Aajo Achho Bengali Poem by Khushi Sarkar
বাংলা কবিতা আজও আছো লিখেছেন কবি খুশী সরকার।
The Modern Bengali Poem Aajo Achho written by Khushi Sarkar
Today I share with my all viewers about a Bengali Poem 'Aajo Achho' of poet Khushi Sarkar. She is an Indian Bengali poet. She has written some very beautiful Bengali short story in this blog. She is not written only short story. She has written some Bengali poem, story, essay and so many modern poems as education base also.
Now you can read the Bengali Poem 'Aaj O Achho' from this blog below.
বাংলা কবিতা।
আজও আছো
খুশী সরকার
জীবন পথের বন্ধুর বাঁকে এসে
পিছনে তাকাই আনমনে আড় চোখে;
বর্ষার বৃষ্টি ঝরা রাতে
বিপন্ন সময়ের সেই সন্ধ্যায়
পা মিলিয়েছো আমার সাথে।
বাদলের বর্ষণ আজ গেছে থেমে
সোনালী রোদ্দুরের মুখে হাসি।
জীবনের আবেগে উঠোন থৈ থৈ
ভেসে উঠে উজ্জ্বল স্মৃতি রাশি।
আজ এই অপরাহ্ণের পড়ন্ত বেলায়
যত না পাওয়ার বেদনায় ভাবি;
বৃষ্টিতে ধোয়া প্রসন্ন সেই মুখ
রেখেছিল আমার কাছে এক দাবি।
ঝড়ো পাখির মত বিভ্রান্ত আমি
খুঁজেছি কেবল নিজের ঠিকানা।
তোমার আশার মূল্য দিতে;
তখন আমার পথ ছিলনা জানা।
তারপর কেটে গেছে বহুদিন।
পথ হেটেছি নানান বাঁক্ ঘুরে।
সেদিনের সেই অশ্রু ভরা আঁখি,
দেখেছি চেয়ে চিলের নজরে।
েই কাছে তবু আছো আজো
স্মৃতির ঘরে নিত্য যাওয়া - আসা
বর্ষার বারিপাতে, দুঃখের দহন দীপে।
নাই বা জ্বলুক ভাবের ভাষা।
সমাপ্ত
রচনাকাল - ২৯শে অক্টোবর, ২০১৩।
thank s for your comments
ReplyDelete