান লাভের জন্য আমরা সচেতন নই।অথচ আজ সুসন্তানের বড় প্রয়োজন কিন্তু পৃথিবীতে সুসন্তান আসছে না এমনকি আমরা সে বিষয়ে তেমন আগ্রহ বা চেষ্টাও করি না। শুধু জন্ম দেবার তাগিদেই জন্ম দিয়ে চলেছি।
Poem Summary:
Dependency in life depends on the success of life. This life is very valuable. If this land of life is cultivated properly then it is possible to produce a great ideal crop or it will be lost in vain. Nevertheless, we use advanced fertilizers, seeds or improved methods to get good crops, but we are not aware of the benefits of healthy life.
But today, there is a great need for Susan but we are not even interested in it or we do not even try. Just giving birth to be born..
চাষ
খুশী সরকার
অমসৃণ চাষের বুকে বেদনার পাহাড়
সৃষ্ট আগাছা চোখ রাখে সূর্যের চোখে,
পড়ে থাকে মানবজমিন শুষ্কতায়,
গাছ শীতে পাতা ঝরিয়ে রিক্ত,
পায়ের নিচে জীর্ণ পর্নের স্তূপ।
সর্পিল মনের ইচ্ছেরা উৎফুল্লতা মেখে
রবির হাতে হাত মিলিয়ে ভ্রুকুটিতে,
বুনোর সৃষ্টি স্বপ্নে গভীর মগ্ন।
অথচ জীর্ণ পর্ন মাটির রসে ভিজে
চাষে যোগান দেয় ভালো,
সুস্থ সবল প্রাণ পাহাড়জুড়ে।
সবুজ ভাবনার মহীরুহ আকাশ ছুঁয়ে,
শংসার পর্বতে ধ্বজা তোলে নিঃশব্দে
বরফ গলা জল অরণ্যকে দেয় পুষ্টি,
সিন্ধুকে চুম্বন করে পরম আদরে,
তারপরও কলকল ছলছল-----
চাষ অশ্রুঝরায় নিয়ত নীরবে নিভৃতে,
প্রতীক্ষার আশা-বালি চিকচিক জ্বলে
অবিরত ভালবাসার স্নিগ্ধ পরশ পেতে।
সৃষ্টির নেশায় মানুষ জন্ম দেয় মানুষকে,
শুধু সন্তান জন্ম দেবে বলেই বিনা কর্ষনে।
কিংবা প্রয়োজনের অভাব অনুভবেই,
জীর্ণ অন্তরে সদিচ্ছা ঘুমিয়ে অচেতন,
বর্ষণ শেষে গা-ছাড়া মেঘের মতো।
মৃত্তিকায় ফলনের প্রাচুর্যে সতত ব্যস্ত,
উন্নত বীজ,সার,কর্তন প্রয়োগে।
কিন্তু উন্নত প্রাণের সৃষ্টিতে নেই ভাবনা,
নেই নিয়ম,নীতি, নেই সদাচার,
উন্নত জীবের অনুকূল সৃষ্টির যোগ্যতা।
সৎ জীবন যাপনের অনীহা বুকে,
জন্ম দেবে বলেই পঙ্কিল ঘোলা জলে
নিশ্চিত নিরন্তর ক্রমশ সৃষ্টির উন্মাদনা।
*********সমাপ্ত*********
Read the Chash (Cultivation) Modern Bengali Poem of Khushi Sarkar from this page.
No comments:
Post a Comment