Ektu Shanti Pai Short Story by Khushi Sarkar
'Ektu Shanti Pai'a Bengali short story is written by writer Khushi Sarkar.
'একটু শান্তি পাইঅণুগল্পটি লিখেছেন লেখক খুশী সরকার
শিরোনাম- একটু শান্তি পাই (Ektu Shanti Pai)
কলমে-খুশী সরকার
"ও মা, ভিক্ষা দেবে? "ভরদুপুরে কাতর কণ্ঠ শুনে বেরিয়ে আসে মৌ। এক ঝলক দেখে বাড়ির ভেতরে ঢুকে মা'কে বলে, "ও মা এক ভিখারি এসেছে, ভিক্ষা চাইছে।
-"আমার হাত বন্ধ, যা ভিক্ষে দিয়ে আয়।"
-মৌ ভিক্ষা দিতে যাচ্ছে এমন সময় 'উমা' অস্থির হয়ে জিজ্ঞেস করে, "এই দাঁড়া দাঁড়া,কে এসেছে?"
-"একটা বুড়ি।"
-"তুই যা, আমি উনাকে একটু ভাত দিই খেতে। বড় দুখী বুড়িটা।"
-"তোমার তো দয়ার শরীর মা,এমনি কটা বুড়িকে খেতে দেবে?"
-"দয়া-টয়া বুঝি না, দুপুরে ঐরকম অভুক্ত যতজন আসবে সবাইকেই একটু খাওয়াব। দোরে দোরে ঘুরে বেড়ায় এই বয়সে অভুক্ত পেটে। বড় কষ্ট হয়, তাই একটু খাওয়ালে শান্তি পাই।"
মাঝে কেটে গেছে কয়েক বছর। উমা আর নেই, এই পৃথিবীতে মৌয়েরও বিয়ে হয়েছে।
অনেকদিন পর বাপের বাড়িতে এসে মৌ দেখে ভিখারি শূন্য হাতে ফিরে যাচ্ছে।
মৌ মনে মনে মায়ের উদ্দেশ্যে বলে,"প্রায় দিন দেখতাম কোনো অভুক্ত ভিখারি ভরদুপুরে আসলে তাকে কিছু না খাইয়ে ছাড়ত না মা। প্রয়োজনে নিজের ভাতটুকু খাওয়াতে, তোমার মত এমন দয়ালু মন খুব কম দেখেছি মা।
তোমার দৌলতে তখন অনেক ভিখারিকেই চিনতাম। তারা তোমার মতই অনেকেই নেই আজ।
দু-একজন এখনো যারা আছে, দেখা হলেই তোমার কথা বলে। তখন কষ্টে কান্না পায়।
আজ মনে হয়, তুমি সত্যিই দয়ার পরাকাষ্ঠা ছিলে,তোমার মত অমন দয়ালু মন যদি আমিও পেতাম----!"
দীর্ঘশ্বাস ফেলে দূর আকাশে চেয়ে থাকে মৌ।
No comments:
Post a Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.