Bengali Poem Daibadhyata - 2013 of khushi sarkar - বাংলা কবিতা দায়বদ্ধতা - ২০১৩ - কবি খুশী সরকার
বাংলা কবিতা দায়বদ্ধতা - খুশী সরকার - Bengali Poem Daibadhyata - 2014 of khushi sarkar
Today I share with my all viewers about a very nice Bengali Poem Daibadhyata - 2013 of Khushi Sarkar. She is an Indian Bengali poet. She has written some very beautiful Bengali short story in her blog Naba Mukul. She is not written only short story. She has written some Bengali poem, story, essay and so many modern poems as education base also.
বাংলা কবিতা
দায়বদ্ধতা
খুশী সরকার
অসীম তোমার তপ্তদায় ঘরে বাইরে
ভুলে ভেসে গেছে কী আজ?
সুখ স্বপ্নের ঘুমে আর কাটাবে কতকাল?
মন যে তোমার দরিয়া - দরাজ।
দেখছো না মানুষ বিষাক্ত বিষের যন্ত্রণায়
মরছে মুহূর্তে, বাঁচানো কঠিন।
ক্রমশঃ সর্পিল হচ্ছে জিঘাংসার কালো ধোঁয়া
লুব্ধ কামনার থাবা আকাশের নীলিমায়,
প্রানের আকুতি আশ্বাসে পাখিদের ঘরে ফেরা
চেয়ে থাকি বিপন্ন দুরাশায়।
লোভ লালসার বৃহদাকার গগন ছুঁয়েছে আজ
ঝড়ো হাওয়া মনের কোণে।
দায় এড়ানোর অজুহাত অভিমান বক্ষে চেপে
মুখ ঢেকে যাও আনন্দ নিকেতনে।
আগুন লেগছে ঘরে বাইরে,পুড়ছে অহরহ
পাশ কাটিয়ে পাবে না রেহায়।
বরং কাঁধে নিয়ে দায়ভার হও আগুয়ান
একসাথে তুমি আমি সবাই।
খুলে ফেল ওই ভীরুতার ভীত বেশ
দায়িত্ব নিয়ে ঘুচাও অপমান।
নইলে তোমার মাতা ভগিনী, তোমার আত্মজা
হিংস্রের থাবায় দিবে আত্ম বলিদান।
পারবে কি সেদিন নিজের দায় এড়িয়ে
ফিরে যেতে শান্ত গুহায়?
প্রান দাও, ওই মৃতপ্রায় বিবর্ণ বিবেক - বিটপে,
বাঁচানো তাকে যে, তোমারই দায়।
রচনাকাল - ২৯শে অক্টোবর,২০১৩।
Bengali Poem Daibadhyata - 2013 of khushi sarkar - বাংলা কবিতা দায়বদ্ধতা - 2013 - কবি খুশী সরকার
No comments:
Post a Comment