Modern Bengali Poem Haito Tomar Jonny - 2013 | বাংলা কবিতা হয়তো তোমার জন্য - খুশী সরকার
Today I share with my all viewers about a very nice Bengali Poem 'Swapna Oder' - 2013" of Khushi Sarkar. She is an Indian Bengali poet. She has written some very beautiful Bengali Poem(Kabita) in her blog 'naba mukul'. She is not written only short story. she has written some Bengali poem, story, essay and so many modern poems as education base also.
The Bengali kabita of poet Khushi sarkar from India. the lagent poet and high ranking as Poem writer In India at present. She write a latest Bengali Poem is Haito Tomar Jonny,'Swapna Oder'- 2013. This Bengali poem is meaning as english 'I'm for you sometime'
Bengali Poem Haito Tomar Jonny - khushi sarkar |বাংলা কবিতা হয়তো তোমার জন্য - 2013
হয়তো তোমার জন্য - খুশী সরকার
খুশী সরকার
হয়তো তোমার জন্য -
আমি ইচ্ছার পাখায় ভর করে
উড়ে দেখেছি অন্তহীন আকাশের মুখ।
জড়িয়ে থেকেছি অসংখ্য নক্ষত্র মাঝে
আদরে সোহাগে গায়ে মেখেছি তার উষ্ণতা।
হয়তো তোমার জন্যেই -
আমি বুঝেছি নিজাকে, প্রতীক্ষার স্বপ্ন
ডানা মেলেছে নিজস্বতার খোঁজে।
বৈশাখের তপ্ত ধরার দহন করেছি লেহন,
ফাটলে ফাটলে চৌচির হইনি।
বরং বক্ষচেরা মাঠের কান্নায় পেয়েছি বৃষ্টির স্বাদ।
বিকেলের পড়ন্ত রোদে যখন কালবৈশাখীর রক্ত আঁখি
ভ্রুকুটি ভঙ্গিতে কটাক্ষ করেছে বারবার,
তার কুটিল দৃষ্টিতে নেমেছে দামিনী চকিতে।
বক্ষে পেয়েছি বৃষ্টির নরম গন্ধ।
ছলনার জালে জড়ানো দিক ভ্রান্তের কুপরামর্শ
আমাকে দিশাহারা করতে পারে নি।
আমি খুঁজে পেয়েছি পথের দিশা
পরবতময় বন্ধুর পথে চলার নেশা।
হয়তো তোমার জন্য।
হয়তো তোমার জন্য -
পেয়েছি জীবনে গাংচিলের ঠিকানা
দহন দগ্ধ শ্মশানে প্রাণের আশ্বাস
মরনের মাঝে নবজীবনের বিশ্বাস
হয়তো তোমার জন্যেই।
Tag: Bengali Poem Bipanna Bodh - 2013, Swapna Oder - 2013
No comments:
Post a Comment